সাহরি, রোজার নিয়ত ও ইফতারের দোয়া (আরবি -বাংলা ছবিসহ)

সাহরি, রোজার নিয়ত ও ইফতারের দোয়া
Written by IQRA Bari

মহিমান্বিত রমজানের রোজা রাখা সকল প্রাপ্ত বয়স্ত মুসলিম নর-নারীর উপর ফরজ। ঠিক তেমনি ভাবে রোজা রাখার জন্য নিয়ত করাও ফরজ। আর আমরা এটা জানি যে, বান্দা তার প্রত্যেক কাজের প্রতিদান নিয়ত অনুযায়ী পাবে। রমজানের গুরুত্বপূর্ণ আমল গুলোর মধ্যে রয়েছে সাহরি, রোজার নিয়ত ও ইফতারের দোয়া

এই ব্লগ থকে আজ আমরা হাদিস সূত্রে জানার চেষ্টা করবো রমজানের বিভিন্ন আমলের নিয়ত ও বিভিন্ন দোয়া সম্পর্কে। প্রত্যেকটি বিষয়ের নিয়ত ও দোয়া আরবি -বাংলা এবং অর্থ সহ নিচে উপস্থাপন করা হলো। –

সেহরির নিয়ত

অন্তরের দৃঢ় সংকল্পের নামই হলো নিয়ত। সেহরির জন্য আলাদা কোনো নিয়ত নেই। ফজরের ওয়াক্ত শুরুর পূর্বে বা সুবহে সাদিকের কাছাকাছি সময়ে আমরা যেই খাওয়া দাওয়া করি, তাকে ইসলামি শরিয়তের পরিভাষায় সেহরি বলা হয়।

আরও পড়ুনঃ রমজানের ৩০ রোজার ফজিলত

সেহরি খাওয়ার নিয়ত মূলত রোজা রাখার উদ্দেশ্যেই। এখানে আলাদা ভাবে কোনো নিয়ত সম্পর্কে হাদিসে বর্ণনা নেই।

সেহরি খাওয়ার দোয়া

খাবারের পূর্বে আমরা সাধারণত যেই দোয়া পড়ি, সেই দোয়া পড়েই সাহরি খাওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাবারের আগে যেই দোয়া পড়তেন,

بسم الله وعلى بركةالله بعالى

বাংলা উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া আ’লা বারকাতিল্লাহ।

বাংলা অর্থ: আল্লাহর নামে খানা খাওয়া শুরু করছি এবং আল্লাহর বরকত প্রার্থনা করছি। (সাআলাবী)।

রোজার নিয়ত আরবি

বাংলাদেশে রোজা রাখার নিয়ত হিসেবে একটি প্রসিদ্ধ নিয়ত প্রচলিত আছে, যা অনেকেই পড়ে থাকেন। তবে এই নিয়তটি হাদিস ও কোনো ফিকহের কিতাবে বর্ণিত হয়নি। তবে আপনি চাইলে পড়তে পারেন।

আরও পড়ুনঃ রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩

আরবি নিয়তঃ

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলা উচ্চারণঃ

নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।

বাংলা অর্থঃ

হে আল্লাহ! আমি আগামীকাল তোমার পক্ষ থেকে নির্ধারিত পবিত্র রমজানের ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

আরও পড়ুনঃ তারাবির নামাজের দোয়া ও মোনাজাত

রোজার নিয়ত বাংলা

ফরজ বা নফল রোজার নিয়ত আরবিতে হওয়া জরুরি নয়। ফাতাওয়ায়ে শামির বর্ণনা অনুযায়ী অন্তরের দৃঢ় সংকল্পের নামই হলো নিয়ত। যাইহোক, রোজার বাংলা নিয়ত এভাবে করা যেতে পারে –

হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টির জন্য আজ রোজা রাখার নিয়ত করলাম।

রোজার নিয়ত ছবি (HD)

রোজার নিয়ত আরবি এবং বাংলা

ইফতারের নিয়ত

ইফতারের দোয়া আরবি

ইফতারে পূর্বে এই দোয়া পাঠ করা হয় –

بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

ইফতারের দোয়া বাংলা উচ্চারণঃ 

বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফতারতু।

আরও পড়ুনঃ সালাতুত তাসবিহ নামাজের নিয়ম কানুন (A-Z বিস্তারিত)

বাংলা অর্থঃ

হে আল্লাহ! আমি আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিযিক দিয়েই ইফতার করছি। (সুনানে আবু দাউদ, হাদিস নং ২৩৫৮)

ইফতারের দোয়া ছবি (HD)

ইফতারের দোয়া আরবি বাংলা

প্রিয় পাঠক, নিয়ত মূলত অন্তরের দৃঢ় সংকল্পের নাম। আপনি যে কোনো ভাষায় রোজা রাখার নিয়ত করতে পারেন। এতে কোনো সমস্যা নেই। এমনকি কোনো কাজের নিয়ত করার জন্য মুখে কিছু বাক্য উচ্চরণ করাও জরুরি নয়, মনে মনে নিয়ত করলেও হবে। মহান আল্লাহ তা’আলা মূলত বান্দার অন্তরের অবস্থার দিকটা লক্ষ্য করেন।

তাই সকল কাজের নিয়তই অন্তর থেকে হওয়া চাই। যেই নিয়তে তাকওয়ার পরিমাণ বেশি, সেই নিয়ত আল্লাহর কাছে ততবেশি গ্রহণযোগ্য। তাকওয়াই হলো সকল ইবাদতের মূল বিষয়। যাইহোক, আশা করি রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া, সেহরির নিয়ত এবং সেহরির দোয়া সম্পর্কে আপনারা জানতে পেরেছেন।

Leave a Comment

error: Content is protected !!