আল্লাহর সৃষ্টি সম্পর্কে ১০টি বাক্য বাংলায়

আল্লাহর সৃষ্টি সম্পর্কে ১০টি বাক্য বাংলায়
Written by IQRA Bari

প্রকাশ্যে -গোপনে যা আছে সবই পরাক্রমশালী মহান আল্লাহর সৃষ্টি। তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। মহিমাময় ও মহানুভব সেই স্রষ্টার প্রশংসায় সৃষ্টির হৃদয় সর্বদা ব্যকুল হয়ে থাকে। আল্লাহর সৃষ্টি সম্পর্কে ১০টি বাক্য মুমিন হৃদয়ে এনে দিতে পারে শান্তির বারিধারা।

আল্লাহর সৃষ্টি কত সুন্দর তা আমরা প্রতি মূহুর্তেই অনুভব করি। আল্লাহর সৃষ্টির মাঝে তার পরিচয় নিহিত রয়েছে। তিনি যে অসীম ও দয়াবান, তা তাঁর প্রতিটি সৃষ্টিই অনুভব করে। সেই মহান সত্ত্বার সৃষ্টির রহস্য, সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব নিয়ে কিছু বাক্য নিচে উপস্থাপন করা হলো।

আল্লাহর সৃষ্টি সম্পর্কে ১০টি বাক্য

১. আল্লাহর সৃষ্টি চির অসীম।

২. আল্লাহর সৃষ্টি নিখুঁত।

৩. আল্লাহর সৃষ্টি অতি সুন্দর।

৪. আল্লাহর সৃষ্টি উদ্দেশ্যপূর্ণ।

৫. আল্লাহর সৃষ্টি আমাদেরকে আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতার কথা বলে।

৬. আল্লাহর সৃষ্টি আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে উৎসাহিত করে।

৭. আল্লাহর সৃষ্টি আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে অনুপ্রাণিত করে।

৮. আল্লাহর সৃষ্টি আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।

৯. আল্লাহর সৃষ্টি আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে শেখায়।

১০. আল্লাহর সৃষ্টি আমাদেরকে আল্লাহর প্রতি ভালোবাসা ও বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে।

১১. আল্লাহর সৃষ্টির মধ্যে আমরা আল্লাহর জ্ঞান ও বিজ্ঞান দেখতে পাই।

১২. আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর দয়া ও করুণা দৃশ্যমান।

মহান আল্লাহর গুণকীর্তন করে কখনও শেষ করা যাবে না। তার সমকক্ষ কেউ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি সৃষ্টির পূর্বের ও পরের কথাও জানেন। কোন কিছুই তাঁর জ্ঞানসীমার বাইরে নয়। তাঁর থেকে কেউ কিছু লুকাতেও পারে না।

উপরোক্ত আল্লাহর সৃষ্টি সম্পর্কে ১০টি বাক্যে তাঁর ক্ষমতা ও মহানুভবতার পরিচয় পাবেন। এই বাক্যগুলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও দৃঢ় বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে বলে মনে করি।

Leave a Comment

error: Content is protected !!