মানবতার কবিতা | মানবতাবাদী কবিতা

মানবতার কবিতা - মানবতাবাদী কবিতা
Written by IQRA Bari

মানবতার কবিতা (Manobotar Kobita) : সৃষ্টিকূলের শ্রেষ্ঠ হিসেবে স্বয়ং স্রষ্টাই মানুষকে মনোনীত করেছেন। মানুষ শ্রেষ্ঠ হওয়ার রহস্য হলো বিবেক-বুদ্ধি ও মানবতা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এরই ভিত্তিকে আমরা আশরাফুল মাখলুকাত।

যারা মানুষের মধ্যে থাকা বিভেদ-বিভাজন, হিংসা-বিদ্বেষ আর হানাহানি দূর করার জন্যে অবিরাম লড়ে যায়, আমার চোখে তারাই হিরো। যাদের মাঝে রয়েছে মানবতার প্রতি টান তারা মরে গিয়েও যুগ যুগ বেঁচে থাকে মানুষের হৃদয়ে। আমি সেই মহান মানুষের গান গাই।

মানবতাবাদী কবিতা কম-বেশি সকল কবিতারাই লিখেন। এই নিবন্ধে উল্লেখিত মানবতার কবিতা গুলো লিখেছেন, নাজিরুল ইসলাম নকীব। আশাকরি এই কবিতা গুলো আপনাদের মন জয় করবে এবং হৃদয়ে মানবতার প্রতি ভালোবাসা তৈরি করবে।

আরও পড়ুনঃ ১০ টি ঋতুরাজ বসন্তের কবিতা 

শ্রেষ্ঠ জাতি

আমি হলাম শ্রেষ্ঠ জাতি
মাখলুকাতে ভাই,
আমার চোখে ধনী গরীবের
কোন ভেদাভেদ নাই।

আমি মুক্ত উদার আলোর শশী
বিলায় আলো ধরে,
সবার সুখে’ই হাসি আমি
দিবস নক্ত ঘোরে।

সব মানুষের সুখ দেখাটা
শুধুই ভালোবাসি,
দুখি জনের দুখে আমি
নয়ন জলে ভাসি।

সূর্য হয়ে জ্বলি আমি
শর্বরী ঘোর নাশে,
শীত সকালের বন্ধু আমি
গরীব দুখির পাশে।

(একাধিক জাতীয় পত্রিকা ও যৌথকাব্য গ্রন্থে প্রকাশিত।)

আরও পড়ুনঃ একুশে ফেব্রুয়ারির কবিতা

মানবতার কবিতা | মানবতাবাদী কবিতা

সাম্যের গান

আমের মুকুল ফুটেছে ডালে
এসেছে বৈশাখী গগনে মেঘ,
পাড়ার দুলাল -কিশোরীরা আজ
করো নিদ্রা ত্যাগ।

এসেছে সময় সাম্যের গানে
তুলো ঐক্যের সুর,
হিংসা-বিভেদ বিভাজন যত
দলে যাক বহুদূর।

হৃদয়ে আসোক সমতা আর-
সম্প্রীতির প্রসবণ,
ভাই-বেরাদর কাঁধে রেখে কাঁধ
কর আজাদির ধ্বজা উত্তোলন।

সমীরণে উড়োক ফুলের সুবাস
জ্ঞান বিকাশে তনু-মন
আমরা কিশোর-কিশোরী যত
গড়বো সমাজ এইতো পণ।

আরও পড়ুনঃ পবিত্র মাহে রমজান নিয়ে কবিতা

মানবতার কবিতা নিয়ে কিছু কথাঃ

প্রিয় পাঠক, মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে স্রষ্টাই মনোনীত করেন। মানুষের শ্রেষ্ঠত্ব মূলত বিবেক-বুদ্ধি ও মানবতার মাধ্যমে প্রকাশ পায়। মানবতা ছাড়া মানুষ সমাজে বাঁচতে পারে না। মানবতার মধ্যেই রয়েছে সুখ-শান্তি ও কল্যাণ।

মানুষ হিসেবে আমরা সকলেই মানবতার পক্ষে। তবে যারা মানবতার কথা শুধু মুখের মধ্যেই সীমাবদ্ধ করে রাখে, আর হৃদয়ে পোষণ করে না, তারা নিঃসন্দেহে সৈরাচার! মানবতা তো তাকেই বলে, আমি বেঁচে থাকতে আমার প্রতিবেশী যেনো এক মুঠো ভাতের জন্য হাহাকার না করে।

মানবতা তো তাকেই বলে, আমার চোখ যেনো কোনো অন্ধ লোকের পথ দেখিয়ে দেয়। মানবতা তো তাকেই বলে, আমার হাসিটাও যেনো অন্য কারো ভালো থাকার জন্য হয়। মানবতা তো তাকেই বলে, আমার বাড়ির কুকুরটাও যেনো এক বেলা না খেলে ঘুমিয়ে যায়।

শুধু মানবের কল্যাণই মানবতা নয়। প্রকৃতির মাঝে বেঁচে থাকা প্রতিটি সদস্যের জন্যই হৃদয়ের ভালোবাসা ঊজার করে দেওয়ার নামই মানবতা। উপরোক্ত মানবতার কবিতা গুলোর মাধ্যমে তা সুস্পষ্ট। যাইহোক, আশাকরি মানবতাবাদী কবিতা গুলো আপনাদের কাছে ভালোই লেগেছে।

Leave a Comment

error: Content is protected !!