নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী

নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী
Written by IQRA Bari

নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কথাটি মহাগ্রন্থ আল -কুরআনের সূরা আল ইমরান, আয়াত ৫৪ এবং সূরা আনফাল এর ৩০ নং আয়াত থেকে গৃহীত।

আয়াতটি হলো –  ওয়াল্লাহু খাইরুল মাকিরিন ( وَاللّٰہُ خَیۡرُ الۡمٰکِرِیۡنَ ), আয়াতের অর্থ:  বস্তুতঃ আল্লাহই হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী।

মানুষের জীবনে পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ ভাবে ভূমিকা পালন করে। সুন্দর ও সুখী জীবনের জন্য পরিকল্পনা অপরিহার্য। তবে, মানুষের পরিকল্পনা সবসময় সফল হয় না। অনেক সময় আমাদের পরিকল্পনা ভেঙে পড়ে, আমরা হতাশ হই।

মানুষের পরিকল্পনায় অনেক সীমাবদ্ধতা রয়েছে। ভবিষ্যতে কী হবে তা মানুষ জানে না। তাই মানুষের পরিকল্পনা অনেক সময় ভুল প্রমাণিত হয়। মানুষের নিয়ন্ত্রণও সীমিত। অনেক কিছুই আছে যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে।

পরাক্রমাশালী আল্লাহ! যিনি সৃষ্টির কর্তা, তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি জানেন সৃষ্টির প্রতিটি ক্ষণের কী হবে। গোটা সৃষ্টিজগতে যা ঘটে বা ঘটবে সবই মহান আল্লাহর পূর্ব সিদ্ধান্ত বা পরিকল্পণায় বিদ্যমান।

নিশ্চয়ই আল্লাহ্‌ সর্বোত্তম পরিকল্পনাকারী। আমাদের উচিত মহান আল্লাহ্‌র উপর ভরসা করা এবং তাঁর পরিকল্পনার সাথে আমাদের পরিকল্পনাকে মেনে নেওয়া। কারণ, আমাদের তকদিরে ঘটে যাওয়া প্রতিটি বিষয় স্রষ্টার পূর্ব সিদ্ধান্ত।

সুতরাং, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এক স্রষ্টা, তাঁর পরিকল্পনার মধ্যদিয়েই আমাদের জীবনের গতিপথ নিয়ন্ত্রিত হচ্ছে।  হতাশার কিছু নেই। সবই ছেড়ে দিন সর্বোত্তম পরিকল্পনাকারী রবের কাছে।

Leave a Comment

error: Content is protected !!