10 টি নবী প্রেমের কবিতা | মহানবীকে নিয়ে কবিতা

10 টি নবী প্রেমের কবিতা - মহানবীকে নিয়ে কবিতা
Written by IQRA Bari

প্রফেট মুহাম্মাদ (সা.) এই পৃথিবীবাসীর জন্য স্রষ্টাপ্রদত্ত রহমত। তাঁর পরশেই জাহিলিয়্যাতের অন্ধকার থেকে মানবজাতি পেয়েছে আলোর দিশা। তিনিও মানুষ ছিলেন, তবে সাধারণ মানুষ নয়; বরং ’অসাধারণ মানুষ’। তাঁর উপমা তিনি নিজেই। এই মহা-মানবের সম্মান গগণচুম্বী। সেই প্রিয়তম নবী প্রেমের কবিতার মাধ্যমে রয়েছে শিক্ষা ও অনুপ্রেরণা।

আমরা সকলেই সেই নবীর উম্মত, অর্থাৎ অনুসারী। প্রিয়তম সেই রাসূলের ভালোবাসায় কত কবি লিখেছে কবিতা, গান গেয়েছে কত শিল্লী। আজকের এই ব্লগে পরিবেশিত মহানবীকে নিয়ে কবিতা গুলো লিখেছেন, উদীয়মান কবি নাজিরুল ইসলাম নকীব। তার লেখনী গুলো আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

১০ টি নবী প্রেমের কবিতা

সবুজ মিনার

মন ছুটে যায় বারেবারে
দূর মদিনার দ্বারে,
যেথায় মরুর সবুজ মিনার
মন যে শুধু কাড়ে।

সুখের রবি সোনার ছবি
মাদিনার ঐ দেশ,
ইচ্ছে করে যাবো সেথায়
জাগলো সে উদ্দেশ।

শাহিন পাখি হতাম যদি
ডানা মেলে উড়ে,
যেতাম আমি মাদিনাতে
রওজা পাকের দ্বারে।

আলোর নবী সোনার ছবি
মাদিনার ‘ই দেশে,
ভ্রমর হলে যেতাম উড়ে
নেচে হেসে হেসে।

প্রকাশিত : মাসিক নকীব, পুষ্প জাগরণ

আরো পড়ুনঃ স্রষ্টা প্রেমের ইসলামিক কবিতা

যুগের নকীব

দূর আরবের বুকে পবিত্র মক্কাতে
মরুময় বিয়াবানে ফুটেছে ফুল,
চারদিক সুবাসিত গুঞ্জনে মুখরিত
যুগের নকীব হয়ে এসেছে রাসূল।

আমেনার কুড়েঘর রহমতে ভরে গেল
যখন জন্ম হলো শিশু আহমদ,
পৃথিবীটা হেসে ওঠে চরণে পড়ল লুটে
সুন্দর প্রেমময় প্রিয় তাঁর কদ।

আল্লাহু আকবার স্রষ্টা শ্রেষ্ঠতার
দরূদ পড়ল সেই প্রিয় রাসূলের,
ফেরেশতাগণ সবে আনন্দে মেতে ছিল
গুলশান ভরে ছিল ঘ্রাণে পুষ্পের।

হাজার বছর ধরে প্রিয় নবীজীর তরে
দরূদ পড়ি আর জানাই সালাম,
আমার জন্ম যদি হতো দূর আরবে
মদিনার ধূলোবালি গায়ে মাখিতাম!

আমেনার সোনামনি শিশু নবী আহমাদ
জন্মের আগে তাঁর বাবা হারালো,
শ্রদ্ধেয় মহোদয় আব্দুল মোতালিব
পিতাহারা শিশুটির পাশে দাঁড়ালো।

এভাবেই বড় হলো পবিত্র মক্কাতে
লোকেরা আল-আমিন বলে ডাকতো,
সবার হৃদয়জুড়ে স্থান পেল শিশুটি
পাড়ার সবাই তাঁকে চোখে রাখতো।

নবুয়ত পেল যবে প্রিয় নবী হযরত
সবাই শক্র হয়ে পিছু লাগে তাঁর,
বৈরীর অত্যাচারে মক্কা শহর ছেড়ে
হিযরতে পথছুটে শাহে মদিনার।

সবুজ গুম্বজের নিচে আজও শোয়ে আছে
জগত শ্রেষ্ঠনর প্রিয় হযরত,
দয়াল প্রভুর তরে দয়া চাই বারেবারে
আমার হায়াতে প্রভু দিও বরকত।

ওগো প্রভু দয়াময় করি শুধু অনুনয়
এজীবনে হয় যেন রওজা জিয়ারত,
হাশরের বিভীষিকায় নবী তুমি দিও দেখা
আমার জন্য সেদিন করো শাফায়াত!

প্রকাশিত: ‘হৃদয় বীণার সুর’ কাব্যগ্রন্থ ২০১৮ একুশে বইমেলা।

আরও পড়ুনঃ পবিত্র মাহে রমজান নিয়ে কবিতা

মিতালি

দয়াকরে নাও হে আমায়
দূর মদিনার গায়ে
লঘুভারে ফেলবো চরণ
হাঁটবো খালি পায়ে।

সারা গায়ে মাখবো নবীর
চরণ ছোঁয়া বালি
পথ শিশু আর সবার সাথে
করবো মিতালি।

গুণগানে সর্বদা-ই
থাকবো আমি মেতে
গানে গানে ধরবো সুর
প্রিয় নবীর নাতে।

একটুখানি দাঁড়াবো ওই
জান্নাতুল বাকিতে
প্রাণের প্রিয় সাহাবাদের
মনের সালাম দিতে।

সারা দিবস কাটিয়ে দেবো
সবুজ খেজুর বাগে
পাকা খেজুর কুড়াবো সব
গভীর অনুরাগে।

সন্ধ্যাবেলা অবশিষ্ট
যত খেজুর মিলে
পথ শিশুদের ডেকে ডেকে
সবই দেবো বিলে।

৫ কার্তিক ১৪২৫ বাংলা
শনিবার | কিশোরগঞ্জ

আরও পড়ুনঃ সেরা রোমান্টিক প্রেমের কবিতা

(বি. দ্র. : পরবর্তী আপডেটে এই লিস্টে আরো কিছু নবী প্রেমের কবিতা যুক্ত করা হবে ইনশাআল্লাহ)

প্রিয় পাঠক, মহানবীকে নিয়ে কবিতা আবৃত্তি করা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। কারণ, নবীজীর শানে যেই কবিতা গুলো লেখা হয়, এই কবিতাগুলোতে থাকে প্রশংসা, দরূদ এবং জীবনী। সুতরাং, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে যারা ভালোবাসেন, তাদের কাছে প্রিয় নবীর কবিতা গুলো খুবই উপভোগ্য মনে হয়।

এই ব্লগে উল্লিখিত কবিতা গুলোর মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে নবীর আগমনের কবিতা, নাতে রাসূল কবিতা এবং রাসূলের প্রতি ভালোবাসা কবিতা ইত্যাদি। আশাকরি লেখকের এই কবিতা গুলো আপনাদের মনে প্রশান্তি যোগাতে সক্ষম হয়েছে। পরিশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি লেখকের কলমে আরো বারাকাহ দান করুন। আমিন।

Leave a Comment

error: Content is protected !!