ঈদের কবিতা | ঈদ এসেছে
ঈদ এসেছে বছর ঘুরে সবার ঘরে ঘরে
ধনীরা আজ নেবে দুখির সুখ-দুখ ভাগ করে;
হিংসা ভুলে যাবে সবাই , বিভেদ করে নাশি,
ঈদের দিনে সবার মুখেই ফোটবে সুখের হাসি।
ভাই-বেরাদর নেই কেহ পর,আপন সবাই সবার,
ঘৃণা ভুলে দুখির মুখে তোলে দেবে খাবার;
বিত্তবান আজ দেবে যাকাত অভাবিদের তরে
সুখ সাগরের উর্মি-জোয়ার দুঃখ নেবে কেড়ে!
সন্ধ্যাবেলায় দূর আকাশে দেখবে আলোর শশী
হর্ষাবিষ্ট সবার মনে, চোখে স্বপ্ন রাশি রাশি ;
নতুন টুপি, পাঞ্জাবি গায় সবাই ঈদের মাঠে
জায়-নামাজটা হাতে নিয়ে যাবে পায়ে হেটে।
গত পাপের প্রতি সবাই করবে পরিতাপ,
দয়া হবে খোদার মনে করে দেবে মাফ।
নামাজ শেষে শত্রু-মিত্র,পাড়া প্রতিবেশী
বুকে বুকে আলিঙ্গন আর ঠোঁটে মধুর হাসি।
বছর ঘুরে নতুন করে ঈদ আনন্দ আসে,
দীন-দুখি আর পথ শিশুরা দুঃখ ভুলে হাসে।
ঈদের খুশি সবার মনে, কাঁদবে না আর কেউ
সবার মাঝেই ছড়িয়ে যাবে হর্ষময় এক ঢেউ।
সু-প্রণয়ের ঝর্ণা ঝরে জোয়ার আসবে নদীর
সুখী-দুখির সব হৃদয়ে জাগবে টান রুধির।
ঈদের দিনে খুশি মনে সবাই সবার হয়,
এই শুভ দিনের ভালোবাসা যেন অটুট রয়!
রচনা: নাজিরুল ইসলাম নকীব। কিশোরগঞ্জ। ঢাকা।
প্রথম প্রকাশ: হৃদয় বীণার সুর কাব্যগ্রন্থ ২০১৯ ইং
প্রিয় কবিতা পাঠক! আমরা আশাকরি ঈদের কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে। আপনার পছন্দ হবে এমন আরো কবিতা পড়ুন।
আরো পড়ুনঃ