প্রাথমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্কুলের বাক্য গঠনের অনুশীলন গুলো আমরা যথাক্রমে তোমাদের সাথে জন্য সহজ ভাষায় ইকরা বাড়ি ওয়েবসাইটে তুলে ধরার চেষ্টা করছি। আজকেও আমরা বাক্য গঠনের অনুশীলন করবো।
তোমাদের সুবিধার্থে এই ব্লগে ৫ টি শব্দ যথা – কেন্দ্র, জগৎ, আকাঙ্ক্ষা, সাড়া ও ঢালু দিয়ে বাক্য গঠন করে দেখানো হলো। মনোযোগ দিয়ে বাক্য গঠনের নমুনা গুলো অনুশীলন কর।
ঢালু দিয়ে বাক্য গঠন
- ঢালু উপত্যকায় একটি ঘর নির্মাণ করতে চাই।
- দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।
- ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের কর।
- জমি কোন দিকে ঢালু, জেনে বাড়ি করুন।
- নৌকাটি বামদিয়ে ঢালু হয়ে আছে।
আরও পড়ুনঃ বিচিত্র, নির্দয়, স্ত্রী, মুঠো ও কপাল দিয়ে বাক্য গঠন
কেন্দ্র দিয়ে বাক্য গঠন
- সকল পরীক্ষার্থীদের ১০ টার আগেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
- ভোট দিতে ভোট কেন্দ্রে যান।
- গুগলের প্রকাশক সহায়তা কেন্দ্র রয়েছে।
- একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রয়োজন।
- আমাদের একটি শিক্ষা ও তথ্য কেন্দ্র রয়েছে।
জগৎ দিয়ে বাক্য গঠন
- বিশ্ব জগতের মালিক একমাত্র আল্লাহ।
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ।
- জগতে তুমি রাজা।
- জগতে কীর্তিমান হও সাধনায়।
- এই ক্ষণস্থায়ী জগতে কিসের অহংকার কর!
আরও পড়ুনঃ দেশান্তর, মা, পথ, উৎসব ও সংবর্ধনা দিয়ে বাক্য গঠন
আকাঙ্ক্ষা দিয়ে বাক্য গঠন
- মানুষ বৃদ্ধ হলেও আশা-আকাঙ্ক্ষা থেমে যায় না।
- মুক্তির আকাঙ্ক্ষা থেকেই মুক্তিযুদ্ধ।
- তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষায় হে প্রভু!
- জান্নাত লাভের আকাঙ্ক্ষা কর।
- আকাঙ্ক্ষা কাকে বলে?
- পরবর্তী গল্পটা আকাঙ্ক্ষা থেকেই শুরু হয়।
সাড়া দিয়ে বাক্য গঠন
- প্রভুর ডাকে সাড়া দাও।
- মায়ের ডাকে সাড়া দিতে দ্বীধা করো না।
- যদি সাড়া না দাও আমাকে, তবে চিনবো কিভাবে বল তোমাকে?
- তুমি ডেকেছিলে আমায়, তবুও সাড়া দিতে পারিনি!
- সেদিন স্যারের কথায় সবাই সাড়া দিয়েছিলাম।
আরও পড়ুনঃ উষ্ণ, স্তব্ধ, ধাপ্পা, লব্ধ ও ক্ষুব্ধ দিয়ে বাক্য গঠন
প্রিয় শিক্ষার্থী ও পাঠক বন্ধুরা, এই ব্লগে ৫ টি শব্দ যথা – কেন্দ্র, জগৎ, আকাঙ্ক্ষা, সাড়া ও ঢালু দিয়ে বাক্য গঠন করে দেখানোর চেষ্টা করেছি। আশাকরি সকল প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এই ব্লগটি খুবই ফলপ্রসূ হবে।
শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। আমরা সথাসাধ্য তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ব্লগটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না।