শিশু শ্রেণি থেকে শুরু করে ইবতেদায়ী পর্যন্ত প্রায় সকল শ্রেণির পরীক্ষায় শাপলা ফুল সম্পর্কে বিভিন্ন প্রশ্ন থাকে। অনেক সময় চাকরি ভাইভাতেও এই ধরণের প্রশ্ন আসে। যদি বলা হয় শাপলা ফুল সম্পর্কে ১০ টি বাক্য বল অথবা লিখ। দেখা যাবে অনেকেই তা পারবে না।
শুধু শিশু শিক্ষার্থীরাই না, বড়দের ক্ষেতেও অনেক সময় এমন হয় যে, একটি বিষয় জানার পরও বলতে অথবা লিখতে গেলে কিছুই মনে থাকে না। সে যাইহোক, ছোটবেলা আমাদেরকেও শাপলা ফুল রচনা এবং শাপলা ফুল সম্পর্কে বিভিন্ন বাক্যও লিখতে হয়েছে।
আজ আমরা শাপলা ফুল সম্পর্কে ১০টি বাক্য বাংলায় লিখে দেখাবো, যা ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই বাক্যগুলো শিখতে পারেন তবে শাপলা ফুল অনুচ্ছেদ লিখতেও আপনার জন্য সহজ হয়ে যাবে।
শাপলা ফুল সম্পর্কে ১০ টি বাক্য
১. শাপলা বাংলাদেশের জাতীয় ফুল।
২. শাপলা ফুল একটি জলজ উদ্ভিদ।
৩. শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম -Nelumbo nucifera.
৪. শাপলা ফুলের আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া।
৫. শাপলা ফুলের পাপড়ি সাদা, গোলাপি, লাল, বেগুনি, হলুদ ইত্যাদি রঙের হয়ে থাকে।
৬. শাপলা ফুলের পাতা বড় এবং গোলাকার।
৭. শাপলা ফুল বিভিন্ন জলাশয়, খাল-বিল, পুকুর-দীঘিতে জন্মে।
৮. শাপলা ফুল সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ফোটে।
৯. শাপলা ফুলে বিভিন্ন ঔষধি গুণাগুণ রয়েছে।
১০. শাপলা ফুলের পাতা জলে ভাসে, কিন্তু ফুল জলের উপরে থাকে।
শাপলা ফুল বাংলাদেশের সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। শাপলা ফুলকে শান্তি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখা হয়। শাপলা ফুলকে নিয়ে অনেক গান, কবিতা ও ছড়াও লেখা হয়েছে।
শাপলা ফুলের প্রতীকী অর্থ হলো – শুদ্ধতা, পবিত্রতা, স্থিরতা, ঐশ্বর্য, সৌন্দর্য, প্রেম, প্রকৃতি এবং বাংলাদেশের সংস্কৃতির প্রতীক।