প্রশ্ন : বাংলা বানানে ই কার ব্যবহারের ৫টি নিয়ম দেখাও ।
অথবা, বাংলা বানানে ই- কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ ।
উত্তর: ই – কারের পাঁচটি ব্যবহার : বাংলা বানানে ই – কারের ৫ টি ব্যবহার উদাহরণসহ নিচে প্রদত্ত হলো
১. ঈ – কারের পরিবর্তে ই – কার : তৎসম শব্দ যদি তদ্ভব শব্দে রূপান্তরিত হয় তাহলে ঈ – কারের পরিবর্তে
ই – কার হয় । যেমন – বাড়ী>বাড়ি, শাড়ী>শাড়ি ইত্যাদি ।
২. ভাষার শেষে ই – কার : আধুনিক বাংলা বানানের নিয়মে জাতি বা ভাষার নামের শেষে ই – কার ব্যবহৃত হয় । যেমন – বাঙালি, ইহুদি, জাপানি,
হিন্দি, আরবি, ইংরেজি ইত্যাদি ।
৩. অ- তৎসম শব্দের শেষে ই- কার : বস্তুবাচক, ভাববাচক, কর্মবাচক এবং প্রাণিবাচক ইত্যাদি অ- তৎসম শব্দের শেষে ই- কার হয় । যেমন-
আলমারি, ওস্তাদি, চালাকি, মাস্টারি ইত্যাদি ।
৪. স্ত্রৗবাচক অতৎসম শব্দে ই- কার : বাংলা স্ত্রীবাচক অতৎসম শব্দে ই- কার হয় । যেমন- মাসি. পিসি, চাচি, গিন্নি, বিবি ইত্যাদি ।
৫. ক্রিয়াবাচক শব্দে : বাংলা ক্রিয়াবাচক শব্দে ই- কার হয় । যেমন- করি, লিখি, ধরি, শিখি ইত্যাদি ।