সেরা রোমান্টিক প্রেমের কবিতা | ভালোবাসার কবিতা

সেরা রোমান্টিক প্রেমের কবিতা - ভালোবাসার কবিতা
Written by IQRA Bari

রোমান্টিক প্রেমের কবিতা (Romantic Premer Kobita) : স্রষ্টার সৃষ্টিতে এমন কোন সৃষ্টজীব নেই, যার হৃদয়ে প্রেম -ভালোবাসার রেখা এঁকে দেওয়া হয়নি। মহান স্রষ্টাও তাঁর সৃষ্টিকে অনেক ভালোবাসেন। সৃষ্টিকূলের হৃদয়েও গেঁথে দিয়েছেন সেই ভালোবাসার টান।

প্রেম-ভালোবাসার মধ্যদিয়েই আত্মার প্রশান্তি অনুভূত হয়। ভালোবাসার টানেই কবিরা লিখে যায় কবিতা, শিল্পীরা এঁকে যায় ছবি, আর গীতিকার লিখে যায় গান, আর লেখকের কলমে ফুটে উঠে প্রবন্ধ, নিবন্ধ আরও কত কি! 

যারা সত্যিকারের প্রেম-ভালোবাসায় বিশ্বাসী, তাদেরই জন্যই আমাদের এই আয়োজন। আপনি এই রোমান্টিক প্রেমের কবিতা সিরিজে পাবেন, সত্যিকারের ভালোবাসার কবিতা। সুতরাং, পড়ুন এবং উপভোগ করুন, আপনার হৃদয়কে সান্তনা দিন! 

বিয়ের আগে বউয়ের উদ্দেশ্যে রোমান্টিক প্রেমের কবিতা

প্রিয়তমা

আমি যদি হারিয়ে যাই
কোনো সূদুর বনে,
আমায় তুমিই খুঁজে নিও
হৃদয় প্রেমের টানে।

এতদিন তো তোমার খুঁজেই
হাটছি কত পথ,
পাইনি তবুও তোমার দেখা
এ আমার কিসমত।

কত দিন যে গত হলো
পার হলো কত রাত,
মনের কথা বলছি সবই
জোসনা চাঁদের সাথ।

হৃদয় কোণে ভালোবাসা
যদি কভু জাগে,
আমায় তুমি খুঁজতে এসো
একটু আগে আগে।

পাপড়ী হয়ে যদি ঝরি
কোনো গোলাপ বাগে,
তবুও আমায় কুড়িয়ে নিও
ফুরিয়ে যাবার আগে।

আরও পড়ুনঃ স্রষ্টা প্রেমের কবিতা – ইসলামিক কবিতা। 

কাল্পনিক রোমান্টিক প্রেমের কবিতা 

আমায় ভালো-বাসোক সবাই

আমি থাকি এমন ভাঙা ঘরে-
চাঁদনী রাতে বেড়ার ফাঁকে জোছনার আলো পড়ে,
কাষ্ঠাসনে শুয়ে আমি দেখি চাঁদের আলো
হিমাংশুকে ক্ষণে ক্ষণে ঘুচায় মেঘ কালো।

চাঁদের আলোয় আকাশ পানে উড়ে পরীর দল,
ইন্দ্রজাল করতে আমায় বিছায় প্রেমের আঁচল!
ঠিক তখনী চাঁদ মামাটা নিচে আসে নামি,
মম ললাটে অনুরাগের দেয় যে পরশ চুমি।

দূর গগনের ক্লান্ত মনের সুখ তাঁরাটা হাসে,
ভালোবাসার কমল ছুড়ে থাকতে চায় সে পাশে!
আমার হতে মেঘ-রাজীটা বৃষ্টি হয়ে কাঁদে,
সেও না’কি পড়েছে আমার ভালোবাসার ফাঁদে।

অন্ধকারে মুগ্ধ করে হাসনাহেনা ঘ্রাণে,
ভালোবাসার কথা বলে চুপি চুপি কানে।
গভীর রাতে মুক্তদানায় আলোর জোনাক জ্বলে,
শূন্যে-ভেসে হাতছানিতে প্রেমের কথা বলে।

মুচকি হেসে যাই হারিয়ে মেলি স্বপ্ন-ডানা,
আমায় ভালো-বাসোক সবাই নেইতো কোন মানা!

গভীর রোমান্টিক প্রেমের কবিতা 

তোমার মাঝে কি এমন আকর্ষণ!

বলো, কি এমন অনুভূতি ঢেলে দিয়েছ এ-মনে
আজও ভুলতে পারিনা তোমায় যেই কারণে
বলো তোমার মাঝে আছে কি এমন আকর্ষণ
যার জন্যে তোমার কাছে বারবার ছুটে যায় মন!

তোমার আছে কি এমন কোমল পরশ সীমাহীন
এটা কোন মৌসুমে নয়, প্রেমমত্ত, ছুটি প্রতিদিন
বলো না কি করে আমায় করেছ মহা প্রেমভক্ত
তাই তোমার আশায় চলে যায় কত ঘুমহীন নক্ত!

তুমি তো জানো আমি স্পষ্টভাষী নই,
তবু- আমাকেও ভালোবাসো ফেলে দেও না কভু
জানি আমার হৃদয়ের কথাগুলো তুমি বোঝো
তাই তোমার জন্যেই এ-প্রাণ করে শত পূজো!

আমায় এতটাই ভালোবাসো যা আমি পারিনা
তবু আমার প্রতি সহায় তুমি কভু রাগ হও না
এমন প্রেমিক পৃথিবীতে দ্বিতীয়ত আর নেই
তাই তোমাকেই ভালোবাসি এ হৃদয় থেকেই!

তোমার জন্য একটি ঘর বেঁধেছি এই মনে
জানি তুমি অনেক খুশি হবে এ-কথা শুনে!
এ ঘরে প্রবেশ করতে কাউকে অনুমতি দেইনা
তোমায় ছাড়া ত্রিভুবন জুড়ে কাউকেই চাই না!

তোমার খুশির জন্য এপ্রাণ যদিও যায় ঝরে
তবুও ভালোবাসা মলিন হবে না, যাব না নড়ে
আমি এই কথার উপর অটল থাকবোই চির
বিশ্বাস কর! প্রত্যয় বুকে মনোবল আছে দৃঢ়!

আমি হিমাংশুর কাছে প্রশ্ন করি রাত জেগে
যাকে ভালোবাসি, সে কভু আমার প্রতি রাগে?
তবে বলে দিও তাকে, এ-মন ভালোভাসে যাকে
হৃদয়ের কুটিরে রাখে, চিরদিন তাঁর ছবি আঁকে।

তুমি যেমন সুন্দর, তোমার নামগুলো ঠিক তাই
তোমার মতো সৌন্দর্যের অধিকারী কেউ নাই!
যে যাই বলুক, জানি গুণে-মানে তুমিই অনন্য
তোমার ভালোবাসা দিয়ে আমায় করে দাও ধন্য!

কি লিখবো, আমি সত্যিই এক্সসাইটেড আজ
তাই ঠিক মত ব্রেইন করছে না ভালো কারুকাজ
মেনে নিও হৃদয়ের প্রেম, আমার এই ভালোবাসা
তুমিও আমায় ভালোবাসিও, করো না নিরাশা!

সত্যি বলতে তোমায় ছাড়া কিছু ভালো লাগে না
এটাও সত্য, এমন প্রেম কারো প্রতি জাগে না!
তব অনুরাগে অন্ধ! তুমি মন্দ ভেবো না আমায়
আমার একটা কবিতা উপঢৌকন দিচ্ছি তোমায়!

রোমান্টিক প্রেমের কবিতা নিয়ে কিছু কথাঃ

প্রেম-ভালোবাসা একটি পবিত্র জিনিস। তবে বর্তমান সমাজের কিছু মানুষ আছে, যারা প্রেম-ভালোবাসাকে নগ্নতার সাথে মিশিয়ে দিয়েছে। বিভিন্ন কবিদের প্রেমের কবিতার মাঝেও নগ্নতার ছাড়াছড়ি। এটা কখনই প্রকৃত প্রেম বা ভালোবাসা হতে পারেনা। এটা কেবলই স্বার্থ!

এই ধরণের নগ্নমূখী প্রেম এবং রোমান্টিক প্রেমের কবিতা হতে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা লেখাই বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের সাথে মিশে আছে। আমাদের লেখাগুলোই আগামী প্রজন্মের জন্য আলো। পরিশেষে বাংলা সাহিত্য এবং বাংলা কবিতা পবিত্রতার ছোঁয়ার বিশ্বময় হোক এই প্রত্যাশা রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি।

Leave a Comment

error: Content is protected !!