আত্মবিশ্বাসী হয়ে উঠার জন্য প্রথমেই নিজেকে চিনতে হবে, জানতে হবে। আপনাকে যদি প্রশ্ন করা হয়, নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় বলুন। বিষয়টি সহজ মনে হলেও প্রকৃতপক্ষে তা অনেক কঠিন!
তবে যারা আত্মবিশ্বাসী, তারা নিশ্চই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এই ধরণের প্রশ্ন বিসিএস ও মেডিকেল পরীক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন হিসেবে আলোচনায় থাকে।
তাই ব্যাপারটিকে সহজ মনে করে এড়িয়ে যাওয়া কারো জন্যই উচিত হবে না। পরীক্ষার প্রস্তুতি হিসেবে অথবা নিজেকে আত্ববিশ্বাসী করে তুলতে অবশ্যই কয়েকটি অর্থপূর্ণ বাক্য নিজের সম্পর্কে বলুন।
আরও পড়ুনঃ আলিম ক্লাসের বইয়ের তালিকা (মাদ্রাসা বোর্ড)
আমি আপনাকে নিজের সম্পর্কে দশটি বাক্য বাংলায় বলে দিচ্ছি। যেগুলো আপনাকে আত্মবিশ্বাসী করবে বলে মনে করি।
নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়
▷ আমার নাম মো. কাজী নজরুল ইসলাম, সবাই আমাকে দুখু বলে ডাকে।
▷ আমি নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে প্রমাণ করতে নিয়মিত বই পড়ি।
▷ আমি প্রতিদিন সকালে ফজরের নামাজের পর ৫ মিনিট জগিং করি।
▷ আমি একদিন শিশু ছিলাম এবং শিশুদের সাথে খেলাধুলাই আমার জীবনের সবচেয়ে উল্লাসের মূহুর্ত।
▷ মাছ ধরা আমার প্রিয় একটি শখ।
▷ আমার পছন্দের খাবার গাভীর দুধ এবং ছাগলের মাংস।
▷ ধুমপান আমার কাছে সবচেয়ে বিরক্তের বস্তু।
▷ ভ্রমণে আমি সবচেয়ে বেশি আগ্রহী।
▷ আমার কাছে সবচেয়ে কঠিন শব্দ পরীক্ষা।
▷ আমার সবচেয়ে প্রিয় বাক্য ‘আমি পারব’।
আরও পড়ুনঃ আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ও অর্থসহ জানুন।
প্রিয় পাঠক, এই বাক্যগুলো আপনার নিজের মতো করে মনে রাখুন। আপনি যদি কখনও বিসিএস বা মেডিকেল পরীক্ষা সহ অন্য যে কোনো পরীক্ষায় এই প্রশ্নের সম্মুখীন হন তবে অবশ্যই মনে রাখবেন, শব্দের উচ্চারণ এবং বাক্যগঠনে ভুল করা যাবে না।
নিজের সম্পর্কে কিছু বলতে পারা এটি আত্মবিশ্বাসের জায়গা। এর মাধ্যমে আপনি আত্মতৃপ্তি পাবেন, মনোবল বাড়বে। তাই একা একা নিজের সম্পর্কে কিছু বাক্য বলতে চেষ্টা করুন।
আপনার কাছে যদি নিজের সম্পর্কে এরচেয়ে আরও চমৎকার চমৎকার বাক্য থাকে, তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।