মায়ের গজল লিরিক্স : মা এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। মায়ের পদতলে সন্তানদের জান্নাত। মা ছাড়া এই পৃথিবীতে শূন্যতা কাজ করে। সেই মহীয়সী নারী আমার-আপনার মা। প্রিয় মাকে নিয়ে গজল লিরিক্স আপনাদের উপহার দিয়েছেন উদীয়মান কবি নাজিরুল ইসলাম নকীব।
যাদের মা বেঁচে আছেন, তারা অবশ্যই মায়ের খেদমত করুন। আর যাদের মা বেঁচে নেই, তারা মায়ের জন্য প্রভুর কাছে দোয়া করুন। মায়ের আঁচলে কত যে মমতা তা তারাই বুঝে, যারা মাকে ভালোবাসে। চলুন মাকে নিয়ে ইসলামিক গজলের লিরিক্স গুলো পাঠ করি।
মাকে নিয়ে গজল লিরিক্স
মাগো তোমার মতো
আর কেহ নেই এই জগতে
মাগো তোমার মতো -২
সব থেকে শ্রেষ্ঠ মা জননী
নিয়ামত আছে যত -|ঐ|
দশ মাস দশদিন ধরেছো পেটে
দুঃখ কতনা জানি
নিরবে নিকরে মা যে আমার
ফেলেছে চোখের পানি -২
তোমার স্মৃতি মা মনে হয় বারবার -২
সারাক্ষণ অবিরত -|ঐ|
শৈশবে কৈশরে করেছো লালন
ব্যথা বেদনা সয়েছো
স্তন্যপায়ী যবে ছিলাম আমি
স্নেহে কোলে রেখেছো -২
তোমার উপমা হয় না কভু -২
শ্রেষ্ঠ তুমি যথাযথ -|ঐ|
(বি.দ্র : এই লিস্টে আরো ৯ টি মাকে নিয়ে নতুন নতুন গজলের লিরিক্স যুক্ত করা হবে ইনশাআল্লাহ)
আরো পড়নুঃ ১০ টি নাতে রাসূল (সা.) লিরিক্স
প্রিয় পাঠক, আমি চেষ্টা করেছি চমৎকার কিছু মায়ের গজল লিরিক্স আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে। যারা মা ভক্ত সন্তান, নিশ্চই তাদের কাছে মাকে নিয়ে গজল লিরিক্স অনেক দামী একটি বিষয়। এই পৃথিবীর সকল মা-ই ধন্য। মা বেঁচে থাকুক হাজার বছর।