পবিত্র মাহে রমজান নিয়ে কবিতা (রোজার কবিতা)

পবিত্র মাহে রমজানের কবিতা -পবিত্র মাহে রমজান নিয়ে কবিতা
Written by IQRA Bari

পবিত্র মাহে রমজান নিয়ে কবিতা কার ভালো না লাগে! এইতো আর কয়েকদিন, রমজান কড়া নাড়ছে আমার-আপনার দুয়ারে। মহিমান্বিত রমজান বাকি ১১ মাসের চেয়েও অধিক উত্তম। রমজান কুরআন নাজিলের মাস। এই মাসে বান্দার প্রতিটি নেক আমলের সওয়াব সত্তরগুণ বৃদ্ধি করা হয়।

রমজানে অগণিত জাহান্নামিকে জাহান্নামের আজাব থেকে মুক্ত করা হয়। এই মাসে লাইলাতুল কদর নামে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে অধিক উত্তম। রমজান এতই ফজিলতপূর্ণ মাস, এই মাসকে ভালোবেসে কবিরা লিখে যায় পবিত্র মাহে রমজানের কবিতা, আর শিল্লীরা গেয়ে যায় গান।

মাহে রমজান উপলেক্ষ্যে আজ আমি আপনাদের সাথে চমৎকার কিছু ”রোজার কবিতা” শেয়ার করবো। এই কবিতা গুলো লিখেছেন, নাজিরুল ইসলাম নকীব। আশাকরি আপনার কাছে এই লেখকের রোজা নিয়ে কবিতা গুলো ভালোই লাগবে। চলুন শুরু করা যাক। –

আরও পড়ুনঃ স্রষ্টা প্রেমের ইসলামিক কবিতা

পবিত্র মাহে রমজান নিয়ে কবিতা

রমজান এলো

একটু সময় থেকো না ঘুমই
দেখো দু’চোখ খুলে,
অধরা হাওয়া বয়ছে দেখো
এই ধরণী তলে।

দেখো চেয়ে গাছের ডালে
ফুটছে কত ফুল,
রমজান এলো নজরানা নিয়ে
ভাঙতে সবার ভুল।

এখনি সময় পেয়ারা হতে-
রহমান কৃপাময়,
করলে ক্ষমা পাবে দু’জাহান
নেই তাতে সংশয়।

আর থেকো না বসে, দয়ার আশে-
ফেলো চোখের লোনা,
করিবে ক্ষমা ভুল যত আর-
জীবনের সব গুনাহ।

আরও পড়ুনঃ ১০টি নতুন ইসলামী গজলের লিরিক্স

সকল মাসের রানী

পুরো একটি মাস
তার প্রতিদিন যেনে ঈদ!
ক্লান্তি-শ্রান্তি দূর হয়ে যাক-
অলস চোখের নিদ।

এই মাসেতেই নাজিল হলো
খোদার ঐশী বাণী
বরকতময় রমজান মাস-
সকল মাসের রানী।

লাইলাতুল কদর নামে
একটি রজনী –
হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ
কুরআনের বাণী।

বান্দার প্রতি নেকের সওয়াব
সত্তরগুণ যায় বেড়ে
সব মুমিনের তাকওয়ার কাছে
শয়তান যায় হেরে!

এমাসে নরক হতে মুক্তি পায়
অগণিত লোক
স্বর্গ সুখে কেটে যায় সব –
জাহান্নামের দুখ!

মাসের শেষে ফিরে আসে
খুশির ঈদের দিন
এই দিনেতে হর্ষে ভাসে
সব খাঁটি মুমিন।

আরও পড়ুনঃ ১০ টি নাতে রাসুল লিরিক্স

হর্ষে মুসলমান

অধিক সাধনার জন্য
পেলাম সবে নিমন্ত্রণ
দিবস অনাহারি থাকি-
সাঁঝে ইফতার দেয় আমন্ত্রণ।

হর্ষে মুসলমান সবে
আরজু করে বিধাতার,
শর্বরীতে নামাজ পড়ে
ধনী-গরীব এক কাতার।

এক স্রষ্টার আরাধনায়-
অভিনিবেশ সবে,
রোজা রাখার আনন্দটা
রোজাদারই পাবে।

রমজান এলো, সবার মনে-
হর্ষ জৌলুস ভরা,
রমজানেরই দিন -রজনী
জাগায় সুখের পাড়া।

আরও পড়ুনঃ সেরা ১০ টি একুশের কবিতা

প্রিয় পাঠক, আমরা চেষ্টা করেছি পবিত্র মাহে রমজানের কবিতার মাধ্যমে সকল মুমিন হৃদয়কে উজ্জীবিত করার। রমজান মুমিনের জীবনের শ্রেষ্ঠ উপহার। তাই সকল মুমিনেরাই রমজানের অপেক্ষায় থাকে, কখন রমজান আসবে! রমজানকে বলা হয়, নেকি হাসিলের বসন্ত।

পরিশেষে স্রষ্টার কাছে দোয়া করি তিনি যেনো লেখকের পবিত্র মাহে রমজান নিয়ে কবিতা গুলোকে কবুল করেন এবং তার লেখনীতে আরো বারাকাহ দান করেন। আমিন।

Leave a Comment

error: Content is protected !!