প্রফেট মুহাম্মাদ (সা.) একাধারে তিনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে দামী মানুষ, সবচেয়ে সুন্দর ও ভদ্র মানুষ। তাঁর চরিত্র এত সুন্দর যে, স্বয়ং স্রষ্টাই তাঁর চরিত্রের প্রশংসা করে। তবে আমরা কেন নয়! সেই মহা-মনীষীর প্রেমে ১০ টি নাতে রাসুল লিরিক্স বা নবীর গজল লিরিক্স আপনাদের সামনে উপস্থাপন করা হলো।
এখানে যেই নাতে রাসূল (সা.) গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো লিখেছেন, নাজিরুল ইসলাম নকীব। আশাকরি এই লেখকের লেখা নাত গুলো আপনাদেরকে মুগ্ধ করবে।
এই আর্টিকেলে যা যা থাকছে -
Toggle১০ টি নাতে রাসুল লিরিক্স | নবীর গজল লিরিক্স
বাঁধা মানেনা
মন আমার বাঁধা মানেনা
যেতে চাই সোনার মাদিনা -২
সেই মাদিনা যাব আমি –
মন আর তো সহে না -|ঐ|
আবেগ মাখা সুর দিয়ে মন
ডাকি প্রতিদিনে
রোজ হাশরে নেই শাফায়াত
নবী তুমি বিনে – ২
সেই দিনেতে রেখো মনে
ভুলে যেও না -|ঐ|
তোমার নামে-ই কবিতা
লিখি যে গান কত
তোমার প্রেমের অশ্রু ফোটা
ঝরে অবিরত – ২
নিত্যদিনে তোমার-ই নাম
জপি মাদিনা -|ঐ|
জীবন বাজি রাখতে পারি
নবী তোমার তরে
তোমার-ই নাম নূর মোহাম্মাদ
আঁকি হৃদয় জুড়ে -২
পুষ্প-কাননের মতো
ঝরে যেও না -|ঐ|
আরো পড়ুনঃ ১০টি নতুন ইসলামী গজলের লিরিক্স
প্রিয় রাসূলের রওজায়
মন যেতে চায় আরবেতে
প্রিয় রাসূলের রওজায় -২
আমার সালাম পৌঁছে দিতে
নূর নবীজি মোস্তফায় – ||
কে যাও তুমি ভাই, সঙ্গে না ও আমায়
তোমারি তরীতে
প্রিয় নবীজির রওজা মোবারক
একবার জিয়ারত করিতে -২
সঙ্গে যদি না নাও মোরে
কেমনে যাব মদিনায় -||
জীবন তারে একবারে
সপে দিয়েছি হায় –
তাইতো তারি প্রেমে বিভোর হয়ে
মেতে আছি সর্বদায় – ২
হাজার বার নয়, একটু সময়
দেখা দিও আমায় -||
আরো পড়ুনঃ স্রষ্টা প্রেমের ইসলামিক কবিতা
মনটা শুধু কাঁদে
মন শুধু যেতে চায়, যেতে চায় মদিনায়
যেতে চায় আরবেতে
মন যেতে চায় কাবা ঘরে, ওহুদের প্রান্তরে
যেতে চায় তায়েফের মাঠে -|| ২ বার।
যেতে চাই বহুদূর, যেথা নূরে ভরপুর
স্মৃতি মাথা আমেনার কুড়েঘর
আমি যেতে চাই রওজায়, চোখে কভু দেখি নাই
যেতে চাই বদরের প্রান্তে -|| ২ বার।
এই মন চায় যেতে, জান্নাতুল বাকিতে
যেথা শোয়ে আছে শত সাহাবা
মনটা শুধু কাঁদে বিরহ আর্তনাদে
তবুও বলি মারহাবা -|| ২ বার।
মন শুধু যেতে চায়, যেতে চায় মদিনায়
যেতে চায় আরবেতে
মন যেতে চায় কাবা ঘরে, ওহুদের প্রান্তরে
যেতে চায় তায়েফের মাঠে -|| ২ বার।
(বি.দ্র. : এই লিস্টে আরো নাতে রাসুল লিরিক্স যুক্ত করা হবে ইনশাআল্লাহ)
শেষ কথাঃ
প্রিয় পাঠক, আশাকরি নবীর গজল লিরিক্স গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। এই লিরিক্স গুলোর বেশ কয়েকটি ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। আপনিও চাইলে লিরিক্স গুলোকে নাতে রাসূল (সা.) হিসেবে গাইতে পারেন। তবে প্রফেশনাল ভাবে রেকর্ড বা ভিডিও করলে অবশ্যই লেখকের অনুমতি নেওয়া জরুরি।