রমজানের আর কতদিন বাকি আছে?

রমজানের আর কতদিন বাকি আছে
Written by IQRA Bari

মাহে রমজান মুসলিম জাতির জন্য একটি অনন্য মহিমান্বিত মাস। আরবি বারো মাসের মধ্যে ৯ম তম মাসের নাম রমজান। বিশ্বের প্রতিটি মুসলমানই রমজানের আশায় থাকে। কখন আসবে এই পবিত্র মাসটি। রমজানের আর কতদিন বাকি আছে তা জানার কৌতুহলী আমাদের প্রায় সকলেই।

রমজানের ফজিলত সম্পর্কে হাদিসের অভাব নেই। বিভিন্ন হাদিস থেকে আমরা রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কম-বেশি জানি। সারাদিন রোজা রাখার পর ইফতারের আনন্দ আর বরকতময় সাহরী থেকে কোনো মুসলমানই বঞ্চিত হতে চায় না।

এজন্য এখনই দেখা যাচ্ছে লোকমুখে – রমজান কত তারিখ, আর কতদিন পর রমজান? এই কৌতুহলের অবসান ঘটিয়ে আমাদের সামনে চলেই এসেছে ২০২৪ সালের রমজানুল মোবারক। সাবান মাস চলছে। আগামী মাসের নামই রমজান।

রমজানের আর কতদিন বাকি আছে?

আজ ২০ ফেব্রুয়ারি ২০২৪ ইং। ২০২৪ সালের রমজান মাস শুরু হবে ১০ মার্চ এবং শেষ হবে ৯ এপ্রিল। সুতরাং, আজকের হিসেব অনুযায়ী রমজান মাস শুরু হতে আর মাত্র ১৮ দিন বাকি আছে। তবে মনে রাখবেন, চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাস শুরু হয়।

বিভিন্ন ক্যালেন্ডারে ১১ ও ১২ মার্চের কথা উল্লেখ পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি সাম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ। চাঁদ দেখা গেলেই কেবল ১০ মার্চ থেকে আমরা রোজা রাখা শুরু করবো ইনশাআল্লাহ।

আমরা এখন থেকেই রোজার প্রস্তুতি নিই এবং রমজান মাসটা যেনো আরও ভালো ভাবে উত্তম পন্থায় কাটাতে পারি, এজন্য আল্লাহর দরবারে পানাহ চাই।

Leave a Comment

error: Content is protected !!