নামাজ পড়তে যেয়ে আমরা অনেক সময় আনমনা অবস্থায় নামাজের রাকাত ভুলে যাই। অর্থাৎ কত রাকাত নামাজ পড়েছি তা মনে থাকে না। এ অবস্থায় আমাদের করণীয় কি বা নামাজে রাকাত ভুলে গেলে কি করতে হবে এই বিষয়েই এই ব্লগটি তৈরি করা হয়েছে।
নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয়
১. দুই রাকাত নামাজ পড়ার ক্ষেত্রে যদি এমনটা মনে হয় যে, ‘২ রাকাত পড়েছি নাকি ৩ রাকাত পড়েছি’ তবে এক্ষেত্রে করণীয় হলো ২ রাকাত ধরে নেওয়া। আর নামাজে এই সন্দেহের জন্য সাহু সেজদা দিতে হবে।
২. চার রাকাত নামাজ পড়ার ক্ষেত্রে যদি মনে এমন সন্দেহ সৃষ্টি হয় ”৩ রাকাত পড়েছি নাকি ৪ রাকাত পড়েছি” তবে এক্ষেত্রে আপনাকে ৩ রাকাতই ধরে নিতে হবে। আর এমন সংশয়ের জন্য সাহু সেজদা দিতে হবে।
আরও পড়ুনঃ নামাজের ফরজ কয়টি ও কি কি?
৩. নামাজ সম্পূর্ণ শেষ করার পর যদি নামাজের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় তবে পুণরায় নামাজ আদায় করতে হবে।
মাসআলাঃ কোনো ব্যক্তি যদি ভুলে যায় যে, সে তিন রাকাত পড়েছে নাকি চার রাকাত পড়েছে এবং এই ধরণের ভুল যদি প্রথম হয় তবে তার উচিত নামাজ দোহরানো। আর যদি এই ধরণের ভুল প্রায়ই হয় তবে সেক্ষেত্রে তার প্রবল ধারণার প্রতি আমল করবে।
উদাহরণস্বরূপঃ কারো যোহরের চার রাকাত নামাজে সন্দেহ হলো যে, সে তিন রাকাত না চার রাকাত পড়েছে, এমন অবস্থায় সে প্রবল ধারণার ভিত্তিতে রাকাত নির্ধারণ করবে। কিন্তু যদি ধারণা করতে না পারে ৩ রাকাত না ৪ রাকাত, তবে তিন রাকাতই ধরে নিতে হবে। আর নামাজে এমন সন্দেহ যুক্ত হওয়ার কারণে সাহু সেদজা ওয়াজিব হবে। -( ইলমুল ফিকহ : ২/১২০, হেদায়া : ১/১০৮)
মাসআলাঃ যদি কোনো ব্যক্তি ভুলে ফজরের ২ রাকাতের পরিবর্তে ৪ রাকাত বা যোহরের ৪ রাকাতের পরিবর্তে ৬ রাকাত পড়ে ফেলে, এবং সে যদি শেষ বৈঠক করে অতিরিক্ত রাকগুলো পড়ে থাকে তবে তার ফরজ আদায় হয়ে যাবে। আর অতিরিক্ত ২ রাকাত নফল হিসেবে গণ্য হবে। তবে সাহু সেজদা ওয়াজিব হবে। -(আলমগীরী : ১/৬৫, আপকে মাসায়েল : ৩/৩৭২)
আরও পড়ুনঃ নিষিদ্ধ সময়ে নামাজ পড়লে কি হয়?
শেষ কথাঃ
প্রিয় পাঠক, নামাজে রাকাত ভুলে গেলে করণীয় কি তা হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। নামাজ সংক্রান্ত বিভিন্ন শিক্ষনীয় বিষয় আমরা যথাসাধ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয় কি আশাকরি আপনারা এই ব্লগটি থেকে জানতে পেরেছেন। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ