নিজের সম্পর্কে ৫ টি বাক্য বাংলায় (অর্থপূর্ণ বাক্য)

নিজের সম্পর্কে ৫ টি বাক্য বাংলায়
Written by IQRA Bari

কোনো আত্মবিশ্বাসী মানুষকে যদি বলা হয় নিজের সম্পর্কে ৫ টি বাক্য বাংলায় বলো। তবে নিদ্বীধায় সে বলতে পারবে এটাই স্বাভাবিক। কারণ, আত্মবিশ্বাসীরা প্রথমেই নিজেকে চিনতে চেষ্টা করে, তারপর নাহয় বাকি অন্যকিছু।

কিন্তু একজন সাধারণ মানুষকে যদি ঐ একই প্রশ্নটি করা হয়, তবে সে বলতে পারবেন না। কারণ, সে এখনও নিজেকে চিনতে পারেনি। এটাই বাস্তাবতা। আপনার কাছে বিষয়টি খুব বেশি সহজ মনে হলেও বেশিরভাগ মানুষের জন্যই সত্যিই এটা কঠিন।

এজন্য একটা বিষয় লক্ষ্য করবেন যে, বিভিন্ন চাকরি ভাইভা পরীক্ষায় নিজের সম্পর্কে বলার কথা বলা হয়। কিন্তু ইন্টারভিউদাতা অর্থাৎ যিনি চাকরির জন্য ভাইভা দিচ্ছেন, তিনি এই প্রশ্নটির উত্তরে তেমন কিছুই বলতে পারে না।

▷ আরো পড়ুনঃ নিজের সম্পর্কে সমালোচনা করা শিখুন

আপনার জীবনেও হয়তোবা কখনও এমন একটি মূহুর্ত আসতে পারে, যেখানে বলা হবে তোমার নিজের সম্পর্কে কিছু বল। তখন যদি কিছুই বলতে না পারেন, তবে বিষয়টি সত্যিই অন্যরকম। তাই এই আর্টিকেলে আমি আপনাদের বলব, কিভাবে বাংলায় নিজের সম্পর্কে ৫ টি বাক্য বলতে হবে।

নিজের সম্পর্কে ৫ টি বাক্য বাংলায়

নিজের সম্পর্কে বলার সময় এমন কিছু স্মার্ট বাক্য বলা উচিত, যা শুনে অন্যরা যেনো আপনাকে একটু বেশি কেয়ার করতে বাধ্য হয়। এটাই উচিত। যাইহোক, চলুন শিখে নিই আপনার সম্পর্কে কিভাবে স্মার্টলি ৫ টি বাক্য বলবেন।

(১) আমার নাম মোহাম্মাদ মাইন উদ্দিন মাহিন।

(২) আমি এবছর বায়োলজি বিভাগে অনার্স ফাস্ট ইয়ারে পড়ছি।

(৩) আমি পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটা জবও করছি।

(৪) আমার লেখা একটি বই ২০২২ সালের জাতীয় বই মেলায় বেস্ট সেলার খ্যাতি অর্জন করেছিল।

(৫) আমার স্বপ্ন হলো পড়াশোনা শেষ করে দার্শনিক হবো।

এইতো লেখা হয়ে গলো নিজের সম্পর্কে ৫ টি বাক্য বাংলায়। আপনিও যদি এই বিষয়কে নিজের আত্মবিশ্বাসের মধ্যদিয়ে লেখার বা বলার চেষ্টা করেন তবে দেখবেন যে,  এর চেয়েও আরো চমৎকার চমৎকার বাখ্যের মাধ্যমে আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারবেন।

▷ আরো পড়ুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়

অনেকের কাছে এই ছোট্ট বিষয়টাও অনেক কঠিন মনে হতে পারে। আর এটাও স্বাভাবিক। আমিও একসময় এমনই ছিলাম, নিজের সম্পর্কে কিছুই বলার মতো কোনো মেধাই ছিল না। কিছুদিন চেষ্টা করার মাধ্যমে নিজের উপর সেই আত্মবিশ্বাস জন্ম দিলাম।

তাই এখন স্রষ্টার অশেষ কৃপায় যে কোনো বিষয়েই অন্তত কিছু শব্দ বা বাক্য বলতে পারবো এই কনফিডেন্স নিজের প্রতি আছে। আপনিও পারবেন। কিছুদিন চেষ্টা করুন। আর হ্যাঁ, কখনই নিজেকে ‍তুচ্চ বা হতাশাগ্রস্থ হিসেবে মনে করবেন না।

আপনিও এই পৃথিবীর বুকে গুরুত্বপূর্ণ একজন। তাই নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করুন। আপনি নিশ্চই পারবেন ইনশাআল্লাহ। আপনার কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি গুরুত্বপূর্ণ এই পর্বটি।

Leave a Comment

error: Content is protected !!