গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র (নমুনা কপি)

গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র
Written by IQRA Bari

একটি গভীর নলকূপ মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে পানির চাহিদা মেঠায়। খাবার পানি থেকে শুরু করে সেচকাজের জন্য একটি গভীর নলকূপ খুবই প্রয়োজনীয়। গ্রামীণ এলাকায় সাধারণত নদী, খাল-বিল, পুকুর ও নলকূপের সাহায্যেই সেচকাজ করা হয়। তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেক এলাকায় পর্যাপ্ত নলকূপ নেই। ফলে সেচকাজ বিভিন্ন ভাবে ক্ষতি ও হুমকির মুখে পড়ে। এজন্য কৃষকেরা চাইলে সম্মিলিত ভাবে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে সরকারি অর্থায়নে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র লিখতে পারে।

এভাবে বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যেই গভীর নলকূপ স্থাপনের খরচ সরকার নিজে বহন করে কৃষকদের চাষাবাদে সুবিধা তৈরি করে দিয়েছে। আবার শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষাতেও এই ধরণের প্রশ্ন প্রায়ই আসে, প্রশ্নে বলা হয় – তোমার এলাকায় নলকূপ স্থাপনের জন্য চেয়ারম্যানের নিকট আবেদন পত্র লিখ।

আরও পড়ুনঃ বেতন মওকুফের জন্য আবেদন পত্র (নমুনা কপি)

এই ব্লগে শিক্ষার্থী এবং কৃষক উভয়ের সুবিধার্থে আমরা নমুনা হিসেবে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম উপস্থাপন করেছি। আশাকরি সকল শ্রেণি-পেশার মানুষের জন্যই এই আবেদন পত্রটি অত্যন্ত ফলপ্রসূ হবে । চলুন জেনে নিই কিভাবে পানীয় জলের নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র লিখতে হয়।

তারিখঃ ২৭ নভেম্বর ২০২৩ ইং
বরারর,
চেয়ারম্যান সাহেব
বাগেরহাট সদর উপজেলা, বাগেরহাট।

বিষয়ঃ গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন।

জনাব,
আপনার নিকট আমার আকুল নিবেদন এই যে, আমরা আপনার বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বজ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের কৃষক বাসিন্দা। এই এলাকার প্রায় বেশিরভাগ মানুষই কৃষি কাজের সাথে সম্পৃক্ত। কিন্তু এই গ্রামে কোনো নদী বা খাল-বিল নেই। পুরো গ্রামে একটিমাত্র ডিজেল চালিত ইঞ্জিনের সাহায্যে সেচকাজের পানি সরবারহ করা হয়। কিন্তু তা কৃষকদের ‍চাষাবাদের জন্য যথেষ্ট নয়। শত শত একর জমি পানির অভাবে কৃষিকাষের জন্য অনুপযোগী অবস্থায় খালি পড়ে থাকে। ফলে প্রতি বছর কৃষকেরা অনেক বড় অংশের শস্য উৎপাদন থেকে বিচ্ছিন্ন থাকে। এতে অর্থনৈতিক ভাবেও কৃষকেরা ক্ষতিগ্রস্থ হয়।

অতএব, মহোদয়ের নিকট আমার একান্ত আকুল আবেদন এই যে, আপনার বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বজ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে একটি গভীর নলকূপ স্থাপন করে কৃষকদের দুঃখ লাঘবের পাশাপাশি কৃষিকাজের সুবিধা তৈরি করে আমাদের কৃষকদের প্রতি সদয় দৃষ্টি দেবেন।

আরও পড়ুনঃ দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন পত্র লেখার নিয়ম

কৃষকদের পক্ষে নিবেদনকারীঃ
নামঃ মো. কাশেম আলি (মেম্বার দিঘিরপাড় গ্রাম)
পিতাঃ মো. আব্দুস ছাত্তার
গ্রামঃ দিঘিরপাড় গ্রাম
মৌজাঃ –
উপজেলাঃ বাগেরহাট সদর উপজেলা
মোবাইল নম্বরঃ ০১৫*********

কৃষকগণের
নামঃ
স্বাক্ষরঃ
সাইফুল কবির
হারিছ মিয়া
আব্দুল হাই
কাঞ্চন সিকদার
উবাইদুল্লাহ
মুস্তাকিম বিল্লাহ
আরিফুল রহমান
আলি আমজাদ
তাহের উদ্দিন
১০ মাহমুদুল হাসান

বি. দ্র. : পুরো আবেদন পত্রটি এক পৃষ্ঠায় উল্লেখ করা না গেলে অপর পৃষ্ঠায় লেখা যেতে পারে।

শেষ কথাঃ

প্রিয় পাঠক, চেয়ারম্যানের কাছে চেয়ে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয় তার একটি নমুনা কপি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশাকরি শিক্ষার্থী ও কৃষক উভয়ের জন্যই এই ব্লগটি ফলপ্রসূ হবে।

আপনারা যদি ব্লগটি মনোযোগ সহকারে কয়েকবার পড়েন, তবে আমি আশাবাদী আপনারা নিশ্চই উপরোক্ত পদ্ধতিতে নলকূপ স্থাপনের জন্য চেয়ারম্যানের নিকট আবেদন পত্র অনায়াসেই লিখতে পারবেন। তবুও যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করুন। যথাসাধ্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

Leave a Comment

error: Content is protected !!