বেতন মওকুফের জন্য আবেদন পত্র (নমুনা কপি)

বেতন মওকুফের জন্য আবেদন পত্র
Written by IQRA Bari

মনে কর, তোমার নাম সাদমান সাকিব। করোনা মহামারি বা যে কোনো কারণে তোমার পরিবারের আর্থিক অবস্থা খুব বেশি ভালো যাচ্ছে না। এ কারণে তুমি নিয়মিত কলেজের বেতন দিতে পারছ না। তাই তোমার পড়াশোনা চালিয়ে যেতে কলেজ অধ্যক্ষের কাছে বেতন মওকুফের জন্য আবেদন পত্র লেখা প্রয়োজন।

কিন্তু তুমি বুঝতে পারছ না যে, কিভাবে বেতন মওকুফের আবেদন পত্র লিখতে হয়। অথবা তোমার পরীক্ষার প্রশ্নে বলা হলো – তোমার পারিবারিক আর্থিক সমস্যার কথা জানিয়ে কলেজ অধ্যক্ষের কাছে একটি বেতন মওকুফের জন্য দরখাস্ত বা আবেদন পত্র লিখ।

এক্ষেত্রে তুমি বেতন মওকুফের আবেদন পত্র কিভাবে লিখবে, তার একটি নমুনা নিচে তুলে ধরা হলো। –

তারিখ: ০২-০৪-২০২৩ ইং
বরাবর,
অধ্যক্ষ
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা।

বিষয়: বেতন মওকুফের জন্য আবেদন

শ্রদ্ধেয়,
আমি আপনার কলেজের একাদশ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত একাদশ শ্রেণি পরীক্ষায় প্রত্যেক বিষয়ে শতকরা ৮০ নম্বর পেয়ে পাস করেছি। আশা করি, আগামী একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে আপনার কলেজের সুখ্যাতি বৃদ্ধি করব। আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পারিবারিক ভাবে আর্থিক সংকটে পড়ে গিয়েছি। ফলে গত ৪ মাস ধরে কলেজের বেতন পরিশোধ করতে পারছি না।

অতএব, মহোদয়ের কাছে আমার একান্ত নিবেদন, আমার পারিবারিক আর্থিক সংকটের কথা বিবেচনার মাধ্যমে আমার বেতন মওকুফ করে পড়াশোনার সুযোগদানে আপনার সুমর্জি হয়।

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
সাদমান সাকিব
শ্রেণি: একাদশ, বিভাগ: বিজ্ঞান, রোল: ১২১।

আরও পড়ুনঃ শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র

প্রিয় শিক্ষার্থী, জীবন চলার পথে যে কোনো সময় পারিবারিক ভাবে আর্থিক সংকটে পড়তে হতে পারে। করোনাকালীন সময়টা তার বাস্তব উদাহরণ। আবার বন্যা ও ঘূর্নিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগেও পারিবারিক আর্থিক অবস্থা খারাপ হতেই পারে।

এক্ষেত্রে পড়াশোনা বন্ধ না করে কলেজের অধ্যক্ষের কাছে বেতন মওকুফের জন্য আবেদন পত্র মঞ্জুর করে পড়াশোনা চালিয়ে নেওয়া ভবিষ্যত জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা প্রস্তুতির জন্যও বেতন মওকুফের দরখাস্ত বা আবেদন পত্র লিখার নিয়ম জেনে নেওয়াও অপরিহার্য বিষয়। যাইহোক, আশা করি এই ব্লগ থেকে তোমাদের কাঙ্খিত উদ্দেশ্য সফল হবে।

Leave a Comment

error: Content is protected !!