বাংলা শব্দ দিয়ে বাক্য গঠন (সহজ ও কার্যকরী কৌশল)

বাংলা শব্দ দিয়ে বাক্য গঠন
Written by IQRA Bari

বাংলা ভাষাভাষী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বাংলা শব্দ দিয়ে বাক্য গঠন করার প্রাক্টিসকে বুনিয়াদি শিক্ষা হিসেবেই বিবেচনা করা হয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের জন্যই বাংলা শব্দ দিয়ে বিভিন্ন ধরণের বাক্য গঠনের দ্বারা শিক্ষার্থীর জ্ঞানের ভিত মজবুদ হয়।

গবেষণায় দেখা যায়, যে শিক্ষার্থী যতবেশি বাক্য গঠনের প্রাক্টিস করে তার মাঝে ততবেশি সৃজনশীলতা তৈরি হয়। কোনো শিক্ষার্থী যদি যে কোনো ধরণের শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারে, তার মানে উক্ত শিক্ষার্থীর মাঝে একটি চমৎকার সৃজনশীল প্রতিভার প্রভাব বিস্তার করছে।

আমার সাধারণত দেখতে পারি, প্রাথমিক শিক্ষার্থীদেরকে শুধুমাত্র মুখস্ত বিদ্যার দিকেই জোর দেওয়া হয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝে কোনো সৃজনশীলতা তৈরি হয় না। ফলে অনেক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীও বাংলা শব্দ দিয়ে বাক্য গঠন করতে হিমশিম খায়।

আরও পড়ুনঃ বাংলা ভাষার মূল উপাদান কি? (ক্ষুদ্রতম একক ও উপকরণ)

এজন্য শুদ্ধ বাক্য গঠনের প্রাক্টিস প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের প্রতিদিনের রুটিনে একটি অপরিহার্য কাজে পরিণত করতে হবে। আর আমরা সকল শিক্ষার্থীদের সুবিধার্থে দৈনন্দিন ব্যবহৃত বেশকিছু বাংলা শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করে দেখাবো। আশাকরি প্রাথমিক ও মাধ্যামিক শিক্ষার্থীদের জন্য উপকার হবে।

বাংলা শব্দ দিয়ে বাক্য গঠন

বাংলা শব্দ দ্বারা বাক্য গঠনের পূর্বে অবশ্যই মাথায় রাখতে হবে যেই বাক্যটি তৈরি করতে চাচ্ছি, সেই বাক্যটি যেনো অবশ্যই একটি অর্থপূর্ণ এবং পূর্ণাঙ্গ বাক্য হয়। সেইসাথে বাক্যের শ্রুতি মাধুর্যতাও যেনো ঠিক থাকে। এজন্য বাক্য গঠনের পূর্বেই সাবজেক্ট নির্বাচন করলে ভালো হয়।

বিষয়টি যদি প্রাক্টিক্যালি দেখানো হয়, তবে নিশ্চই আপনাদের সুবিধা হবে। এজন্য আমরা ১০টি শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করে আপনাদের দেখাচ্ছি। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে বাক্যগুলো দেখুন এবং নিজের মতো করে উক্ত শব্দগুলো দ্বারা নতুন বাক্য তৈরি করার চেষ্টা করুন।

১. শব্দ : জাতীয়

  • আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
  • বাংলাদেশের জাতীয় ফুল শাপলা।
  • দোয়েল আমাদের জাতীয় পাখি।
  • আমি ২০২৩ সালের জাতীয় বইমেলায় গিয়েছিলাম।
  • গত রমজানে জাতীয় মসজিদে তারাবির নামাজ পড়েছি।

আরও পড়ুনঃ বাংলা সমার্থক শব্দ – বাংলা প্রতিশব্দ (স্বরবর্ণ)

২. শব্দ : কবিতা

  • আমি কবিতা আবৃত্তি করতে ভালোবাসি।
  • কাজী নজরুলের বিদ্রোহী কবিতা আমাকে প্রেরণা দেয়।
  • কবিতা মনের প্রশান্তি জোগায়।
  • আমিও কবিতা লিখতে পছন্দ করি।
  • ছোটবেলায় মা আমাকে ঘুম পাড়ানোর কবিতা শোনাতো।

৩. শব্দ : সবুজ

  • বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ।
  • বসন্ত ঋতুতে সবুজ প্রকৃতিতে নতুনত্ব আসে।
  • সবুজ কুঁড়ি দেখতে সুন্দর।
  • সবুজ ঘাসগুলো বাতাসে নড়ছে।
  • টিয়া পাখি দেখতে সবুজ।

৪. শব্দ : নদী

  • বর্ষাকালে নদীর পানি থৈ থৈ করে।
  • নদীতে গোসল করতে বেশ ভালো লাগে।
  • নদীতে নৌকা চলে।
  • নদীর পানিতে হাঁসগুলো গোসল করছে।
  • নদীর পাড়ে কৃষকেরা কাজ করছে।

আরও পড়ুনঃ ক্রিয়াপদ কাকে বলে এবং কত প্রকার ও কি কি?

৫. শব্দ : বাংলা

  • বাংলা ভাষার জন্যে আমার ভাইকে শহীদ করা হয়েছে।
  • বাংলা আমার মাতৃভাষা।
  • সারাবিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে।
  • বাংলা ভাষাকে নিয়ে আমি গর্ব করি।
  • বাংলা শব্দ দিয়ে বাক্য গঠন করা সহজ।

৬. শব্দ : পুকুর

  • পুকুরে রুই মাছ চাষ করা যায়।
  • আমাদের পুকুর পাড়ে একটি বটগাছ আছে।
  • আমি নিয়মিত পুকুরে গোসল করি।
  • পুকুরে মাছ ধরতে সবাই পছন্দ করে।
  • পুকুরে কুমির থাকে না।

৭. শব্দ : আকাশ

  • আকাশ আজ পরিস্কার।
  • আকাশে মেঘ দেখা যাচ্ছে।
  • পাখিরা আকাশে উড়ে।
  • আকাশের রং নীল।
  • আকাশের তারাগুলো দেখতে সুন্দর।

৮. শব্দ : ফুল

  • গোলাপ ফুল দেখতে সুন্দর।
  • মৌমাছি ফুলের মধু আহরণ করে।
  • গাছের ফুল গাছেই সুন্দর।
  • ফুলকে সবাই ভালোবাসে।
  • ফুলের মতো সুন্দর হোক তোমার জীবন।

আরও পড়ুনঃ সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ

৯. শব্দ : পানিতে

  • বৃষ্টির পানিতে ব্যাঙগুলো সাঁতার কাটছে।
  • পানি ছাড়া বাঁচতে পারবো না।
  • সাগরের পানি লবণাক্ত।
  • কৃষক জমিতে পানি দিচ্ছে।
  • পানি মৃত্যুরও কারণ হতে পারে।

১০. শব্দ : বাংলাদেশ

  • বাংলাদেশ একটি স্বাধীন রাস্ট্র।
  • বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল।
  • বাংলাদেশের প্রকৃতিতে বসন্ত এসেছে।
  • ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
  • বাংলাদেশ আমার জন্মভূমি।

আরও পড়ুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়

শেষ কথাঃ

প্রিয় পাঠক, প্রকৃতপক্ষে বাংলা শব্দ দিয়ে বাক্য গঠন করা খুব বেশি কঠিন নয়। তবে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের কাছে জটিল মনে পারে, কিন্ত যারা নিয়মিত বাংলা শব্দ দ্বারা বাক্য গঠন করার প্রাক্টিস করে তাদের জন্য অবশ্যই এটি একটি সহজ বিষয়।

কথায় আছে, যে শিক্ষার্থীর শব্দভাণ্ডার যত বেশি সমৃদ্ধ সে তত আকর্ষণীয় ভাবে অর্থপূর্ণ বাক্য গঠন করতে পারবে। এজন্য শিক্ষার্থীদেরকে প্রথমেই বিভিন্ন শব্দ মুখস্ত করানো উচিত এবং শব্দ মুখস্ত হলে সাথে সাথেই উক্ত শব্দ দিয়ে বিভিন্ন ধরণের বাক্য গঠনের প্রাক্টিস করতে হবে। তাহলে অনায়াসেই যে কোনো বাংলা শব্দ দিয়ে চমৎকার বাক্য গঠন করতে সক্ষম হবে।

আবার শিক্ষার্থীদের রিডিং স্কিল ভালো হলে খুব সহজেই বাক্য গঠন করতে পারবে। তবে শিক্ষার্থীর পরিবার ও শিক্ষকদের উচিত শিক্ষার্থীদেরকে বাক্য গঠনে মত প্রকাশের অনুমতি দেওয়া। তাহলে শিক্ষার্থীরা নির্ভয়ে উৎসাহ ও সৃজনশীলতার সাথে অনেক ভালো ভালো বাক্য গঠন করতে পারবে। ফলে পরীক্ষাতেও ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হবে।

Leave a Comment

error: Content is protected !!