রমজান প্রত্যেক মুসলিম প্রাপ্ত বয়স্ক নর-নারীর উপর ফরজ। সারাবিশ্ব জুড়েই কোটি কোটি মুসলমান রমজানের রোজা আদায় করছে। সৌদি আরবে আমাদের বাংলা ভাষাভাষীদের লক্ষ লক্ষ মুসলিম ভাই-বোন প্রবাস জীবনযাপন করে। তারাও রমজানের রোজা রাখছে। তাদের মধ্য হতে অনেকেই চায় সৌদি আরবের রমজানের সময় সূচি ২০২৩ ক্যালেন্ডার নিজের সংগ্রহে রাখার জন্য।
প্রযুক্তির এই যুগে ছবি আকারে যে কোনো ধরণের ক্যালেন্ডার মোবাইলে রাখা যায়। রোজার ক্যালেন্ডার গুলো রোজাদারদের জন্য অনেক সুবিধা তৈরি করে। বিশেষ করে সাহরির সময় ও ইফতারের সময় সম্পর্কে ক্যালেন্ডারের মাধ্যমে সঠিত ধারণা পাওয়া যায়।
বাংলাদেশ ও সৌদি আরবের টাইমে বেশ পার্থক্য রয়েছে। তাই সাধারণত বাংলাদেশের রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩ আর সৌদি আরবের রমজানের ক্যালেন্ডারেও পার্থক্য লক্ষ্য করা যায়। এজন্য আপনি যদি সৌদি আরব থেকে রমাজানের রোজা পালন করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই সৌদি আরবের রমজানের সময় সূচি ২০২৩ ক্যালেন্ডারই ব্যবহার করতে হবে।
ইকরা বাড়ি সৌদি প্রবাসীদের সুবিধার্থে ২০২৩ সালের সৌদি আরবের রমজানের সময় সূচি ক্যালেন্ডার তৈরি করেছে এবং তা প্রবাসীদের জন্য সরবারহ করছে। আপনিও যদি একজন রোজাদার সৌদি প্রবাসী হয়ে থাকেন, তবে আমাদের এই ক্যালেন্ডারটি সংগ্রহ করতে পারেন।
আরও পড়ুনঃ সাহরি, রোজার নিয়ত ও ইফতারের দোয়া (আরবি -বাংলা ছবিসহ)
সৌদি আরবের রমজানের সময় সূচি ২০২৩
বাংলাদেশের মতই সৈৗদি আরবের বিভিন্ন এলাকায় সময়ের সামান্য পার্থক্য রয়েছে। সেই পার্থক্য ২-৩ মিনিট বা এরচেয়ে কম-বেশি হতে পারে। যেমন, সৌদি আবরের দাম্মাম এলাকা ও রিয়াদ একালার মধ্যে সামান্য সময়ের ব্যবধান লক্ষ্য করা যায়। আপনি আপনার এলাকা অনুযায়ী সময়ের পার্থক্য মিলিয়ে নিয়ে এই ক্যালেন্ডারটি পুরো সৌদি আরবেই ব্যবহার করতে পারেন।
আরও পড়ুনঃ রমজানের ৩০ রোজার ফজিলত
২০২৩ সালের সৌদি আরবের রমজানের সময় সূচি ছবিটি আপনারা চাইলে ডাউনলোড করে আপনাদের কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে সংগ্রহ করতে পারেন। এই সময় সূচি থেকে আপনারা সাহরি ও ইফতারের সঠিক সময় নির্ণয় করতে পারবেন।
এই ক্যালেন্ডারে একটি বিশেষত্ব হলো সাহরি ও ইফতারের সময় সূচির পাশাপাশি আপনারা নামাজের সময় সম্পর্কেও জানতে পারবেন। এটি আপনাদের জন্য রোজা ও নামাজ আদায়ে সুবিধা তৈরি করবে বলে মনে করি।