পৃথিবী আমার আসল ঠিকানা নয় লিরিক্স

পৃথিবী আমার আসল ঠিকানা নয় লিরিক্স
Written by IQRA Bari

বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় কবি ও গীতিকার মতিউর রহমান মল্লিক, তার লেখা বিভিন্ন ইসলামিক গজল শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছে। তার একটি জনপ্রিয় গজলের লিরিক্স হলো পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

এই লিরিক্সটি খুবই চমৎকার এবং এই লিরিক্সের কথাগুলোর মাধ্যমে মানুষকে জীবনের আসল উদ্দেশ্য তোলে ধরা হয়েছে। মানুষ কেন অহংকার করে এবং কেন এই পৃথিবীর মিছে মায়ায় মত্ত থাকে?

পৃথিবীর কোন কিছুই চিরস্থায়ী নয়,  দুনিয়ার হার – জিত সবই মিছে। মতিউর রহমান মল্লিক এর চমৎকার সেই লিরিক্সটি নিচে তোলে ধরা হলো-

পৃথিবী আমার আসল ঠিকানা নয় লিরিক্স

পৃথিবী আমার আসল ঠিকানা নয় – (২ বার)
মরণ একদিন মুছে দেবে, সকল রঙ্গিন পরিচয় -|| ঐ

মিছে এই মানুষের বন্ধন,
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন – (২ বার)
মিছে এই জীবনের রংধনু সাত রং -(২ বার)
মিছে এই দুদিনের অভিনয়।

পৃথিবী আমার আসল ঠিকানা নয় – (২ বার)
মরণ একদিন মুছে দেবে, সকল রঙ্গিন পরিচয় -|| ঐ

মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব,
মিছে গান কবিতার ছন্দ। – (২ বার)
মিছে এই অভিনয়, নাটকের মঞ্চে – (২ বার)
মিছে এই জয় আর পরাজয়।

পৃথিবী আমার আসল ঠিকানা নয় – (২ বার)
মরণ একদিন মুছে দেবে, সকল রঙ্গিন পরিচয় -|| ঐ

কবি ও গীতিকার মতিউর রহমান মল্লিক -এর লেখা এই লিরিক্সটি হৃদয়ে এমন এক অনুপ্রেরণা দেয়, যেই অনুপ্রেরণায় মানুষ কল্যাণের পথে নিজেকে প্রতিষ্ঠিত করে। পরিশেষে গীতিকার মতিউর রহমান মল্লিক -এর জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজ এখানেই শেষ করছি।

Leave a Comment

error: Content is protected !!