নামের প্রভাব! ইসমাঈলের পালিত সেই আবু বকর ও ওমর

নামের প্রভাব
Written by IQRA Bari

প্রিয় ইকরা বাড়ির সদস্যবৃন্দ, আজ আমরা আপনাদের সাথে চমৎকার একটি ইসলামিক শিক্ষনীয় ঘটনা শেয়ার করবো, ঘটনাটি অত্যন্ত মজাদার ও শিক্ষনীয়ও বটে।

নামের প্রভাব

ইমামে আজম হযরত আবু হানিফা (রহ.) এর জীবদ্দশায় তাঁর প্রতিবেশীর এক ব্যক্তির নাম ছিল ইসমাঈল। তিনি কট্টরপন্থী শিয়া ছিলেন। সে একবার হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর সাহাবাদেরকে অবজ্ঞা ও অবমাননা করার নিয়তে তার গৃহপালিত দুই খচ্চরের নাম রাখলো আবু রকর ও ওমর।

তার কিছুদিন না যেতেই মহান আল্লাহর লীলায় একটি খচ্চর তার মালিক ইসমাঈল কে দুটি পদাঘাত করলো। আর এতেই ইসমাঈল প্রাণ হারালো।

হযরত ইমাম আবু হানিফা এই ঘটনাটি শুনে উপস্থিত লোকদের কে বললেন, তোমরা অনুসন্ধান করে দেখ, যে খচ্চরটির নাম সে ওমর রেখেছিল সেই তাকে পদাঘাত করে হত্যা করেছে। তারপর লোকেরা খোঁজখবর নিয়ে দেখে বাস্তবিকই খচ্চরের মালিক ইসমাঈলের সাথে তাই ঘটেছে।

ঘটনা থেকে শিক্ষাঃ

নামের প্রভাব এই ঘটনা থেকে শিক্ষা হলো আমাদের নবজাতক শিশুদেরকে অবশ্যই ইসলামিক নাম রাখা। কেননা, নামের প্রভাব শিশুদের মধ্যে প্রকাশ পায়। তাছাড়া মুসলিম নবজাতক শিশুদের ইসলামিক নাম রাখা মা-বাবার উপর আল্লাহ প্রদত্ত দায়িত্ব ও কর্তব্য।

ঘটনাটির মূল অংশ আল্লামা মোহাম্মদ তক্বী উসমানী দা.বা. এর বই থেকে নেওয়া হয়েছে। আর্টিকেলটি লিখেছেন মোহাম্মাদ নাজিরুল ইসলাম নকীব।

প্রিয় পাঠক, শিক্ষানীয় এই ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকেই ধন্যবাদ।

পড়ার সাজেশনঃ
আরবিল নামক এক অত্যাচারি মহিলা
মুসলিম হিসেবে সুন্দর মনের প্রয়োজনীয়তা

Leave a Comment

error: Content is protected !!