পাতা, সুন্দর, আনন্দ, সজীব ও ফুল দিয়ে বাক্য গঠন

পাতা, সুন্দর, আনন্দ, সজীব ও ফুল দিয়ে বাক্য গঠন
Written by IQRA Bari

প্রিয় শিক্ষার্থী, বাংলা শব্দ দিয়ে বাক্য গঠনের এই পর্বে তোমাকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে ৫ টি শব্দ যথা – পাতা, সুন্দর, আনন্দ, সজীব ও ফুল দিয়ে বাক্য গঠন করে দেখাবো। তোমরা যদি এগুলো অনুশীলন করো তবে তুমি অর্থপূর্ণ বাক্য গঠনে পারদর্শিতা অর্জন করতে পারবে।

ফুল দিয়ে বাক্য গঠন

  • শাপলা আমাদের জাতীয় ফুল।
  • গোলাপ ফুল দেখতে সুন্দর।
  • হাসনাহেনা ফুলের সুবাস মনোমুগ্ধকর।
  • ফুলের উপমা ফুল নিজেই।
  • গাছের ফুল গাছেই সুন্দর।

আরো পড়ুনঃ মাঝি, স্কুল, জাতীয়, শীত ও পতাকা দিয়ে বাক্য গঠন

পাতা দিয়ে বাক্য গঠন

  • কাঁঠাল পাতা দেখতে সবুজ।
  • শীতকালে গাছের পাতা ঝরে যায়।
  • গাছে পানি না দিলে পাতা শুকিয়ে যায়।
  • নিমপাতা অনেক তেতো।
  • রোদে পাতাগুলো শুকিয়ে গেছে।

সুন্দর দিয়ে বাক্য গঠন

  • সুন্দর মনের মানুষকে সবাই ভালোবাসে।
  • সুন্দরের কোনো উপমা হয় না।
  • পূর্ণিমা চাঁদ দেখতে সুন্দর।
  • আমার বাগানে সুন্দর ফুল ফুটেছে।
  • মোহাম্মাদ নামটি অনেক সুন্দর।

আরো পড়ুনঃ বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে

আনন্দ দিয়ে বাক্য গঠন

  • ঈদ আনন্দের তুলনা হয় না।
  • পোষা বিড়াল আনন্দ দিতে ভালোবাসে।
  • স্কুল থেকে আমরা প্রতি বছরই আনন্দ ভ্রমণে যাই।
  • বৈশাখী মেলার আনন্দে শিশুদের চোখে ঘুম নেই।
  • পাখিরা আনন্দে গান করছে।

সজীব দিয়ে বাক্য গঠন

  • বসন্ত ঋতুতে প্রকৃতি সজীবতা ফিরে পায়।
  • সজীব শাক সবজি পুষ্টিগুণে ভরপুর।
  • সজীব করিব মহাশ্মশান।
  • তরুণটি সব সময় সজীব।
  • মনকে সর্বদা সজীব রাখো।

আরো পড়ুনঃ বাংলা ভাষার মূল উপাদান কি? (ক্ষুদ্রতম একক ও উপকরণ)

প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই ব্লগটি ভালোকরে অনুশীলন করে থাকো, তবে নিশ্চই আশাবাদী তুমি এখন থেকে পাতা, সুন্দর, আনন্দ, সজীব ও ফুল দিয়ে বাক্য গঠন করতে পারবা। আমরা তোমাদের জন্য নিয়মিতই শিক্ষা বিষয়ক ব্লগ প্রকাশ করি। তোমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে নিয়মিত ভিজিট কর ইকরা বাড়ি ওয়েবসাইট।

Leave a Comment

error: Content is protected !!