মাঝি, স্কুল, জাতীয়, শীত ও পতাকা দিয়ে বাক্য গঠন

মাঝি, স্কুল, জাতীয়, শীত ও পতাকা দিয়ে বাক্য গঠন
Written by IQRA Bari

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শব্দ দিয়ে বাক্য রচনা করা দৈনন্দিন স্কুল রুটিনের একটি গুরুত্বপূর্ণ কাজ। বিশেষ করে ক্লাস ওয়ান থেকে ক্লাস পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদেরকে বাক্য গঠনের নিয়মিত অনুশীলন করানো হয়।

এই ব্লগে তোমাদের জন্য রয়েছে ৫ টি শব্দ দিয়ে বাক্য গঠনের সহজ অনুশীলন। শব্দগুলো হলো : পতাকা, মাঝি, স্কুল, জাতীয়, শীত ইত্যাদি।

তোমাদের পাঠ্যবইয়ে এই শব্দগুলো দ্বারা বাক্য রচনার অনুশীলনী রয়েছে। তাই মনোযোগ দিয়ে অবশ্যই তোমাকে ব্লগটি পড়তে হবে।

পতাকা দিয়ে বাক্য গঠন

  1. বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ।
  2. শহীদের রক্তে মাখা এই পতাকা।
  3. পতাকাকে সম্মান করা দেশপ্রেমের অন্তর্ভূক্ত।
  4. আমার স্কুলের সামনে পতাকা উড়ানো হয়।
  5. পতাকার মাধ্যমে দেশ শনাক্ত করা হয়।

আরও জানোঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়

মাঝি দিয়ে বাক্য গঠন

  • নৌকায় মাঝি বসে আছে।
  • মাঝি ভাই তরী বেয়ে যায় নদীর কূলে।
  • মাঝিরা সঁন্ধ্যায় বাড়ি ফিরে যায়।
  • নৌকাই যেনো মাঝিদের বাড়ি।
  • মাঝি ভাই নৌকায় বসে গান করছে।

স্কুল দিয়ে বাক্য গঠন

  1. আমাদের স্কুলের সামনে একটি সুন্দর বাগান আছে।
  2. স্কুল মাঠে আমরা খেলাধুলা করি।
  3. আমাদের স্কুলের পরিবেশ খুবই সুন্দর।
  4. স্কুলের সহপাঠিরা সবাই পরিচ্ছন্ন।
  5. স্কুল ছুটি হলে সবাই বাড়ি ফিরে যায়।

জাতীয় দিয়ে বাক্য গঠন

  • বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম।
  • বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
  • বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল
  • বাংলাদেশের জাতীয় ফুল শাপলা।
  • বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ।

আরও জানোঃ বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে

শীত দিয়ে বাক্য গঠন

  • শীতের পিঠা খেতে বেশ মজাদার।
  • শীতের সকালে সবুজ ঘাস শিশিরে ভিজে থাকে।
  • শীতকালে বিভিন্ন গাছের পাতা ঝড়ে যায়।
  • শীতকালে পুকুরের পানি শুকিয়ে যায়।
  • গরিব-দুখিকে শীতের বস্ত্র দাও।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশাকরি তোমরা এখন থেকে এই ৫ টি বাক্য তথা – মাঝি, স্কুল, জাতীয়, শীত ও পতাকা দিয়ে বাক্য গঠন করতে পারবে খুবই সহজেই। আমরা তোমাদের সুবিধার্থে শিক্ষা বিষয়ক বিভিন্ন ব্লগ প্রকাশ করি। তোমরা যারা বিভিন্ন বাংলা শব্দ দিয়ে বাক্য গঠন করতে চাও, বা পড়াশোনার যে কোনো বিষয়ে জানতে চাও তারা নিয়মিত ইকরা বাড়ি ভিজিট করো।

Leave a Comment

error: Content is protected !!