সেরা ১০ টি একুশের কবিতা | মাতৃভাষা নিয়ে কবিতা

সেরা ১০ টি একুশের কবিতা - মাতৃভাষা নিয়ে কবিতা
Written by IQRA Bari

আমাদের মাতৃভাষা বাংলা। এই বাংলা ভাষার জন্য ১৯৫২ সালের ফেব্রুয়ারির ২১ তারিখ আমার ভাইদেরকে শহীদ করা হয়েছিল। এজন্য বাংলা ভাষার রয়েছে গৌরবোজ্জ্বল একটি সমৃদ্ধ ইতিহাস। ২১ শে ফেব্রুয়ারির ভাষা শহীদদেরকে আজ আমরা একুশের কবিতার মাধ্যমে স্মরণ করবো।

১৯৫২ সালের পর থেকে প্রতি বছরই ২১ শে ফেব্রুয়ারির দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদ্‌যাপিত হয়ে আসছে। এই দিনে বিশ্বের বিভিন্ন দেশে মাতৃভাষা দিবস পালিত হয়। বিশেষ করে সারাবিশ্বের বাঙালিরা এই দিনটিকে গভীর ভাবে মনে করে।

আমরাও ভাষা শহীদদেরকে একুশে ফেব্রুয়ারির কবিতার মাধ্যমে স্মরণ করবো। মাতৃভাষা নিয়ে কবিতা গুলো লিখেছেন, কবি নাজিরুল ইসলাম নকীব। আশাকরি ২১শে ফেব্রুয়ারির কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

সেরা ১০ টি একুশের কবিতা

অমর একুশে

মায়ের ভাষা বাংলা আমার
আজাদ চিরদিনি,
এই ভাষারী জন্যে আমি
হয়েছি চির ঋণী।

পথের দ্বারে হানাদারে
ঝরালো ভায়ের রক্ত,
তখনী জেগেছি নাশতে জালিম
মাতৃ কোলের ভক্ত।

শোণিতে আমার ধরেছে আগুন
শহীদ ভায়ের হেরি যবে খুন
আঁচড়ে পরে মনে,
রফিক, সালাম, বরকত, জব্বার
অমর স্মরণে।

কত ভায়ের কত মায়ের
খালি যে স্নেহের কোল
হায়েনারা সবে শত্রু আমার
করেছে পাপের ভুল।

আরও পড়ুনঃ স্রষ্টা প্রেমের ইসলামিক কবিতা

মাতৃভাষা নিয়ে কবিতা

শহীদের মর্সিয়া

শহীদের পূত খুনে
এই ধ্বজা আঁকা
প্রভাতের কূজনে
কি যে মধু মাখা।

হাজার প্রাণে ভূমি
হলো লালে লাল
তাজা খুনে লোহিত
হলো নদী -খাল।

দলে দলে ছুটে এলো
বিদ্রোহী ফৌজ
জীবনের বিনিময়ে-
পেলো আজাদির খোঁজ।

আজ তাই এ-ভাষা
এত মধু লাগে
শহীদের মর্সিয়া
আজও হৃদে জাগে।

আরও পড়ুনঃ সেরা রোমান্টিক প্রেমের কবিতা

অমর একুশের কবিতা

আমারি বাংলা ভাষা

বাংলা তুমি মাতৃভাষা
তোমায় ঘিরে শত আশা
কিশোর-যুবক স্তন্যপায়ীর
আছে তোমার জন্যে ভালোবাসা।

কৃষাণ মজুর রাখাল চাষা
নিতুই ছানা পাখির ভাষা
সবার হৃদে তোমায় ঘীরে
অযুত কোটি আলোর আশা।

তুমি আমার মনের তৃষা
তুমিই আমার পথের দিশা
বাংলা মায়ের বাঁধন তুমি
তুমি আমার মুখের ভাষা।

আরও পড়ুনঃ ১০টি নতুন ইসলামী গজলের লিরিক্স

মাতৃভাষা নিয়ে কবিতা

মায়ের ভাষা বাংলা

এদেশের মাটি সোনা হতে খাঁটি
হিরার চেয়েও দামি
ধন্য আমার এই যে ভূলোক
শহীদের পদ চুমি।

সুজলা সুফলা শস্য শ্যামলা
আমার সোনার গায়
সূর্য উঠে পূর্ব দিকে
পশ্চিমাস্ত যায়।

বিদ্রোহী প্রাণের, সরল মনের
কত ভাই হলো খুন
আজও ভুলিনি, ভুলার নয় তো
হে দুশমন শোন!

মায়ের ভাষা বাংলা আমার
হৃদয়ে গেঁথেছে
এই ভাষার জন্যে সেদিন
কত প্রাণ ঝরেছে!

সালাম, রফিক, বরকতের
রক্তভেজা স্মৃতি
জাব্বার তুমিও চির অমলান
গেয়ে যাব এই গীতি।

আরও পড়ুনঃ ১০ টি নাতে রাসুল লিরিক্স

(বি. দ্র. : পর্যায়ক্রমে এই লিস্টে আরো ২১শে ফেব্রুয়ারির কবিতা যুক্ত করা হবে ইনশাআল্লাহ) 

প্রিয় পাঠক, আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের সামনে চমৎকার কিছু একুশে ফেব্রুয়ারির কবিতা উপস্থাপন করার জন্যে। আশাকরি ভাষা শহীদদের স্মরণে এই মাতৃভাষা নিয়ে কবিতা গুলো আপনাদের ভালো লেগেছে।

অমর একুশের কবিতা গুলোর মাধ্যমে ভাষা শহীদরা বেঁচে থাকুক হাজার বছর। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করছি।

Leave a Comment

error: Content is protected !!