ভাষা শহীদ হলেন ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের সম্মিলিত নাম।
এইদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা ভেঙে মিছিলে বের হলে পাকিস্তানি বাহিনী তাদের উপর নির্বিচারে গুলি চালায়। এতে আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ, আবদুস সালাম, আবদুল জব্বার, শফিউর রহমান, আব্দুল আওয়াল, ওহিউল্লাহসহ অজ্ঞাতনামা আরও অনেকেই শহীদ হন।
ভাষা শহীদ কত জন এবং বাংলাদেশের ভাষা শহীদদের নাম ও পরিচয় সংক্ষেপে এই ব্লগে উপস্থাপন করা হয়েছে।
Table of Contents
ভাষা শহীদদের নামের তালিকা
১৯৫২ সালের ২১ ও ২২ ফেব্রুয়ারি নিহত ভাষা শহীদের সংখ্যা কত এনিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য লক্ষ্য করা যায়। এজন্য আমরা শুধুমাত্র কয়েকজন ভাষা শহীদের নাম জানতে পেরেছি।
বিভিন্ন সূত্রে জানা যায়, ২১ ও ২২ ফেব্রুয়ারি মোট ১০ থেকে ১২ জন নিহত হয়েছেন। আবার অন্য সূত্রে ৩৪ – ৪০ জন। তবে অনেকের মতে, এই আন্দোলনে শহীদ হওয়ার সংখ্যা আরও বেশি।
বিভিন্ন বই-পুস্তক থেকে সাধারণত ৮ জন ভাষা শহীদের নাম সুনিশ্চিত ভাবে জানা যায়। তারমধ্যে –
১. আবুল বরকত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
২. রফিক উদ্দিন আহমদ, বাদামতলী কমার্শিয়াল প্রেস মালিকের ছেলে। ।
৩. আবদুস সালাম, রিকশাচালক।
৪. আবদুল জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
৫. শফিউর রহমান, হাইকোর্টের কর্মচারী।
৬. আব্দুল আওয়াল।
৭. ওহিউল্লাহ।
৮. সিরাজুদ্দিন।
সুনিশ্চিত ভাবে এই ৮ জন ভাষা শহীদের নাম জানা যায়। তবে বাংলাদেশের ভাষা শহীদদের নামের তালিকা আরও দীর্ঘ বলে অনেকেই মন্তব্য করে থাকেন।
ভাষা শহীদদের মধ্যে পাঁচজনের নাম বেশি পরিচিত
১. আবুল বরকত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
২. আব্দুল জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
৩. রফিক উদ্দীন আহমদ, বাদামতলী কমার্শিয়াল প্রেস মালিকের ছেলে। ।
৪. আবদুস সালাম, রিকশাচালক।
৫. শফিউর রহমান, হাইকোর্টের কর্মচারী।
এই পাঁচজনই রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন। তবে ভাষা আন্দোলনের সময় নিহত আরও অনেকের নাম নিয়ে গবেষণা চলছে। তবে তাঁদের পরিচয় এবং মৃত্যুর সঠিক তারিখ এখনও জানা যায়নি।
প্রথম ভাষা শহীদের নাম কি?
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় পুলিশের গুলিতে নিহত রফিক উদ্দিন আহমেদ হলেন প্রথম ভাষা শহীদ। তিনি মানিকগঞ্জ জেলার দেবেন্দ্রনাথ কলেজের ছাত্র ছিলেন। ২১ ফেব্রুয়ারি দুপুর ৩:১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের মিছিলে পুলিশের গুলিতে তিনি ঘটনাস্থলে শহিদ হন।
পড়ুন: একুশে ফেব্রুয়ারি সম্পর্কে ১০ টি বাক্য
তবে ২১ ফেব্রুয়ারি সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় পুলিশের গুলিতে আবুল বরকত গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মৃত্যুবরণ করেন। সুতরাং, আবুল বরকতকেও প্রথম ভাষা শহীদ বলা যেতে পারে।
সর্বকনিষ্ঠ ভাষা শহীদের নাম কি?
১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত সর্বকনিষ্ঠ ভাষা শহীদ হলেন কিশোর অহিউল্লাহ। তিনি ঢাকার নবাবপুর রোডে গুলিবিদ্ধ হয়ে ২২ ফেব্রুয়ারি মারা যান। তাঁর বয়স ছিল মাত্র ৯ বছর।
অন্যান্য সবচেয়ে কম বয়সী ভাষা শহীদের নাম গুলো হলো – শফিউর রহমান (১৮ বছর), আবদুল জব্বার (১৯ বছর), আবুল বরকত (২২ বছর)।
শেষ কথা:
সুনিশ্চিত ভাবে ৮ জন ভাষা শহীদদের নাম ও পরিচয় বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়। সরকারি ভাবে ৫ জনকে স্বীকৃতি দেওয়া হলেও ভাষা আন্দোলনের সময় নিহত শহীদের সংখ্যা কারো কারো মতে চল্লিশ এর অধিক।