Terms of Use

Terms of Use | প্রিয় দর্শনার্থী, ইতোমধ্যেই জেনেছেন IQRA Bari একটি শিক্ষামূলক ওয়েবসাইট। এই ওয়েবসাইটে পরিবেশিত সকল কন্টেন্টই ব্যবহারকারীদের স্বার্থে বিবেচিত। তবে দর্শনার্থীরা কেবল একটি সুনির্দিষ্ট নিয়মের ভিত্তিকে ইকরা বাড়ি ব্যবহারের অনুমতি পাবে।

ব্যবহারবিধি

সবকিছুই ব্যবহারের জন্য একটি সুনির্দিষ্ট নিয়ম ফলো করতে হয়। ইকরা বাড়ি ব্যবহারের ক্ষেত্রেও তা প্রযোজ্য।

  • ইকরা বাড়ি ব্যবহারের জন্য কোন অবৈধ সফটওয়্যার ব্যবহার করা যাবে না।
  • স্প্যামিং করা যাবে না।
  • পোস্টের কমেন্ট বক্সে কাউকে গালি দেওয়া যাবে না।
  • ইকরা বাড়িতে পরিবেশিত সকল তথ্যের অপব্যবহার থেকে বিরত থাকুন।
  • অনেক তথ্য আছে এমন যা আপনার মতের সাথে নাও মিলতে পারে, এক্ষেত্রেও গালাগালি করা নিষেধ। তবে কোনো তথ্যে যদি সত্যিই অনাকাঙ্খিত শব্দ দেখা যায়, তবে ইকরা বাড়ি কর্তৃপক্ষকে জানানো দোষের কিছু নয়। বরং এটা আমরা সাদরে গ্রহণ করবো ইনশাআল্লাহ।

আমাদের কন্টেন্ট

ইকরা বাড়ির সকল কন্টেন্ট দর্শনার্থীদের জন্য পরিবেশিত। তবে আমরা এমনটা বলতে পারিনা যে আমাদের সকল কন্টেন্ট শতভাগ শুদ্ধ। তবে শুদ্ধকরণে চেষ্টা অবিরাম। আমরা চেষ্টা করি প্রত্যেকটা কন্টেন্ট দায়িত্বের সাথে তৈরি করতে। কিন্তু আমাদের কর্ম ব্যস্ততা এবং দক্ষতা ও জ্ঞানের অভাবে কন্টেন্টে অনাকাঙ্খিত ভুল থেকে যেতে পারে। যা অবশ্যই পরিবর্তনীয়।

কপিরাইট নীতি

ইকরা বাড়ি ওয়েবসাইটে পরিবেশিত সকল কন্টেন্ট লেখক কর্তৃক কপিরাইটকৃত। দয়াকরে কেউ ইকরা বাড়ির কোন কন্টেন্ট কপি করবেন না এবং অনুমতি ব্যতীত কোনো ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, বা জন সম্মুখে প্রকাশ করা থেকে বিরত থাকার আহবান জানাই।

আমাদের ওয়েবসাইটে পরিবেশিত pdf বই গুলো ইন্টারনেটের বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করা। আমরা এই pdf বই গুলোর মালিক নই এবং বই গুলোর লেখক আমাদের সংশ্লিষ্ট কেউ নয়। আমরা শুধুমাত্র আমাদের পাঠকদের সুবিধার্থে এই বইগুলো অনলাইন থেকে সংগ্রহ করি এবং এই ওয়েবসাইটে শেয়ার করি।

আমরা এই বইগুলো কারো কাছে অর্থের বিনিময়ে বিক্রিও করি না এবং বইগুলো নিজেদের বলে চালিয়েও দেই না। আমরা প্রত্যেক বইয়ের লেখক -লেখিকাকে স্বীকৃতি দিয়ে শুধুমাত্র আমাদের পাঠকদের সুবিধার্থে বইগুলো প্রকাশ করি।

আমরা যদি ভুলবশতঃ কোন লেখক/লেখিকা বা কারো সৃজনশীল কাজ যেমন ছবি, অডিও, ভিডিও অথবা যে কোনো ধরণের ডিজিটাল ডকুমেন্ট এই ওয়েবসাইটে প্রকাশ করি, এবং তা যদি লেখকের কপিরাইট নীতি ভঙ্গ করে তবে নির্দীধায় আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা যে কোন লেখকের কপিরাইটকৃত কন্টেন্ট ইকরা বাড়ি থেকে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিই।

error: Content is protected !!