রমজান মুমিন জীবনে এক বিশেষ নিয়ামত। যেই নিয়ামতের বারিধারায় মুমিনের জীবনে ফুটে উঠে পূণ্যের ফুল। ঝরে যায় শত শত গোনাহ। সেই মহিমান্বিত রোজা নিয়ে কিছু কথা বা রমজান নিয়ে উক্তি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই।
আপনি আমাদের এই ব্লগে রমজান নিয়ে কিছু কথা পাবেন, এগুলো সংগ্রহ করে আপনার সোশ্যাল প্রোফাইল অর্থাৎ, ফেসবুক, প্রিন্টারেস্ট, টুইটার ইত্যাদিতে রমজান নিয়ে স্ট্যাটাস দিতে পারবেন।
এই ব্লগটি তৈরি করা হয়েছে রমজান নিয়ে কোরআনের আয়াত এবং রমজান নিয়ে কিছু হাদিস ও আমাদের নিজস্ব কিছু রমজান নিয়ে ক্যাপশনের সমন্বয়ে। সুতরাং বুঝতেই পারছেন ব্লগটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে।
রমজান নিয়ে উক্তি বা রোজা নিয়ে কিছু কথা ও বাণী
রমজান মুমিন জীবনে সবচেয়ে বড় পাওয়া। রমজানে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। রমজানে এমন এক রাত রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজানকে বলা হয় গোনাহ মাফের মাস এবং নেক হাসিলের বসন্ত। রমজানে বান্দার প্রতিটি নেক আমলের সওয়াব সত্তরগুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
আরো পড়ুনঃ তারাবির নামাজের দোয়া ও মোনাজাত
মুসলিম ভাই-বোনদের অনেকেই রমজানকে ভালোবেসে রমজান নিয়ে ইসলামিক উক্তি বা রমজান নিয়ে স্ট্যাটাস দিতে চান নিজস্ব ফেসবুক প্রোফাইলে। তারা চাইলে আমাদের রমজান নিয়ে লেখা গুলো ব্যবহার করতে পারেন। এই লেখাগুলো নাজিরুল ইসলাম নকীব- এর সংরক্ষিত ডায়েরি থেকে নেওয়া।
(১)
যারা সারাদিন রাখে রোজা,
রাতে করে আরাধণা,
ক্ষমা করে দেয় প্রভু –
তাদের অতীতের গোনাহ।
(২)
দোজখের অগ্নিতে রোজা হবে ঢাল,
যে রোজার মাঝে কোনো থাকে না ভেজাল।
(৩)
যারা জীবন চলার পথে রমজান পেলো,
তারা যেনো রোজা রাখে, কাজ করে ভালো।
রমজান জীবনের সেরা উপহার,
রোজাদার ক্ষমা পায়, গুনাহ থাকে না যে তার।
(৪)
চাও যদি জান্নাত, বাড়াও আকল,
রমজান কখনো করো না বিফল।
রোজাই কেবল এমন এক ইবাদত –
স্রষ্টার নিজ হাতে দেবে প্রতিফল।
আরো পড়ুনঃ নামাজের ফরজ কয়টি ও কি কি?
(৫)
এক মহিমান্বিত রাত আছে রমজানে
শোনো সকল মুমিন, তা রেখো স্মরণে,
হাজার মাসের চেয়েও সে রাত উপাদেয়
মুমিনের সফলতা, সেই রাতে খুঁজে নেয়।
(৬)
রমজান কুরআন নাজিলের মাস।
রোজাদার রাখে রোজা থেকে উপবাস,
সাহরি ও ইফতার, রাতে তারাবি
যারা স্রষ্টার জন্যই করে সবি –
তারা সকলেই ক্ষমা পায়, বলেন নবী।
(৭)
রমজান পেয়ে যারা পায়নি ক্ষমা
কত হতভাগা তারা নেই যে সীমা!
(৮)
রমজান মানেই তো স্রষ্টার গান,
রমজান মানেই তো বেড়ে যায় ঈমান।
রমজান মানেই তো ক্ষমা পেয়ে যাওয়া,
রমজান মানেই তো জান্নাতি হওয়া।
(৯)
রোজার চাঁদটা দেখো উঠে গেছে নভে
কিভাবে মুমিন তুমি শোয়ে বসে রবে?
আর নয় অলসতা, কর নেক আমল
তোমারই জান্নাত সেজেছে শ্যামল।
(১০)
কিয়ামতে কতলোক রোজার সুপারিশে
জান্নাতে চলে যাবে মুচকি হেসে!
(১১)
রমজানে পৌঁছার দাও গো হায়াত,
হে প্রভু তোমার কাছে এই মোনাজাত।
রমজান পাই যদি করি যেনো আমল
হৃদয়টা করে দাও জান্নাতি কোমল।
আরো পড়ুনঃ সুন্নত নামাজ পড়ার নিয়ম (২ রাকাত ও ৪ রাকাত সুন্নত)
প্রিয় পাঠক, রমজান প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান সম্পর্কে পবিত্র কুরআন এবং হাদিসে বিভিন্ন কথা উল্লেখ আছে। উপরোক্ত রমজান নিয়ে উক্তি গুলোও মূলত কুরআন – হাদিসের বাণীকে অনুসরণ করেই লেখা হয়েছে।
আশাকরি, আপনাদের কাছে আমাদের এই রমজান নিয়ে স্ট্যাটাস বা বাণী গুলো ভালোই লাগবে। এই লেখাগুলো যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার প্রোফাইলে প্রচার করার সময় অবশ্যই লেখককে স্বীকৃতি দিন!
পরিশেষে মহান আল্লাহর তা’আলার দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে রোজা নিয়ে কিছু কথা বলার তাওফিক দিয়েছেন। মহান স্রষ্টা আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।