১০টি নতুন ইসলামী গজলের লিরিক্স

নতুন ইসলামী গজলের লিরিক্স
Written by IQRA Bari

ইসলাম মানবতা ও শান্তির ধর্ম। এক অদ্বিতীয় স্রষ্টার মনোনীত এই ধর্মের প্রতিটি কার্যক্রমেই সৃষ্টির কল্যাণ নিহিত। স্রষ্টার একাত্ববাদ ও মহত্বের গুণগানকেই গজল বলা হয়। লিরিক্স মানে গানের কথা। অনেকেই ইসলামী গজলের লিরিক্স বা ইসলামী গানের লিরিক্স পড়তে ভালোবাসেন। এজন্যই অনেকগুলো সুন্দর গজল লিরিক্স আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি।

এই ইসলামী গজল লিরিক্স গুলো লিখেছেন উদীয়মান লেখক নাজিরুল ইসলাম নকীব। আশাকরি গজলের কথা গুলো আপনাদের মুদ্ধ করবে ইনশাআল্লাহ।

বাংলা ইসলামিক গজল লিরিক্স

দীন ইসলামের পথে খোদা
চালাইও আমায়,
দীন কায়েমের পথে খোদা
চালাইও আমায় -২

যেন তোমার পথের পথিক হয়ে
ব্যথা যত যাইরে সয়ে -২
তবুও যেন তোমার-ই নাম -২
জপি যে সদাই -।।

যেন কুরআন মেনে চালাই জীবন
কবুল করো এই তনুপণ -২
ঘোর আধারেও থেকে যেন -২
তোমার দয়া পাই -।।

দিও ভাই ভাইয়ের মাঝে মিলন
সুখে যেন কাটে এ-জীবন -২
তোমার প্রেমের অনুরাগে -২
চালাও সর্বদাই -।।

আরও পড়ুনঃ সেরা ইসলামিক কবিতা

ইসলামী গজল লিরিক্স

ঐ চাঁদ ঐ তাঁরা নীল আসমান
ঐ পাখি রাত জোনাকি গায় তব গান —২
তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান
আল্লাহ মহান তুমি আল্লাহ মহান -।।

হৃদয়ের সুর দিয়ে গাই যে তোমার গান
তুমি যে সবার মালিক স্রষ্টা মহিয়ান —২
পাখ-পাখালিরা গাই তোমারি শান
তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান —।।

জীবনের চাওয়া পাওয়া তোমারি কাছে চাই
তুমি ছাড়া এ-জগতে দয়ালু কেহ নাই —২
বয়ে যায় স্রোতধারা নদী কলতান
তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান —।।

আল্লাহ আল্লাহ গজল লিরিক্স

ঐ চাঁদকে যদি বল
তুমি কার সৃজন
পাহাড়কে যদি বল
তুমি কার সৃজন -২
চাঁদ-পাহাড় বলে দেবে ওরে ভোলা মন
আল্লাহ মহান আল্লাহ মহান শুধুই একজন -।।

পাদপেরী ফুল ফলেরই রূপেরী বাহার
যদি তাকে প্রশ্ন কর সৃজন তুমি কার -২
ফুল ফলেরা বলে দেবে ওরে ভোলা মন
আল্লাহ মহান আল্লাহ মহান শুধুই একজন -।।

পাহাড়েরী নির্ঝরিণীর নিপুণ পানেতে
যদি তুমি প্রশ্ন রাখো নদীর ঢেউয়েতে -২
নির্ঝরিণীর গানে গানে জবাপ পাবে মন
আল্লাহ মহান আল্লাহ মহান শুধুই একজন -।।

[এই লিস্টে আরো ৭টি গজল যুক্ত করা হবে ইনশাআল্লাহ]

আরও পড়ুনঃ সেরা রোমান্টিক প্রেমের কবিতা

প্রিয় পাঠক, ইসলামী গজলের লিরিক্স গুলো আশাকরি আপনার কাছে ভালো লেগেছে। আপনার মন্তব্য অবশ্যই কমেন্টবক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ

Leave a Comment

error: Content is protected !!