বাবা মানে হাজার বিকেল লিরিক্স এর গীতিকার, সুরকার ও শিল্পী হলেন তাসনীম সাদিয়া। গানটি ২০২১ সালের ১০ই আগস্ট প্রথম প্রকাশিত হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন সুরেলা কণ্ঠের অধিকারী মোছা. জাইমা নূর। ইতোমধ্যেই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে।
জাইমা নূরের কণ্ঠে এই গানটি আপনি হয়তো ইতোমধ্যেই শুনেছেন। আবেগ ও মায়া ভরা কণ্ঠে এই গানটি গাওয়ার পর লক্ষ লক্ষ শ্রোতার চোখের পানি ঝরেছে। গানটি বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মে প্রকাশিত হওয়ার পর কোটি কোটি ভিউ এবং লক্ষ লক্ষ মিনিট ওয়াচ টাইম পেয়েছে।
- পড়ুন: মায়ের গজল লিরিক্স
বাবা মানে হাজার বিকেল গজলটি মূলত বাবাকে উদ্দেশ্য করে লেখা। সন্তানের কাছে বাবার সম্মান, প্রয়োজনীয়তা এবং সন্তানের কাছে বাবার গুরুত্ব কত, তা এই গজলের লিরিক্সটিতে ফুটে উঠেছে। চলুন লিরিক্সটি মুখস্ত করে নিই।
বাবা মানে হাজার বিকেল লিরিক্স
বাবা মানে হাজার বিকেল
আমার ছেলে বেলা,
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা,
বাবা মানে কাটছে ভালো
যাচ্ছে ভালো দিন,
বাবা মানে জমিয়ে রাখা
আমার অনেক ঋণ। -(২ বার)
আমি যতই এলোমেলো ভুলের অভিধান,
বাবা তুমি সময় মত সহজ সমাধান।
জীবনের টানাপোড়েন কিছুই না জানি,
আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি,
বাবার কাছে হইনা কালো আমি কোনদিনই,
বাবা ডাকে আদর করে আমায় সোনামণি।
বাবা মানে অনেক চাওয়া,
বাবা মানে অনেক পাওয়া,
বাবা মানে ছোট্ট শূন্যতা,
বাবা মানে অনেক পূর্ণতা।
ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে,
আমি বড় হইনি আজও বাবা তোমার কাছে।
চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে,
মা বলে ডাকবে বল সারা জীবন ধরে,
বেলা শেষে তুমি আজও অনেক অভিমানে,
কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। – (ঐ)
- পড়ুন: ১০ টি নাতে রাসুল লিরিক্স
বাবা মানে হাজার বিকেল লিরিক্সটি জাইমা নূরের কণ্ঠে প্রকাশিত হওয়ার পর গানটি শ্রোতাদের মাঝে খুবই সাড়া ফেলেছে। এই গানটি আমার কাছেও অনেক প্রিয় একটি গান। গানটির ছন্দমিলে যদিও তেমন বিশেষত্ব নেই। তবে জাইমা নূরের কণ্ঠ গানটিতে অসাধারণ করে তুলেছে।
এই গানটি মূলত জাইমা নূরের কণ্ঠের জাদুকরি কৌশলেই শ্রোতাদের মন জয় করেছে। সোশ্যাল প্লাটফর্ম গুলো যতদিন থাকবে, আশাকরি এই গানটি আরও কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। পিতাহারা সন্তানেরা এই গানটি শুনে মনে সান্ত্বনা পাবে।