প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কত প্রকার ও কি কি?

প্রত্যয় কাকে বলে এবং প্রত্যয় কত প্রকার ও কি কি
Written by IQRA Bari

স্বাগতম সবাইকে বাংলা ব্যাকরণের নতুন একটি পর্বে। আজকের এই ব্লগের বিষয় হলো প্রত্যয় কাকে বলে এবং প্রত্যয় কত প্রকার ও কি কি? আপনি যদি প্রত্যয় সম্পর্কে সহজ বাংলায় জানতে চান, তবে এই ব্লগটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রত্যয় বাংলা ভাষার ব্যাকরণে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। ধাপে ধাপে আমরা প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করার বিষয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক।

প্রত্যয় কাকে বলে?

প্রত্যয় -এর আভিধানিক অর্থ হলো ‘বিশ্বাস’। কোনো ধাতু বা শব্দের সাথে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে শব্দ গঠিত হয় তাকেই প্রত্যয় বলে।

আরও পড়ুনঃ ঋতুরাজ বসন্তের কবিতা 

সহজ ভাষায়, শব্দ প্রকৃতি তথা শব্দমূলের সাথে উপসর্গ, বিভক্তি বা প্রত্যয় ইত্যাদি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। এর ফলে একই শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়। আবার উক্ত শব্দগুলো বাক্য তৈরিতে প্রয়োগসুবিধা বাড়ায়।

প্রত্যয়ের সংজ্ঞাঃ

এক বা একাধিক ধ্বনি মিলে যে শব্দ তৈরি হয় তাকে বাংলা ব্যাকরণে প্রকৃতি বলে। আর প্রত্যয় হলো ব্যাকরণ শাস্ত্রের প্রকৃতির পর যুক্ত হওয়া কিছু অর্থহীন শব্দাংশ, যা নতুন নতুন শব্দ তৈরি করে।

মূলত প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়া অর্থহীন শব্দাংশ গুলোই হলো প্রকৃতি-প্রত্যয়। প্রত্যয় সাধারণত ক্রিয়ামূল ও শব্দের সাথে যুক্ত হয়। প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই।

প্রত্যয়ের উদাহরণঃ

যেমন – ’চল,+অন্ত’ = চলন্ত। এখানে ‘অন্ত’ শব্দটি হলো প্রত্যয়।

প্রত্যয় কত প্রকার ও কি কি?

প্রত্যয় মূলত ২ প্রকার। যথা-

  • (১) কৃৎ প্রত্যয়
  • (২) তদ্ধিত প্রত্যয়

কৃৎ প্রত্যয়

ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে।

কৃৎ প্রত্যয়ের উদাহরণঃ নাচ্ + অন = নাচন।

আরও পড়ুনঃ মাতৃভাষা নিয়ে কবিতা

কৃৎ প্রত্যয় আবার ২ ভাগে বিভক্ত। যেমন –

  • (১) সংস্কৃত কৃৎ প্রত্যয়
  • (২) বাংলা কৃৎ প্রত্যয়

সংস্কৃত কৃৎ প্রত্যয়

সংস্কৃত কৃৎ প্রত্যয়ের উদাহরণঃ গৈ + অক = গায়ক।

বাংলা কৃৎ প্রত্যয়

বাংলা প্রত্যয়ের উদাহরণঃ ঢাক্ +না = ঢাকনা।

তদ্ধিত প্রত্যয়

বাংলা ব্যাকরণ শাস্ত্রে, শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে।

তদ্ধিত প্রত্যয়ের উদাহরণঃ পাতল্ + আ = পাতলা।

তদ্ধিত প্রত্যয় ৩ ভাগে বিভক্ত। যেমন –

  • সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  • বাংলা তদ্ধিত প্রত্যয়
  • বিদেশি তদ্ধিত প্রত্যয়

আরও পড়ুনঃ ১০ টি নাতে রাসুল লিরিক্স

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণঃ মনু + ষ্ণ (অ) =মানব, যদু + ষ্ণ = যাদব ইত্যাদি।

বাংলা তদ্ধিত প্রত্যয়

বাংলা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণঃ বাবু + আনা =বাবুয়ানা।

বিদেশি তদ্ধিত প্রত্যয়

বিদেশি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণঃ বিকশা + ওয়ালা = বিকশাওয়ালা।

শেষ কথাঃ

বাংলা আমাদের মাতৃভাষা। আমরা বাঙালিরা এই ভাষাতেই মনের ভাব প্রকাশ করে থাকি। বাংলা ভাষাকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে যেতে প্রত্যয়ের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

সকলেই জানি, যে ভাষার শব্দভান্ডারে যতবেশি শব্দের ব্যবহার রয়েছে সেই ভাষা ততবেশিই সমৃ্দ্ধ। বাংলা ভাষাও প্রত্যয়ের মাধ্যমে অনেক সমৃদ্ধি পেয়েছে।

প্রিয় পাঠক, আমি যথাসাধ্য চেষ্টা করেছি প্রত্যয় কাকে বলে এবং প্রত্যয় কত প্রকার ও কি কি তা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশাকরি আপনারা প্রত্যয় সম্পর্কে ধারণা পেয়েছেন।

বাংলা ব্যাকরণ রিলেডেট আরো লেখা

সাধু ও চলিত ভাষার পার্থক্য (উদাহরণ সহ)
ক্রিয়াপদ কাকে বলে? কত প্রকার ও কি কি?
বাংলা ভাষার মূল উপাদান কি?
বাংলা সমার্থক শব্দ – বাংলা প্রতিশব্দ (স্বরবর্ণ)

Leave a Comment

error: Content is protected !!