শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র (নমুনা)

শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র লেখার নিয়ম
Written by IQRA Bari

মনে কর, তোমার নাম আজাহারুল ইসলাম। তুমি অষ্টম শ্রেণিতে পড়াশোনা কর। পরীক্ষার প্রশ্নে তোমাকে বলা হলো – শিক্ষা সফরে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট অনুমতি চেয়ে একটি আবেদন পত্র লেখ। তখন তুমি সহজ কৌশলে কার্যকরীভাবে কোন পদ্ধতিতে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্রটি লিখবা এই বিষয়েই আজ তোমাদের গাইড করব।

যদিও তোমাদের বুঝানোর সুবিধার্থে অষ্টম শ্রেণির কথা উল্লেখ করা হয়েছে, তবে তুমি তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত যে কোনো শ্রেণিতেই পড়াশোনা কর না কেন, একই নিয়ম অনুসরণ করে তুমি খুবই চমৎকার ভাবে শিক্ষা সফরে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত বা আবেদন পত্র লিখতে পারবা।

► প্রশ্নঃ শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন লেখ।

তারিখঃ ২৯ মার্চ ২০২৩ ইং
বরারর,
প্রধান শিক্ষক
মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়, ঢাকা।

বিষয়ঃ শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন

মহোদয়,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আসন্ন গ্রীষ্মের ছুটিতে আমরা ৩ দিনের জন্য সিলেটের জাফলং, বিছনাকান্দি ও ভোলাগঞ্জ শিক্ষা সফরের পরিকল্পনা করেছি। যেখানে রয়েছে বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত একটি পরিবেশ। যা শিক্ষার্থীদের দর্শন ও ভৌগলিক জ্ঞানকে সমৃদ্ধি করবে এবং উক্ত শিক্ষা সফর থেকে মাসনিক প্রশান্তিও লাভ করা যাবে। আমরা আমাদের শ্রেণি শিক্ষক ও পারিবার থেকে অনুমতি পেয়েছি।

অতএব, মহোদয়ের সমীপে আমাদের আকুল আবেদন এই যে, অষ্টম শ্রেণির শিক্ষকদের তত্ত্বাবধানে উক্ত শ্রেণির সকল শিক্ষার্থীদেরকে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দিয়ে বাস্তবসম্মত জ্ঞানে সমৃদ্ধ হওয়ার সুযোগ করে দেবেন।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে নিবেদনকারী,
আপনার একান্ত অনুগত
মো. আজাহারুল ইসলাম।
শ্রেণিঃ অষ্টম। রোলঃ ০২

বি. দ্র. : তুমি যেই শ্রেণিতে পড়াশোনা কর, অবশ্যই সেই শ্রেণির নাম উল্লেখ করা জরুরি।

আরও পড়ুনঃ বেতন মওকুফের জন্য আবেদন পত্র (নমুনা কপি)

প্রিয় শিক্ষার্থী, শিক্ষা সফরের মধ্যদিয়ে এমন কিছু বাস্তবসম্মত জ্ঞান আহরণ করা যায়, যা বই-পুস্তক থেকে সম্ভব না। তাছাড়া, শিক্ষা সফরে গেলে মানসিক উন্নতি ঘটে এবং পড়াশোনার মধ্যেও মনোযোগ তৈরি হয়।

যাইহোক, এই ব্লগে তোমাদের সুবিধার্থে – প্রধান শিক্ষকের কাছে অনুমতি চেয়ে একটি শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র লেখার নমুনা উপস্থাপন করার চেষ্টা করেছি। আশাকরি, নিশ্চই তোমরা উপকৃত হবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবে না।

Leave a Comment

error: Content is protected !!