সস্তা, রাজ্য, দুর্নাম, নিম্নে ও চিহ্ন দিয়ে বাক্য গঠন

সস্তা, রাজ্য, দুর্নাম, নিম্নে ও চিহ্ন দিয়ে বাক্য গঠন
Written by IQRA Bari

প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের বাংলা ব্যাকরণ বইয়ে বিভিন্ন শব্দ দিয়ে বাক্য গঠনের অধ্যায় রয়েছে। ফলে শিক্ষার্থীদেরকে নিয়মিতই বাক্য রচনার অনুশীলন করতে হয়। এত অবশ্য শিক্ষার্থীদের ভাষার জ্ঞান সমৃদ্ধ হয় এবং বাংলা ভাষার ব্যাকরণেও পারদর্শিতা অর্জিত হয়।

শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বৃদ্ধিতে বাক্য রচনার অনুশীলনটি অত্যন্ত ফলপ্রসূ। এজন্য নিয়মিতই তাদেরকে বিভিন্ন ধরণের শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য রচনা করতে হবে। এই ব্লগে ৫ টি শব্দ দিয়ে যথা- সস্তা, রাজ্য, দুর্নাম, নিম্নে ও চিহ্ন দিয়ে বাক্য গঠন করে দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ বাংলা শব্দ দিয়ে বাক্য গঠন (সহজ ও কার্যকরী কৌশল)

প্রতিটি শব্দের জন্যই আলাদা আলাদা ৫ টি করে বাক্য দেওয়া আছে। শিক্ষার্থীরা যদি উল্লেখিত শব্দ গুলোকে অর্থপূর্ণ বাক্যে রূপান্তর করতে চায়, তবে এই ব্লগটি তাদের জন্য অনেক সুবিধা তৈরি করবে বলে মনে করি।

চিহ্ন দিয়ে বাক্য গঠন

  1. শূন্যস্থানে টিক চিহ্ন বসাও।
  2. এখানে পদ চিহ্ন দেখা যাচ্ছে।
  3. এখান থেকে বিশেষণ পদ চিহ্নিত কর।
  4. বিজ্ঞানীরা ঐ গ্রহটি চিহ্নিত করেছেন।
  5. লাল চিহ্ন গুলো মুছে দাও।

সস্তা দিয়ে বাক্য গঠন

  1. সস্তায় মোবাইল কিনিও না।
  2. মাছগুলো সস্তায় কিনেছি।
  3. বাজারে চাল -ডাল সস্তায় পাওয়া যাচ্ছে।
  4. বইটি সস্তায় পেয়ে যাবে।
  5. কম্পিউটার এখন আর সস্তায় পাওয়া যায় না।

আরও পড়ুনঃ উষ্ণ, স্তব্ধ, ধাপ্পা, লব্ধ ও ক্ষুব্ধ দিয়ে বাক্য গঠন

রাজ্য দিয়ে বাক্য গঠন

  1. স্রষ্টার রাজ্যে তিনি ব্যতীত কোনো রাজা নেই।
  2. মনের রাজ্যে শত স্বপ্ন বিরাজ করছে।
  3. তার রাজ্য দখল করে নিয়ে গেছে।
  4. ভারতের অনেকগুলো রাজ্য আছে।
  5. তিনি রাজ্য ছেড়ে পালিয়েছেন।

দুর্নাম দিয়ে বাক্য গঠন

  1. কারো দুর্নাম করো না।
  2. পশ্চাতে দুর্নাম করা গুনাহের কাজ।
  3. তার কোনো দুর্নাম নেই।
  4. তোমার কৃতকর্মে মা-বাবার দুর্নাম করো না।
  5. দুর্নাম গীবতেরই অংশ।

আরও পড়ুনঃ বিশ্ব, যুগান্তর, অগ্রদূত, জ্ঞান ও চেতনা দিয়ে বাক্য গঠন

নিম্নে দিয়ে বাক্য গঠন

  1. জান্নাতের নিম্নদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে।
  2. পিছুলোক সর্বদা নিম্নেই থাকে।
  3. রাস্তাটিতে নিম্ন মানের কাজ হয়েছে।
  4. ঐ কাপড়ের কোয়ালিটি অত্যন্ত নিম্ন মানের।
  5. নিম্ন মানের কাজের কোনো ভ্যালু থাকে না।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে যারা প্রাথমিক শ্রেণিগুলোতে পড়াশোনা করছো, তারা অবশ্যই উপরোল্লেখিত শব্দ যথা -সস্তা, রাজ্য, দুর্নাম, নিম্নে ও চিহ্ন দিয়ে বাক্য গঠনের নমুনাটি মনোযোগ সহকারে কয়েকবার পড়। এতে তোমাদের বাক্য গঠনের স্কিল বৃদ্ধি হবে।

Leave a Comment

error: Content is protected !!