মনে কর, তোমার নাম হাসান জামিল। তুমি দশম শ্রেণিতে পড়াশোনা কর। তোমার পরীক্ষার প্রশ্নে বলা হলো – প্রধান শিক্ষকের কাছে ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে আবেদন পত্র লেখ। আবার কখনও দারিদ্র্য শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন হতে পারে যে, স্কুলের দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন পত্রের মাধ্যমে সহযোগিতা নেওয়ার প্রয়োজন হতে পারে।
প্রয়োজনের তাকিদে হোক বা পরীক্ষার প্রশ্নের উত্তরের জন্য হোক, এই ব্লগে ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে আবেদন পত্রের সহজ ও কার্যকরী একটি নমুনা তুলে ধরা হয়েছে। এই নমুনাটি ফলো করে যে কোনো ধরণের দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন পত্র লিখা যাবে।
► প্রশ্নঃ ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখ।
তারিখঃ ০২.০৩.২৩ ইং
বরারর,
প্রধান শিক্ষক
নজরুল ইসলাম কলোনী স্কুল এন্ড কলেজ, শেরপুর।
বিষয়ঃ দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন।
জনাব,
আমি আপনার স্কুলের দশম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। আমি গত ৫ বছর ধরে আপনার স্কুলে পড়াশোনা করছি। গত জেএসসি পরীক্ষায় আমি জিপিএ ৪.৯৬ পেয়ে উত্তীর্ণ হয়েছিলাম। আশা করি আগামী এসএসসি পরীক্ষাতে জিপিএ ৫ পেয়ে আপনার স্কুলের সুনাম বাড়াতে সক্ষম হবো। আমার বাবা একজন কৃষক। কৃষিকাষের উপরই আমাদের পরিবারের জীবিকা ও আমার পড়াশোনার খরচ নির্ভর করে। কিন্তু প্রাকৃতিক বন্যায় আমাদের চাষাবাদকৃত জমি ফসল সহ পানিতে তলিয়ে যায়, ফলে পারিবারিক ভাবে আর্থিক সংকটে পড়ে গিয়েছি। এ পর্যায়ে পড়াশোনা চালিয়ে যাওয়া আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে গেছে। স্কুলের ড্রেস ও খাতা কলম যোগানেও আর্থিক ভাবে অসচ্চল হয়ে পড়েছি। এবার পড়াশোনা বন্ধ হওয়ার আশংকা করছি।
অতএব, আপনার নিকট আমার আকুল আবেদন এই যে, আপনার স্কুলের ছাত্রকল্যাণ দরিদ্র তহবিল থেকে এককালীল কিছু অর্থ প্রদান করে আমাকে পড়াশোনা চালিয়ে নেওয়ার সুযোগ করে দিয়ে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত
মো. হাসান জামিল
শ্রেণিঃ দশম। শাখাঃ মানবিক। রোলঃ ০২
আরও পড়ুনঃ শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র (নমুনা)
প্রিয় শিক্ষার্থী, উপরোক্ত নিময় ফলো করে পরীক্ষার প্রশ্নে উল্লেখিত স্কুল, কলেজ, পলিটেকনিক বা মাদ্রাসার অধ্যক্ষ বা প্রদান শিক্ষক বরাবর দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন পত্র লেখা যাবে। আবার ব্যক্তিগত প্রয়োজনেও যে কোনো শিক্ষার্থী চাইলে স্কুল সংশ্লিষ্ট শিক্ষকের কাছে ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে আবেদন করতে পারবে ঐ একই নিয়মে।
আশাকরি, সকল শিক্ষার্থী ও আমাদের পাঠক বন্ধুরা উক্ত আবেদন পত্রটির নিয়ম জানার মাধ্যমে উপকৃত হয়েছেন। তবুও যদি কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করুন। পরিশেষে সকলের মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি।