দেশান্তর, মা, পথ, উৎসব ও সংবর্ধনা দিয়ে বাক্য গঠন

দেশান্তর, মা, পথ, উৎসব ও সংবর্ধনা দিয়ে বাক্য গঠন
Written by IQRA Bari

প্লে-শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার্থীদেরকে স্কুলে নিয়মিত বিভিন্ন শব্দ দিয়ে বাক্য গঠনের অনুশীলন করানো হয়। ভাষার সঠিক ব্যবহার পদ্ধতি জানা এবং ব্যাকরণে পারদির্শতা অর্জনের লক্ষ্যে এই অনুশীলনটি প্রত্যেক প্রাথমিক স্কুলেই চালু রয়েছে।

শিক্ষার্থীদের সহযোগিতায় এই ব্লগে ৫ টি শব্দ যথা – দেশান্তর, মা, পথ, উৎসব ও সংবর্ধনা দিয়ে বাক্য গঠন করে দেখানো হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে তোমরা যারা প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করছো, তারা অবশ্যই বাংলা শব্দ দিয়ে বাক্য গঠনের অনুশীলনে নিয়মিত অংশগ্রহণ কর।

আরও পড়ুনঃ বিশ্ব, যুগান্তর, অগ্রদূত, জ্ঞান ও চেতনা দিয়ে বাক্য গঠন

এতে তোমাদের ভাষার ব্যবহারের অভিজ্ঞতা উন্নত হবে এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরীক্ষায় তোমরা ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হতে পারবা বলে মনেকরি।

সংবর্ধনা দিয়ে বাক্য গঠন

  1. পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তোমাকে সংবর্ধনা দেওয়া হবে।
  2. যুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া উচিত।
  3. মানবতাবাদীদের সংবর্ধনা দাও।
  4. আজ আমাদের স্কুলে সংবর্ধনা অনুষ্ঠান।
  5. তোমাদের চার জনকে সংবর্ধনা দেওয়া হবে।

পথ দিয়ে বাক্য গঠন

  1. সর্বদা সৎ পথে চলাফেলা করো।
  2. অন্ধকে পথ দেখিয়ে দাও।
  3. চলার পথে কষ্টদায়ক বস্তু ফেলো না।
  4. সৎ পথই হলো জান্নাতের পথ।
  5. জীবন চলার পথে কাউকে কষ্ট দিওনা।

আরও পড়ুনঃ উষ্ণ, স্তব্ধ, ধাপ্পা, লব্ধ ও ক্ষুব্ধ দিয়ে বাক্য গঠন

মা দিয়ে বাক্য গঠন

  1. মা শব্দটি কতইনা মধুর।
  2. প্রত্যেক সন্তানের উচিত মাকে সেবা করা।
  3. মা সবচেয়ে আপনজন।
  4. মা ছাড়া পৃথিবীটাই যেনো শূন্য।
  5. মায়ের চরণ তলে সন্তানের জান্নাত।

দেশান্তর দিয়ে বাক্য গঠন

  1. দেশ হতে দেশ দেশান্তরে, ছুটছে তারা কেমন করে।
  2. ছোট ভাইটা দেশান্তারে পরে আছে।
  3. তুমি দেশান্তারে চলে যাও।
  4. পাখিরা দেশান্তারে ঘুরে বেড়ায়।
  5. আগামীকাল মাকে নিয়ে দেশান্তারে চলে যাব।

আরও পড়ুনঃ অবরোধ, স্বাধীন, রাজনীতি, জনক ও সসীম দিয়ে বাক্য গঠন

উৎসব দিয়ে বাক্য গঠন

  1. ঈদ মুসলমানদের সেরা উৎসব।
  2. বৈশাখী উৎসবে সবাই খুশি।
  3. আমাদের স্কুলে আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে।
  4. বাণিজ্যমেলার উৎসবে আমি গিয়েছিলাম।
  5. আজ আমার বড় বোনের বিয়ের উৎসব অুনষ্ঠিত হবে।

প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন শব্দ দিয়ে বাংলা বাক্য গঠনের অভিজ্ঞতাকে কৌশলগতভাবে বাড়িয়ে নিতে ভাষার শব্দ ভাণ্ডারকে মুখস্ত করার বিকল্প নেই। বাংলা ভাষার যতবেশি শব্দ তুমি মুখস্ত করতে পারবে, যে কোনো ধরণের বাক্য রচনায় ততবেশি সুবিধা পাবে।

আরও পড়ুনঃ বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে শিখে নিন

তাছাড়া, বেশি শব্দ মুখস্ত করতে পারলে বাক্যে শব্দ প্রয়োগের পারদর্শিতা অর্জন হবে। যা তোমাকে অন্য সকল শিক্ষার্থীদের থেকে আলাদা করে তুলবে। এই ব্লগে উল্লেখিত শব্দ যথা -দেশান্তর, মা, পথ, উৎসব ও সংবর্ধনা দিয়ে বাক্য গঠনের নমুনা দেখানো হয়েছে।

তোমরা যদি উপরোক্ত বাংলা শব্দগুলো দিয়ে বিভিন্ন ধরণের অর্থপূর্ণ বাক্য গঠন করতে চাও, তবে এই ব্লগটি নিশ্চই তোমাদের বারবার পড়া উচিত! এতে তোমাদের বাক্য রচনার জ্ঞান সমৃদ্ধ হবে।

Leave a Comment

error: Content is protected !!