প্রাথমিক স্কুলের নিয়মিত ক্লাসেই বিভিন্ন শব্দ দিয়ে বাংলা বাক্য গঠনের অনুশীলন রয়েছে। শ্রেণি শিক্ষকেরা ব্লাকবোর্ডে কিছু বাংলা শব্দ লিখে দিয়ে শিক্ষার্থীদের বলে, তোমরা এই শব্দ গুলো দিয়ে বাক্য রচনা কর। তখন শিক্ষার্থীরা শিক্ষকদের শেখানো মুখস্ত বিদ্যা প্রয়োগ করে খাতায় বাক্য গুলো লিখে।
তবে বেশিরভাগ শিক্ষার্থীরা নিজের সৃজনশীলতা দিয়ে বাক্য রচনা করতে পারে না। কিন্তু যারা নিজের ভাষায় বাক্য রচনা করতে পারে, তারা শিক্ষকদের কাছে আলাদাভাবে গুরুত্ব পায়। সহপাঠিরাও তাকে ফলো করে। এজন্য শিক্ষার্থীদের উচিত, নিজ জ্ঞান থেকে বিভিন্ন ধরণের শব্দ প্রয়োগ করে বাক্য রচনা করা।
আরও পড়ুনঃ সস্তা, রাজ্য, দুর্নাম, নিম্নে ও চিহ্ন দিয়ে বাক্য গঠন
এই ব্লগে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ৫ টি শব্দ যথা – বিচিত্র, নির্দয়, স্ত্রী, মুঠো ও কপাল দিয়ে বাক্য গঠন করে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা যদি উপরোক্ত শব্দ গুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য রচনা করতে চায়, তবে এই ব্লগটি তাদের জন্য কৌশলগত বেনিফিট বয়ে আনবে।
কপাল দিয়ে বাক্য গঠন
- এ যেনো কাপালের লিখন।
- তোমার কপালটা কতইনা সুন্দর!
- চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।
- তোমার কপালে কি হয়েছে?
- এটা পেতে কপাল লাগেরে ভাই!
স্ত্রী দিয়ে বাক্য গঠন
- স্বামীর জন্য স্ত্রী কল্যাণ স্বরূপ।
- আমার স্ত্রীর জন্য দোয়া কর।
- বাবার স্ত্রী মানে আমার মা।
- তোমরা স্ত্রীকে ভালোবাসো।
- স্ত্রীর পাওনা বুঝিয়ে দাও।
আরও পড়ুনঃ দেশান্তর, মা, পথ, উৎসব ও সংবর্ধনা দিয়ে বাক্য গঠন
মুঠো দিয়ে বাক্য গঠন
- ক্ষুধার্থকে একমুঠো ভাত দাও।
- মুঠোফোন এখন অনেক উন্নত।
- হাতের মুঠোতে তোমার জন্য কিছু নিজরানা আছে।
- আমাকে একমুঠো ডাল দাও।
- একমুঠো খাবারের জন্য তারা হাহাকার করছে।
নির্দয় দিয়ে বাক্য গঠন
- তোমার স্রষ্টা নির্দয় নয়।
- কখনও নিজেকে নির্দয় বানিও না।
- নির্দয়কে কেউ ভালোবাসে না।
- কিছু মানুষ আরেকটি মানুষকে নির্দয় ভাবে প্রহার করেছে!
- প্রাণীদের প্রতি নির্দয় আচরণ করো না।
আরও পড়ুনঃ বিশ্ব, যুগান্তর, অগ্রদূত, জ্ঞান ও চেতনা দিয়ে বাক্য গঠন
বিচিত্র দিয়ে বাক্য গঠন
- আমার বাগানে বিচিত্রময় ফুল রয়েছে।
- প্রকৃতির বিচিত্র ভালোবাসা আমাকে মুগ্ধ করে।
- বসন্তে বিচিত্র ফুল ফুটে।
- পাহাড় গুলো কত বিচিত্রময়।
- ঈদের দিনে শিশুরা বিচিত্র পোশাকে সাজে।
প্রিয় শিক্ষার্থী / পাঠক বন্ধুরা, বাংলা শব্দ দিয়ে বাক্য রচনা করতে পারার মানে হলো নিজের সৃজনশীলতাকে উন্নতি করা। তারমানে যে শিক্ষার্থী নিজ প্রতিভায় বাক্য রচনা করতে পারে, সেই শিক্ষার্থীর ভাষার জ্ঞান তুলনামূলক সমৃদ্ধ।
আরও পড়ুনঃ উষ্ণ, স্তব্ধ, ধাপ্পা, লব্ধ ও ক্ষুব্ধ দিয়ে বাক্য গঠন
আমরা নিয়মিতই শিক্ষার্থীদের জন্য শিক্ষা বিষয়ক বিভিন্ন নিবন্ধ প্রকাশ করছি। বাংলা বাক্য গঠন নিয়ে ইতোমধ্যেই অনেকগুলো নিবন্ধ প্রকাশ করা হয়েছে। এই নিবন্ধেও ৫ টি শব্দ যথা -বিচিত্র, নির্দয়, স্ত্রী, মুঠো ও কপাল দিয়ে বাক্য গঠন করে দেখানো হয়েছে। আশাকরি সকল শিক্ষার্থীরাই উপকৃত হবে।