মানুষ সাধারণত অন্যের সম্পর্কে যতগুলো কথা বা বাক্য বলতে পারে, তা নিজের সম্পর্কে বলতে পারে না আত্মবিশ্বাসী মানুষ ছাড়া। কাউকে যদি বলা হয় নিজের সম্পর্কে কিছু কথা বলুন, এই প্রশ্নের উত্তরে দেখবেন যে সে খুব বেশি কিছু বলতে পারছেনা।
কিন্তু এই একই প্রশ্নে যদি বলা হয় যে, আপনি অমুক ব্যক্তির সম্পর্কে কিছু বলুন তো! দেখবেন সে অনেক কিছুই বলতে পারছে অনায়াসেই। এর কারণ, আমরা অন্যকে নিয়ে যতটুকু ভাবি ততটুকু কখনই নিজেকে নিয়ে ভাবি না। এজন্যই সবকিছু চেনা হলেও নিজেকে চিনতে ভুলে যাই। এটাই মানুষের একটি স্বভাব। যাইহোক –
নিজের সম্পর্কে কিছু কথা বলতে পারা গুরুত্বপূর্ণ প্রতিভার অংশ। আপনি ঠিক তখনই নিজেকে নিয়ে কিছু বাক্য অন্যজনের সামনে উপস্থাপন করতে পারবেন, যখন আপনার নিজের প্রতি সেই আত্মবিশ্বাস তৈরি হবে। আত্মবিশ্বাসী লোক ঘন্টার পর ঘন্টা নিজের সম্পর্কে অনেক কিছুই বলতে পারবে।
▷ আরো পড়ুনঃ নিজের সম্পর্কে সমালোচনা করা শিখুন।
আজ আমি আপনাদেরকে এমন একটি গাইড প্রদান করবো, যেটি ফলো করলে আপনি নিশ্চই আপনার সম্পর্কে বাংলা অথবা ইংরেজিতে বিভিন্ন কথা বলতে পারবেন। বাংলা বা ইংরেজি মূল ব্যাপার না। আপনাকে কিভাবে উপস্থাপন করবেন এটাই হলো মূখ্য বিষয়।
তবুও আমি আপনাদের সুবিধার্থে এক্সামপল হিসেবে নিজেকে নিয়ে কিছু কথা ধারাবাহিক ভাবে বাংলায় এবং ইংরেজিতে নিচে উপস্থাপন করেছি।
নিজের সম্পর্কে কিছু কথা বাংলায়
আপনি যখন নিজের সম্পর্কে কিছু বলতে যাবেন, তখন প্রথমেই আপনার নাম দিয়ে শুরু করবেন। তারপর আপনার যোগ্যতা, পড়াশোনা, চাকরি, আশা-আকাঙ্খা, স্বপ্ন, পাওয়া- না পাওয়া ইত্যাদির মতো বিভিন্ন বিষয় যথাক্রমে বলবেন। তাহলে দেখবেন যে আপনি নিজেকে নিয়ে অনেক কিছুই বলতে পারছেন। যেমন –
(১) আমার নাম মোছা. ফাতেমা আক্তার লাইলা।
(২) পরিবারের সবাই আমাকে ভালোবেসে ”প্রিয়া” বলে ডাকে।
(৩) আমি পরিবারের সবার ছোট মেয়ে। তাই ভাই-বোনদের মাঝে আমিই সবচেয়ে আদরের।
(৪) আমি একাদ্বশ শ্রেণির মানবিক বিভাগের একজন নিয়মিত ছাত্রী।
(৫) আমি গত এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে আমার স্কুলের সুনাম করেছি।
(৬) আমার পড়াশোনার পাশাপাশি টিউশন করি।
(৭) আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করবো।
▷ আরো পড়ুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়।
(৮) পড়াশোনা শেষ করে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই।
(৯) আমার পরিবার আমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখে। আমিও তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই।
(১০) আমি বাহ্যিক সৌন্দর্য থেকে হৃদয়ের সৌন্দর্যকে বেশি প্রধান্য দেই।
(১১) আমার কাছে সবচেয়ে পছন্দের কাজটি হলো পিপাসার্তকে পানি পান করানো।
(১২) আমি ব্যক্তিগত ভাবে স্রষ্টার হুকুম মেনে চলার চেষ্টা করি।
(১৩) আমি আমার মায়ের রান্না কাজে সর্বদা সহযোগিতা করি।
(১৪) আমার কাছে সবচেয়ে মন্দ কাজটি হলো অন্যের দোষ-ত্রুটি খুঁজে বেড়ানো।
(১৫) আমার পছন্দের একটি স্লোগান হলো ”নিজেকে আত্মবিশ্বাসী রূপে তৈরি কর”।
এইতো হয়ে গেলো “নিজের সম্পর্কে কিছু বলার” মতো অর্থপূর্ণ প্রায় ১৫ টি বাক্য। এখন নিশ্চই হয়তো এই কথা গুলো আপনার নিজের সম্পর্কে অনায়াসেই বলতে পারবেন। চলুন এখন ইংরেজিতে নিজের সম্পর্কে কিছু বলার চেষ্টা করি।
নিজের সম্পর্কে কিছু কথা ইংরেজিতে
নিজেকে নিয়ে বাংলা এবং ইংরেজিতে বলার ধরণ একই। অর্থাৎ, শুরুটা করবেন আপনার নাম দিয়ে। তারপর আপনার যোগ্যতা, পড়াশোনা, চাকরি, প্রিয় শখ, আশা-আকাঙ্খা, স্বপ্ন, পাওয়া- না পাওয়া ইত্যাদির মতো বিভিন্ন বিষয় যথাক্রমে বলার চেষ্টা করবেন। যেমন –
ইংরেজি বাক্যঃ- | বাংলা অর্থঃ – |
(1) My name is Nusrat Akhtar Moni. | (১) আমার নাম নুসরাত আক্তার মনি। |
(2) Mother lovingly calls me “Akhi”. | (২) মা আদর করে আমাকে “আখি” বলে ডাকে। |
(3) I am loved by my parents. | (৩) আমি মা-বাবার কাছে অনেক আদরের। |
(4) I study in class Nine. | (৪) আমি নবম শ্রেণিতে পড়ি। |
(5) I got GPA 4.56 in last JSC exam. | (৫) গত জেএসসি পরীক্ষায় আমি জিপিএ ৪.৫৬ পেয়েছি। |
(6) Father bears the cost of my education. | (৬) বাবা আমার লেখাপড়ার খরচ বহন করেন। |
(7) My dream is to establish myself as a good person. | (৭) আমার স্বপ্ন নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। |
(8) My favorite food is milk. | (৮) আমার প্রিয় খাবার দুধ। |
(9) My family wants me to become a doctor. | (৯) আমার পরিবার চায় আমি একজন ডাক্তার হই। |
(10) I do not differentiate between black and white people. | (১০) আমি কালো এবং সাদা মানুষের মধ্যে পার্থক্য করি না। |
(11) My favorite thing to do is to give water to the thirsty. | (১১) আমার প্রিয় কাজ হল তৃষ্ণার্তকে পানি দেওয়া। |
(12) I personally try to obey God’s orders. | (১২) আমি ব্যক্তিগতভাবে স্রষ্টার আদেশ পালন করার চেষ্টা করি। |
(13) I always help my mother in cooking. | (১৩) আমি সবসময় আমার মাকে রান্নায় সাহায্য করি। |
(14) Dates are my favorite fruit. | (১৪) খেজুর আমার প্রিয় ফল। |
(15) I like to be happy | (১৫) আমি সুখী হতে পছন্দ করি। |
প্রিয় পাঠক, এভাবেই মূলত নিজেকে নিয়ে বলতে হয়। অনেকেই জানতে চান ইন্টারভিউতে নিজের সম্পর্কে কিছু বলুন প্রশ্নটির উত্তর কিভাবে দিব? উপরে আমি যেভাবে বলেছি, আপনিও ঠিক এই গাইডটি ফলো করে আপনার নিজেকে নতুন বাক্যের মাধ্যমে তুলে ধরুন।
▷ আরো পড়ুনঃ কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ।
এভাবেই যেকোনো চাকরি ভাইবাতে নিজের সম্পর্কে বলা যায়। অনেক সময় চাকরি ভাইভা গুলো বাংলায় হয়, আবার কখনো কখনো ইংরেজিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে ভাইভার সকল প্রশ্নই বাংলায় হলেও নিজের সম্পর্কে ইংরেজিতে কিছু বলার কথা বলা হয়, তবে উপরে দেওয়া গাইডটি ফলো করবেন। এটাই বেটার সল্যুশন।
যাইহোক, আমরা বিশ্বাস করি এই গাইডটি ফলো করার মাধ্যমে আপনাকে আপনি যে কোনো সময় বাংলায় এবং ইংরেজিতে অনায়াসেই উপস্থাপন করতে পারবেন ইনশাআল্লাহ। নিজের সম্পর্কে কিছু বলুন এর উত্তর আশাকরি পেয়েছেন।
এখন থেকে নিজের সম্পর্কে কিছু কথা নয়, বরং অনেক কিছুই বলার অভিজ্ঞতা হবে আপনাদের। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করুন। সবাইকেই ধন্যবাদ।