আমাদের মাতৃভাষা বাংলা। আমরা সাধারণত ব্যাকরণগত ভাবে ভাষা চর্চা করতে তেমন অভ্যস্ত নই, তবে ভাষার জ্ঞান আয়ত্ব করা অত্যন্ত জরুরি। আজ আমরা আলোচনা করবো ভাষার মূল উপাদান কি এবং ভাষার মূল উপাদান ও উপকরণ সম্পর্কে।
আপনি যদি বাংলা ভাষার মূল উপাদান কয়টি ও কি কি এই বিষয়ে জানতে চান, তবে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক ভাষা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর।
এই আর্টিকেলে যা যা থাকছে -
Toggleবাংলা ভাষার মূল উপাদান কি?
ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখনিঃসৃত ক্ষুদ্রতম আওয়াজ বা মুখে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলা হয়।
আরও পড়ুনঃ মাতৃভাষা নিয়ে কবিতা
তবে মানুষ শুধু মুখের ভাষার মধ্য দিয়েই মনের ভাব প্রকাশ করে না। বরং হাত, পা, চোখ বা শরীরের অন্যান্য অঙ্গের ইশারায় মনের ভাব প্রকাশ করতে পারে। তবে, মনের ভাব প্রকাশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কণ্ঠ। ধ্বনির অর্থবোধক সমষ্টিই হলো ভাষা।
ভাষার মূল উপাদান ও উপকরণ
- ভাষার মূল উপাদান হলো ধ্বনি এবং –
- ভাষার উপকরণ হলো বাক্য।
ভাষার মূল উপাদান কয়টি ও কি কি?
বাংলা ভাষা সহ যে কোনো ভাষারই মূল উপাদান মূলত ৪ টি। যথাক্রমে – ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ ইত্যাদি।
ভাষার ক্ষুদ্রতম একক কি?
ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। অর্থাৎ, কয়েকটি ধ্বনি মিলে একটি শব্দ তৈরি হয়। আর কয়েকটি শব্দ মিলে একটি বাক্য তৈরি হয় এবং কয়েকটি বাক্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ পায়।
সুতরাং, ধ্বনি-ই হচ্ছে মনের ভাব প্রকাশের মূল বস্তু। আর এজন্যই ধ্বনিকে ভাষার মূল উপাদান ও ভাষার ক্ষুদ্রতম একক বলে আখ্যায়িত করা হয়।
বাংলা ব্যাকরণ সম্পর্কিত –
১ | সাধু ও চলিত ভাষার পার্থক্য (উদাহরণ সহ) |
২ | ক্রিয়াপদ কাকে বলে? কত প্রকার ও কি কি? |
৩ | বাংলা সমার্থক শব্দ – বাংলা প্রতিশব্দ (স্বরবর্ণ) |
শেষ কথাঃ
প্রিয় পাঠক, বাংলা ভাষার মূল উপাদান ও উপকরণ সম্পর্কে আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিজের ভাষায় কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য। আশাকরি এই ব্লগ থেকে আপনারা বাংলা ভাষার ব্যাকরণ সম্পর্কিত কিছু তথ্য জানতে পেরে উপকৃত হয়েছেন।
ভাষা সম্পর্কিত আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আমার যথাসাধ্য আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ