Privacy Policy

Privacy Policy –IQRA Bari | প্রিয় পাঠক! সকলেই জানেন, ইকরা বাড়ি হলো একটি শিক্ষামূলক ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত করার দরুণ এটি সকল শ্রেণী-পেশার মানুষই ব্যবহার করে। উদ্দেশ্য কেবল জ্ঞান আহরণ। তবে আপনাদের প্রিয় ইকরা বাড়ি ওয়েবসাইট এবং এর দর্শনার্থীদের গোপনীয়তা নীতি সম্পর্কে আপনাকে জানা উচিত। যা নিচে তুলে ধরা হলোঃ

ব্যবহারকারীর তথ্য

ইকরা বাড়ির দর্শনার্থীদের কাছে আমাদের শিক্ষামূলক সেবা সঠিক ভাবে পরিচালনার জন্য ব্যবহারকারীর কিছু তথ্য আমরা বিভিন্ন টুলস দ্বারা সংগ্রহ করি। উল্লেখযোগ্য টুলসঃ গুগল এনালাইটিক্স। আপনি যখন ইকরা বাড়ি ওয়েবসাইটে দর্শনার্থী হিসেবে প্রবেশ করেন, তখন আপনার লোকেশন, ডিভাইস, দেশ ইত্যাদির তথ্য সংগ্রহ করা হয়।

ব্যবহারকারীর মন্তব্য

যখন দর্শকরা ইকরা বাড়ি ওয়েবসাইটে মন্তব্য করে তখন আমরা মন্তব্য ফর্মে দেখানো ডেটা সংগ্রহ করি এবং স্প্যাম সনাক্তকরণে সহায়তা করার জন্য ভিজিটরের আইপি ঠিকানা, ইমেল ঠিকানা, ব্রাউজার ব্যবহারকারী এজেন্ট স্ট্রিংও সংগ্রহ করি।

আপনার মন্তব্যগুলো আমাদের ওয়েবসাইট পরিচালনা পরিষদ টিম কর্তৃক রিভিউ করা হয়। তারপর আপনার মন্তব্য অনুমোদনের পর, আপনার মন্তব্যের প্রেক্ষিতে আপনার নাম এবং প্রোফাইল ছবি জনসাধারণের কাছে দৃশ্যমান হবে।

Gravatar পরিষেবা গোপনীয়তা নীতি এখানে উপলব্ধ: https://automattic.com/privacy/.

কুকিজ

আপনি যদি আমাদের সাইটে একটি মন্তব্য করেন, তাহলে আপনি কুকিতে আপনার নাম, ইমেল ঠিকানা এবং ওয়েবসাইট সংরক্ষণ করতে অপ্ট-ইন করতে পারেন।

এটা করার সুবিধা হলো, আপনি যখন প্রথমবার মন্তব্য করবেন তখন মন্তব্য ফরমের তথ্য কুকিতে সংরক্ষিত থাকে, যে কারণে পরবর্তীতে আবার মন্তব্য ফরম নতুন করে পূরণ করতে হবে না। এই কুকিগুলি এক বছর ধরে চলবে।

আপনার ডেটা কতক্ষণ ধরে রাখি?

আপনি ইকরা বাড়ি ওয়েবসাইটে একটি মন্তব্য করে গেলে, মন্তব্য এবং এর মেটাডেটা অনির্দিষ্টকালের জন্য রাখা হয়। আমরা যাতে মন্তব্যকারীকে স্বয়ংক্রিয়ভাবে চিনতে ও অনুমোদন করতে পারি।

যোগাযোগ ফর্ম

দর্শনার্থীরা যখন ইকরা বাড়ির ঠিকানায় যোগাযোগ ফর্ম পূরণ করে কোন তথ্য আদান প্রদান করে, তখনও যোগাযোগ কারীর কিছু তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়। যেমনঃ নাম, ইমেল ঠিকানা, আইপি ঠিকানা (লোকেশন), ব্রাউজারের ধরণ এবং প্রযুক্তিগত তথ্য ইত্যাদি।

ইকরা বাড়ির দর্শনার্থীদের এই ব্যক্তিগত তথ্যগুলো আমরা নিজেরা ব্যবহার করি না। তৃতীয় পক্ষের কাছেও তা প্রকাশ করা হয় না।

বি.দ্র. ইকরা বাড়ি কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা ব্যতীত এই ওয়েবসাইটের যে কোন তথ্য পরিবর্তন, পরিবর্ধন এবং মুছে ফেলার সম্পূর্ণ অধিকার রাখে।

error: Content is protected !!