আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
Written by IQRA Bari

জীবন চলার পথে কম-বেশি সবাইকে অনেক সময় আর্থিক সংকটে পড়তে হয়। বিশেষ করে দারিদ্রদের ক্ষেত্রে আর্থিক সংকট নিত্যদিনের সঙ্গী। এহেন পরিস্থিতিতে যদি আর্থিকভাবে বড় সমস্যা দেখা দেয়, তবে সমাজের বিভিন্ন বড় মানুষের কাছে সাহায্য চেয়ে আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার প্রয়োজনীয়তা দেখা দেয়।

আবার অনেক সময় শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নেও আর্থিক অনুদানের আবেদন পত্র লিখতে বলা হয়। যার যেভাবেই প্রয়োজন হোক না কেন, আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয়, তার নমুনা এখানে উপস্থাপন করা হয়েছে।

তারিখ: ০৩ জানুয়ারি ২০২৩ ইং

বরাবর,
ভাইস চেয়ারম্যান,
কিশোরগঞ্জ সদর উপজেলা, কিশোরগঞ্জ।

বিষয়: আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র

জনাব,
যথাবিহীত শ্রদ্ধার সাথে নিবেদন এই যে, আমি আপনার উপজেলার বয়লা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের একজন সাধারণ মানুষ। আমি দীর্ঘদিন ধরে কঠিন ব্যধিতে আক্রান্ত। বর্তমানে ব্যধি এতটাই প্রখরতা ধারণ করেছে যে, চিকিৎসা করা আবশ্যক হয়ে পড়েছে। ডাক্তার আমায় বলেছে, এই ব্যধি থেকে নিরাময় পাওয়ার জন্য অপারেশন প্রয়োজন। কিন্তু অপারেশন করতে প্রায় দেড় লক্ষ টাকা লাগবে। কিন্তু আমার কাছে এত টাকা নেই।

অতএব, আপনার নিকট আমার একান্ত আবেদন এই যে, আমার চিকিৎসার জন্য আপনার অনুদান আমার একান্ত কাম্য এবং চিকিৎসার শেষ অবধি পাশে থেকে আমাকে বাধিত করবেন।

নিবেদক-
নাম: মো. আলি হাসান তৈয়ব
পিতা: মো. আকবর আলী
গ্রাম: বয়লা
ইউনিয়ন: বয়লা
থানা ও জেলা: কিশোরগঞ্জ
মোবাইল: +88015******38

Leave a Comment

error: Content is protected !!