শিক্ষা নিয়ে কবিতা : শিক্ষা এমন এক বন্ধু, যে সুখেও পাশে থাকে, দুখেও পাশে থাকে। আমরা তো জীবনে এমনই একটি বন্ধুর তালাশ করি, যে বন্ধু আমাকে পথের দিশা বলে দেবে, আমার কল্যাণে যে নিয়োজিত থাকবে। কিন্তু এমন একজন বন্ধুকে খোঁজতে যেয়ে, খোঁজে না পেয়ে একসময় হতাশার জালে আটকে গিয়ে হাঁপিয়ে যাই।
তবুও পথচলা থামে না। বন্ধুটাকে খোঁজে পেতেই হবে। কিন্তু শেষ পর্যন্ত খোঁজে পাওয়া আর হলো না। কিন্তু ওই বন্ধুটার চেয়েও আরো কল্যাণকামী এক বন্ধু আমাকে পেতে চায়, যে আমার জীবনের প্রতিটি মূহুর্তই আমাকে গাইড করবে, পথ বলে দেবে। অথচ, সেই বন্ধুটাকেই চেনা হলো না!
শিক্ষার চেয়ে বড় বন্ধু আর কিছুই হতে পারে না। আমাদের সেই বন্ধুটাকে চিনে নেবো এই ব্লগে উল্লেখিত পড়াশোনা নিয়ে কবিতা গুলোর মাধ্যমে। এই কবিতা গুলো লিখেছেন, নাজিরুল ইসলাম নকীব। কবিতা গুলো আবৃত্তি করে নিশ্চই আপনার হৃদয়ে তৃপ্তি পাবেন এই আশা।
আরও পড়ুনঃ ঋতুরাজ বসন্তের কবিতা
(১) লেখাপড়া নিয়ে কবিতা
জ্ঞানের স্রোতে
তুমি আজও কেন অজ্ঞ
কেন নির্বল?
দেখো চারদিকে জ্ঞানান্বেষণের
প্রতিযোগিতার বাদল।
আজ জাগো-
নব চেতনার উদ্যমে
অরুণ হয়ে আলো দাও
এই মিল্লাত পানে।
আজ কে আছে বসে
জ্ঞান থেকে দূরে?
জাগাও অনুভূতি
শিক্ষার সুরে।
তুমি তো পারো হে তরুণ
জ্ঞানের আলোয় তেজোদীপ্ত হতে
তবে কেন বসে?
আজ ভেসে যাও জ্ঞানের স্রোতে।
আরও পড়ুনঃ পবিত্র মাহে রমজান নিয়ে কবিতা
(২) শিক্ষা নিয়ে কবিতা
জ্ঞানের মৃত্যু নেই
পড়ালেখা কর তুমি
গড় জ্ঞান যত-
তবুও থেকো না বসে
পড় অবিরত।
যত পারো তত পড়
পড় দিয়ে মন,
পড়ার মাঝেই সুখী
হাজারো জীবন।
সৃষ্টি করেছে যিনি
পড় তাঁর নামে,
জ্ঞানের মৃত্যু নেই
এই ইহধামে।
পড়ার শুরুটা হোক
শৈশব কালে,
শ্রেষ্ঠ জীবন পেতে
পড় সবে মিলে।
আমি ক্ষুদ্র কবি
যাই রচিয়া,
পড়ায় মনটা দাও
আজি কষিয়া।
(বি. দ্র. : অচিরেই এই লিস্টে আরো ৮টি পড়াশোনা নিয়ে কবিতা যুক্ত করা হবে ইনশাআল্লাহ।)
আরও পড়ুনঃ সেরা রোমান্টিক প্রেমের কবিতা
প্রিয় পাঠক, শিক্ষাই জীবনের প্রধান বাণী। যে সমাজ শিক্ষিত, যে সমাজে কল্যাণের হার বেশি। বর্তমানে সারা পৃথিবীতেই শিক্ষার এক মহা বিপ্লব চলছে। এই সময়টাতে আমাদেরকেও দীপ্ত শপথে শিক্ষার প্রসারে কাজ করতে হবে।
উল্লেখিত শিক্ষা নিয়ে কবিতা গুলোর মূল ম্যাসেজ হলো ”শিক্ষা”। শিক্ষাই হোক প্রতিটি মানুষের জীবনের প্রধান বাণী। যাইহোক, আশাকরি লেখাপড়া নিয়ে কবিতা গুলো আপনাদের ভালো লেগেছে। পরিশেষে সকল পাঠকদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি।