মানসিক প্রশান্তির জন্য গান শোনা অনেকেরই নিত্যদিনের পছন্দের কাজ। অনেকেই বিভিন্ন গানের লিরিক্স মুখস্ত করে নিজে নিজে গাওয়ার চেষ্টা করে। আবার তা যদি হয় নিজের জন্য লিরিক্স, অর্থাৎ নিজের মনের অনুভূতি সম্মিলিত গান, তাহলে তো কথায় নেই।
এই ব্লগে আমরা আপনাদের জন্য খুবই চমৎকার একটি গানের লিরিক্স উপস্থাপন করেছি যা নিজের অনুভূতি সম্পর্কিত। যারা গান শুনের নিশ্চই তাদের কাছে এই লিরিক্সটি ভালো লাগবে এবং মনে প্রশান্তি যোগাবে। চলুন লিরিক্সটি নিজের মতো করে সুরে সুরে পাঠ করি। –
আরও পড়ুনঃ নতুন ইসলামী গজলের লিরিক্স
নিজের জন্য লিরিক্স | Nijer Jonno Lyrics
আমি তো কখনই ভাবিনি এভাবে
চলে যেতে হবে বহূদূর,
আমি তো বুঝিনি জীবনের ছায়াপথে
আসবে না আর রোদ্দুর।
এভাবেই চলে গেছে কত লোক
প্রেম-ভালোবাসাতে ছিল উৎসুখ,
চাওয়া-পাওয়ার মাঝে রঙিন জীবন শেষে
এভাবেই ত্যাগ করে ইহলোক।
আমার কষ্ট লাগে দু’দিনের দুনিয়ায়
কেন বুনেছি এত স্বপ্ন ভূধর,
আদর যত্নে গড়া এই দেহখানি, তবুও –
আমার কাছেই যেনো আমি হব পর।
এভাবে আর বসে থাকা যায় না
নিজের জন্য আর কিছু চাই না,
আমি কে -আমাকে চিনতে হবে ঠিক
যে যাই বলুক, লোকে দিক শত ধিক
তবুও আমি যে আমাকে চিনতে চাই
কারো কথা কিছু যায় আসে না।
মনের মাধুরী দিয়ে গড়েছি স্বপ্নসব
প্রাণত্যাগে ছিড়ে যাবে প্রেমডোর
নিজের জন্য ভেবে দুখের কলরবে
আজ তাই হই ব্যথাতুর।
আমার কষ্ট লাগে দু’দিনের দুনিয়ায়
কেন বুনেছি এত স্বপ্ন ভূধর,
আদর যত্নে গড়া এই দেহখানি, তবুও –
আমার কাছেই যেনো আমি হব পর।
আরও পড়ুনঃ মাকে নিয়ে গজল লিরিক্স
প্রিয় পাঠক, আশা করি উপরোল্লিখিত নিজের জন্য লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে। লিরিক্সটি সম্পর্কে আপনার অনুভূতি কি তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।