প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় বাংলা ভাষাভাষীদের যোগ্য, অগ্রগামী ও সৃজনশীল হিসেবে প্রমাণের জন্যে ইলম চর্চার পাশাপাশি প্রয়োজন সৃজনশীল, বাস্তবসম্মত এবং প্রযুক্তিগত জ্ঞানার্জন। বাংলা ভাষাভাষীদের বিদ্যার্জনের সহযোগি হিসেবে IQRA Bari প্রতিষ্ঠা করা হয়েছে।
ইকরা বাড়ি হলো একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে একাডেমিক শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষামূলক ইনফরমেশন তুলে ধরা হয়। পাঠকদের কল্যাণই আমাদের একমাত্র উদ্দেশ্য।
আমরা চাই শিক্ষার আলো দিয়ে একটি সুন্দর সমাজ গঠন এবং প্রযুক্তিগত কৌশলে সামনে এগিয়ে যেতে। আমাদের দেশকে বিশ্বের দরবারে জ্ঞানের আলোই আলোকিত দেখতে চাই। এই স্বপ্নকে সামনে রেখে আমাদের পথচলা।
IQRA Bari | ইকরা বাড়ি
اقرا পবিত্র কুরআনের সর্বপ্রথম শব্দ। এর বাংলা অর্থ হলো ‘পড়’। সূরা আলাকের প্রথম শব্দ এটি। সেই শব্দ অনুসরণে IQRA Bari নামকরণ করা হয়েছে।
আমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট রচনাকালে এর সর্বোচ্চ গুণগতমান অক্ষুণ্ন রাখার প্রতি যাথাসাধ্য গুরুত্ব দিয়ে থাকি। সাবলীল, প্রাঞ্জল ও মাধুর্যপূর্ণ ভাষায় আমাদের আর্টিকেল গুলোকে উপাস্থাপন করতে চেষ্টা করি।
তাছাড়া, অপ্রাসঙ্গিক ও অযাচিত সকল ইনফরমেশন পরিহার করে প্রাসঙ্গিক সকল বিষয় নির্ভরযোগ্য প্রামাণ্য তথ্যের সমাহার ঘটিয়ে নির্ভুল ও সহজবোধ্য করে আর্টিকেলের ধারাবাহিকতা ঠিক রাখার চেষ্টা করি।
আমাদের প্রচেষ্টা ও এবং নিরলস প্ররিশ্রম তখনই সার্থক হবে, যখন আমাদের ওয়েবসাইটের ভিজিটিরগণ তাদের লক্ষ্য ও কাঙ্খিত সাফল্য অর্জনে সক্ষম হবে।
সচেতন শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী এবং সুধীজনের যে কোনো গঠনমূলক পরামর্শ এবং দিকনির্দেশনা আমরা সাদরে গ্রহণ করি এবং সে মোতাবেক যথাযথ প্রদক্ষেপ গ্রহণে আমরা সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।
দৃষ্টি আকর্ষণ!
IQRA Bari – ইকরা বাড়ি কোনো PDF ফাইল তৈরি করে না এবং কোনো হার্ডকভার বইকেও স্ক্যান করে PDF তৈরি করে না। যেই PDF গুলো ইকরা বাড়িতে প্রকাশ করা হয় তা মূলত ইন্টারনেট থেকেই সংগ্রহ করা হয়, যা ইতোমধ্যেই বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত ছিল।
IQRA Bari তে প্রকাশিত কোনো PDF সম্পর্কে যদি কোনো লেখক, প্রকাশক অথবা কোনো সত্ত্বাধিকারীর কোনো আপত্তি থাকে, তবে অবশ্যই অনুগ্রহ করে IQRA Bari টিমকে আপনার কাঙ্খিত PDF এর লিংক সহ ইনবক্স করুন। আমরা অবশ্যই আপনার কাঙ্খিত সেই PDF ফাইলটিকে ইকরা বাড়ি থেকে মুছে ফেলার প্রতিশ্রুতি দেই।
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ
► Email: Contact.Nakib@gmail.com
► facebook : https://www.fb.com/iqrabariOfficial/
► Web Contact : Contact -IQRA Bari