বিভিন্ন ভাইভা পরীক্ষা বা কলেজের মৌখিক পরীক্ষায় প্রশ্ন করা হয়, বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় অথবা বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে বল। তখন দেখা যায় অনেকেই এর উত্তর দিতে পারে না। ফলে সকলের সামনে নিজেকে ছোট মনে হয়। আবার যারা এই প্রশ্নের উত্তর দিতে পারে তাদের কনফিডেন্স আরো বেড়ে যায়।
জীবন চলার পথে আপনাকেও হয়তোবা কখনও এই ধরণের প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই আগে থেকেই যদি এই প্রশ্নের উত্তরটি শিখে নিতে পারেন, তবে যে কোনো সময় আপনার কাজে লাগতে পারে। এই ব্লগে অত্যন্ত সহজ এবং স্মার্ট উপায়ে বাংলাদেশ নিয়ে ১০ টি বাক্য বাংলায় এবং ইংরেজিতে উপস্থাপন করা হলো।
বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়
আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমাদের মাতৃভাষা বাংলা। সেহেতু আমরা প্রথমেই বাংলাদেশ নিয়ে ১০ টি বাক্য বাংলায় শিখবো। তারপর ইংরেজিতে।
১. বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি।
২. বাংলাদেশ ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে।
৩. বাংলাদেশ ছয় ঋতুর দেশ।
আরও পড়ুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়
৪. প্রাকৃতিক রূপ-বৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ।
৫. বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা।
৬. বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’।
৭. জনসংখ্যার বিবেচনায় সারা বিশ্বে বাংলাদেশ ৮ম স্থানে রয়েছে।
৮. বাংলাদেশের মোট আয়তন ১৪৭, ৫৭০ বর্গ কিলোমিটার।
৯. বসন্তকালে বাংলাদেশের প্রকৃতি নতুন রূপে সাজে।
১০. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম ’তাজিংডং’।
বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে
বাংলাদেশ নিয়ে ১০ টি বাক্য ইংরেজি বলতে পারার মাঝে একটি আত্মবিশ্বাসের অনুভূতি আসে। কিন্তু ইংরজি যেহেতু আমাদের মাতৃভাষা নয়, সেহেতু ইংরেজিতে বাংলাদেশে সম্পর্কে দশটি বাক্য বলা সামান্য কঠিন মনে হতে পারে। এজন্য অত্যন্ত সহজ বাক্যগুলোই উপস্থাপন করা হলো। –
১. Bangladesh is my native land – বাংলাদেশ আমার জন্মভূমি।
২. The national flower of Bangladesh is Shapla – বাংলাদেশের জাতীয় ফুল শাপলা।
আরও পড়ুনঃ নিজের সম্পর্কে সমালোচনা করুন (কৌশল জানুন)
৩. Bangla is the national language of Bangladesh. – বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা।
৪. The color of the flag of Bangladesh is green. – বাংলাদেশের পতাকার রং সবুজ।
৫. Bangladesh is an agricultural country. – বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ।
৬. Kazi Nazrul Islam is the national poet of Bangladesh. – বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
৭. People of Bangladesh are very simple. – বাংলাদেশের মানুষ খুব সহজ সরল।
৮. Dhaka is the capital of Bangladesh. – বাংলাদেশের রাজধানী ঢাকা।
৯. The climate of Bangladesh is temperate. – বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ।
১০. Bangladesh looks very beautiful. – বাংলাদেশ দেখতে অনেক সুন্দর।
আরও পড়ুনঃ নিজের সম্পর্কে কিছু কথা বাংলায় + ইংরেজিতে
শেষ কথাঃ
প্রিয় পাঠক, আমরা যথাসাথ্য বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় এবং ইংরেজিতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনার অবশ্যই নিজের দেশ সম্পর্কে এই বাক্যগুলো মুখস্ত করতে চেষ্টা করুন। দেশ সম্পর্কে জানাও দেশপ্রেমের অন্তর্ভূক্ত।
দেশ সম্পর্কিত বাক্যগুলো মুখস্ত করার সেরা উপায় হলো প্রথমেই বাক্যগুলো বেশ কয়েকবার রিডিং পড়ুন। তারপর প্রথমেই বাংলাগুলো মুখস্ত করুন। বাংলা মুখস্ত না করে ইংরেজি মুখস্ত করতে কঠিন মনে হবে। তাই অবশ্যই প্রথমে বাংলা, তারপর ইংরেজি মুখস্ত করতে হবে।
আপনাদের সুবিধার্থে সহজ বাক্যগুলোই উপস্থাপন করা হয়েছে। আপনি যদি এই বাক্যগুলো মুখস্ত করতে পারেন, তবে যে কোনো চাকরি ভাইভা বা মৌখিক যে কোনো পরীক্ষায় বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে বা বাংলায় অনায়াসেই বলতে পারবেন।
আশাকরি, এই ব্লগটি আপনাদের উপকারে আসবে। পরিশেষে সকলের জীবনের উন্নতি কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।