১০ টি ঋতুরাজ বসন্তের কবিতা

ঋতুরাজ বসন্তের কবিতা
Written by IQRA Bari

ঋতুরাজ বসন্তের কবিতা : বাংলাদেশ ষড় ঋতুর দেশ। এদেশের প্রকৃতি ছয়টি ঋতুর মাঝেই ভিন্ন ভিন্ন রূপে সাজে। তারমধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর ঋতুর নাম বসন্ত। বসন্তকে বলা হয় “ঋতুরাজ”। এই ঋতুরাজ বসন্তকে ভালোবেসে কবিরা লিখে যায় কবিতা, শিল্পীরা এঁকে যায় ছবি, গায়কেরা গেয়ে যায় গান।

শীতের শেষেই বসন্ত আসে। বসন্তের মাঝেই বাংলার প্রকৃতি সবচেয়ে সুন্দর রূপে সাজে। শীতের প্রভাবে প্রকৃতির মাঝে একটি দুর্বল বা ঘুমন্ত ভাব তৈরি হয়, বসন্ত এলেই তা জেগে উঠে। ঋতুরাজ বসন্ত নিয়ে কবিতা গুলোর মাধ্যমে তা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন, কবি নাজিরুল ইসলাম নকীব।

বসন্তকাল নিয়ে কবিতা পাঠের আগে সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। আর দেরি নয়, চলুন বসন্তের ভালবাসার কবিতা গুলো নিজের মতো করে আবৃত্তি করি। –

আরও পড়ুনঃ মাতৃভাষা নিয়ে কবিতা

ঋতুরাজ বসন্তের কবিতা

ফাগুন এসেছে

সবুজ বাগানে ফুলের ঘ্রাণের
রানী আজ বসন্ত
ফুলের কলিতে ছোঁয়া দিয়ে
মৌমাছিরাও ক্লান্ত।

বোলতা এলো মধু আহরণে
এলো প্রজাপতির দলবল
ডালে ডালে মিষ্টি সুরে
শোন পাখির কোলাহল।

শিমুল ফুঠেছে গাছের ডালে
ফুঠেছে কৃঞ্চচূড়া
কামেনি ফুঠেছে প্রণয় ছড়িয়ে
জবা জোড়া জোড়া।

কোকিল ডাকছে কুহু কুহু
রাত্রি -দিবস ঘুরে
ফাগুন এসেছে সবুজ হাসছে
সোনার বাংলাজুড়ে।

আরও পড়ুনঃ মহানবীকে নিয়ে কবিতা

এলো ঋতুরাজ

শীত শেষে বাংলায়
এলো ঋতুরাজ
ফিরে এলো নেচারে
শ্যামলের সাজ।

কুকিল ডাকে কুহু
বউ কথা কও
দেহে পরাগ রেণু
ফুলে ফুলে মৌ।

জুঁই, শিমুল আর মল্লিকাতে
সুশোভিত হয় তার রূপে শোভাতে
কলকাকলি বনে পাখির কূজন
চঞ্চল হয় প্রাণ ভরে উঠে মন।

রূপের রানী যেনো
এলো বাংলায়,
ষড় ঋতুর এই দেশ
আর কোথা নাই।

আরও পড়ুনঃ পবিত্র মাহে রমজান নিয়ে কবিতা

সবুজ কুঁড়ি

নিতুই রূপে বধূ বেশে
এলো যে বসন্ত
নাতিশীতোঞ্চ পবণ করুণ হৃদকে
করে দেয় শান্ত।

অপরূপ সাজে দিব্যি জগৎ
রূপান্তর উদ্যান,
পাখির কূজনে মার্মে ভজন
বর্ধিত হয় জোরজান।

বিচিত্র ফুলের মুগ্ধ সুবাস
দেহাত শোভিত শ্যামল,
জুঁই চামেলীর নিপুণ ঘ্রাণে
ঘরে মৌ বোলতার দল।

কনকলতায় ভূধর গিরি
পাদপ ভরা সবুজ কুঁড়ি
পুষ্প শোভায় সাজে
ফুলের সুবাস অনিল ছোঁয়ায়
মন সারে না কাজে।

আরও পড়ুনঃ সেরা রোমান্টিক প্রেমের কবিতা

(অচিরেই এই লিস্টে আরো ঋতুরাজের কবিতা যুক্ত করা হবে ইনশাআল্লাহ) 

প্রিয় পাঠক, আমরা সকলেই ঋতুরাজ বসন্তকে ভালোবাসি। আর এই ভালোবাসা কবিতা পাঠকেরা আরো গভীর ভাবে উপলব্ধি করতে ঋতুরাজ বসন্তের কবিতা আবৃত্তি করে। কেননা, বসন্ত নিয়ে কবিতা গুলোর মাঝে থাকে স্বপ্ন, আবেগ, ভালোবাসা ও প্রেম।

এইতো আর কিছুদিন, বসন্ত এসে গেছে। আশাকরি কবির এই বসন্তের শুভেচ্ছা কবিতা গুলো আপনাদের কাছে ভালোই লেগেছে। সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করছি।

Leave a Comment

error: Content is protected !!