নিজের মৃত্যু নিয়ে কবিতা

নিজের মৃত্যু নিয়ে কবিতা
Written by IQRA Bari

মৃত্যু নামক বিভাজনে একদিন নিজের দেহটাও আর নিজের থাকে না। মৃত্যু সবাই জন্যই অবধারিত। আমি-আপনি, আমরা সবাই মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি। নিজের মৃত্যু নিয়ে কবিতা আবৃত্তির মানে হলো নিজেকে সংশোধনের জন্য তৈরি করা, নিজের মনের চাপা কথা গুলোকে প্রকাশ করা।

এই ব্লগে প্রকাশিত মৃত্যুকে নিয়ে কবিতা গুলো লিখেছেন, নাজিরুল ইসলাম নকীব। আশাকরি লেখকের মৃত্যু সম্পর্কে কবিতা গুলো আপনাদের হৃদয়ে নাড়া দেবে। চলুন কবিতা গুলো আবৃত্তি করি।

আরও পড়ুনঃ পবিত্র মাহে রমজান নিয়ে কবিতা

নিজের মৃত্যু নিয়ে কবিতা

মৃত্যুর কথা ভাবো

কোথায় বন্ধু বাড়ি আমার
কোথায় আমার ঘর,
মৃত্যু নামক পরিবর্তনে
সবে হয়ে যাবে পর।

মসজিদেরই কোণে বসে
একাকী আল্লাহ বলো,
এমনী করে সহসা আমার
দাদাও চলে গেলো।

স্নিগ্ধতনু ছিল দাদুর
এখনো হৃদয়ে ভাসে,
চেষ্টা করেও থাকতে পারেনি
চলে গেলো অবশেষে।

আমিও তো ভাই থাকবো না চির
হঠাতই চলে যাব,
হে ভোলা মন বার বার তাই
মৃত্যুর কথা ভাবো!

কখন জানি এসে যায় ডাক
করে দিতে বিভাজন,
কখন জানি লেগে যায় গায়ে
সফেদ কাফন।

কিসের হিংসা, অহংকার আর-
কিসের বাহাদুরি,
সরি পড়ে রবে আগের মতই
আমিই যাব ছাড়ি।

দু’হাত তুলে দোয়া কর ভাই,
ও রহিম রহমান,
বেহেস্ত নসিব কবিও সব-
মুসলিম মৃত প্রাণ।

(বি. দ্র. : এই লিস্টে আরো মৃত্যুর কবিতা যুক্ত করা হবে ইনশাআল্লাহ)

আরও পড়ুনঃ 10 টি নবী প্রেমের কবিতা

মৃত্যু নিয়ে আরো কবিতা পড়ুন

ক্রমিক নং বিষয়ঃ
মায়ের মৃত্যু নিয়ে কবিতা
বাবার মৃত্যু নিয়ে কবিতা
প্রিয়জনের মৃত্যু নিয়ে কবিতা
শিক্ষকের মৃত্যু নিয়ে কবিতা
বন্ধুর মৃত্যু নিয়ে কবিতা

প্রিয় পাঠক, মৃত্যু এমন এক আপনজন, যাকে আমরা ভুলে গেলেও মৃত্যু আমাদেরকে ভুলে যায় না। তাই সর্বদায় মৃত্যুকে স্মরণ করা মুমিনের একটি বিশেষ গুণ। মৃত্যুকে যতবেশি স্মরণ করা যায়, নিজেকে ততবেশি আত্মশুদ্ধির দিকে নিয়ে যাওয়া যায়।

উপরোল্লিখিত ‘নিজের মৃত্যু নিয়ে কবিতা’ গুলো আশাকরি আপনাদের ভালো লেগেছে। এই ব্লগটির পরবর্তী আপডেটে এই লিস্টে খুব শিঘ্রই আরো প্রায় ৯ টি কবিতা যুক্ত করা ইনশাআল্লাহ।

Leave a Comment

error: Content is protected !!