মানুষের গান

মানুষের গান
Written by IQRA Bari

মানুষের গান

যাহারা সত্যের পথে নিবেদিত প্রাণ
হকের পথে চলে
আমি তাঁহাদের গান লিখে যাই সদা
প্রশংসা যাই বলে।

কেউ ভালো পাক, কিংবা না পাক
আসে যায় না কিছু
জানো, বীর মানবের হিমাদ্রি শির
হয়না কভু নিচু।

দেখ জগতজুড়ে মানুষ খুঁজে
মানুষ যে ভাই নাই,
আজ অমানুষ সব বেঁচে আছে
খোদার দুনিয়ায়!

আজও যদিও কিছু মানুষ আছে
লোকারণ্যে বেঁচে
অমানুষগুলো লেগেই আছে
সেই মানুষের পিছে!

তাই মানুষগুলোর প্রশংসা গাই
ঢাকপেটানো ভাবে,
আমরা যদি মানুষ না হই
অমানুষে ভরে যাবে!

মানুষ হবার পথ খুঁজি আজ
গাই মানুষের গান
আমার গানেই বেঁচে রবে
সব মানুষের প্রাণ!

রচনাকাল: ৭ মার্চ বৃহস্প্রতিবার ২০১৭ ||
বৌলাই || কিশোরগঞ্জ ||

📁 ইসলামিক গল্প

Leave a Comment

error: Content is protected !!