প্রাথমিক শিক্ষায় প্রত্যেক স্কুল ও মাদ্রাসায় বাংলা ব্যাকরণ ও ভাষা শিক্ষা বিষয়ক শ্রেণিগুলোতে শিক্ষার্থীদেরকে বাক্য গঠনের অনুশীলন অত্যন্ত গুরুত্বের সাথেই করানো হয়। গবেষণায় দেখা যায়, যে শিক্ষার্থীরা সৃজনশীলতার সাথে বাক্য গঠন করতে পারে, তারা সহজেই ভাষার জ্ঞানে পারদর্শিতা লাভ করে।
এই নিবন্ধে ৫ টি শব্দ যথা – পৃথিবী, সংকল্প, শৈশব, পরিপক্ক ও অন্তর্যামী দিয়ে বাক্য গঠন করে দেখানো হয়েছে। প্রাথমিক শিক্ষার্থীরা এই নিবন্ধে উল্লেখিত পাঁচটি শব্দ থেকে মোট ২৫ টি অর্থপূর্ণ বাক্য শিখতে পারবে।
অন্তর্যামী দিয়ে বাক্য গঠন
- জানে সবি অন্তর্যামী।
- অন্তহীনের অন্তর্যামী তুমি।
- আমায় জ্ঞান দাও হে অন্তর্যামী প্রভু!
- তোমার মনে কি আছে তা জানে অন্তর্যামী।
- রবি ঠাকুর-এর অন্তর্যামী কবিতা কি চমৎকার!
আরও পড়ুনঃ দেশান্তর, মা, পথ, উৎসব ও সংবর্ধনা দিয়ে বাক্য গঠন
পৃথিবী দিয়ে বাক্য গঠন
- পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
- এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নামটি মা।
- গড়েছো তুমি এই পৃথিবী জাহান।
- পৃথিবীটা দেখতে কতইনা সুন্দর!
- পৃথিবীতে বিচিত্র মানুষের বসবাস।
সংকল্প দিয়ে বাক্য গঠন
- সংকল্প কবিতা আবৃত্তি কর।
- আমার সংকল্প দেশের সেবা করা।
- তোমার সংকল্প কি?
- সংকল্প কাজে পরিণত কর।
- সংকল্প নামে কাজী নজরুল ইসলাম-এর একটি কবিতা আছে।
আরও পড়ুনঃ বিচিত্র, নির্দয়, স্ত্রী, মুঠো ও কপাল দিয়ে বাক্য গঠন
শৈশব দিয়ে বাক্য গঠন
- শৈশবের স্মৃতি ভুলা যায় না।
- শৈশব নিয়ে কিছু কথা বলো।
- আমার শৈশবে মা ছিল আপনজন।
- শৈশবে আর কখনই ফিরে যাওয়া সম্ভব না!
- হাসি-খুশি আর আনন্দেই শৈশব কেটে যায়।
পরিপক্ব দিয়ে বাক্য গঠন
- জ্ঞানে পরিপক্ব হও।
- জনগণকে জনশক্তিতে পরিপক্ব কর।
- ঐ ব্যক্তি ড্রাইভিংয়ে অত্যন্ত পরিপক্ব।
- সে একজন পরিপক্ক মানুষ।
- কে কোন বয়সে পরিপক্ক হবে সেটা ব্যক্তি ভেদে আলাদা হয়।
আরও পড়ুনঃ কেন্দ্র, জগৎ, আকাঙ্ক্ষা, সাড়া ও ঢালু দিয়ে বাক্য গঠন
প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ে থাকো, তবে নিশ্চই উল্লেখিত ৫ টি শব্দ যথা- পৃথিবী, সংকল্প, শৈশব, পরিপক্ক ও অন্তর্যামী দিয়ে বাক্য গঠন করতে পারবে খুব সহজেই।
সকল শিক্ষার্থীরাই মনে রাখবা, অর্থপূর্ণ বাক্য গঠন করার ক্ষেত্রে প্রথমেই শব্দের অর্থ জানা আবশ্যক। তারপর বাক্যকে শ্রুতিমধুর করতে ভাষার শব্দ ভাণ্ডার থেকে বিভিন্ন শব্দ অর্থসহ মুখস্ত করতে হবে এবং বাক্যে শব্দ প্রয়োগের দিক-নির্দেশনা ফলো করতে হবে। তাহলেই বাক্য রচনায় পারদর্শিতা অর্জিত হবে।