আকাইদ সম্পর্কে ১০টি বাক্য বাংলায়

আকাইদ সম্পর্কে ১০টি বাক্য বাংলায়
Written by IQRA Bari

আকাইদ শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিশ্বাসগুলোকে আকাইদ বলা হয়। আকাইদ হলো ইসলামের ভিত্তি। আকাইদ শুদ্ধ না হলে ইসলামের অন্যান্য দিকগুলো শুদ্ধ হবে না। আকাইদ সম্পর্কে ১০টি বাক্য আপনার জানা উচিত।

আকাইদের বিষয়গুলোর প্রতি সন্দেহ পোষণ করা কুফুরী। আকাইদ সম্পর্কে জানার জন্য কুরআন, হাদিস এবং ইসলামী জ্ঞানের অন্যান্য উৎস থেকে জ্ঞানার্জন করা জরুরি। আকাইদের বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং সেগুলোর উপর আমল করা একজন মুমিন – মুসলমানের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

আকাইদের বিষয়গুলো মূলত মহান আল্লাহ, নবী-রাসুল, ফেরেশতাগণ, আসমানি কিতাবসমূহ, আখিরাত ও তাকদীরের উপর দৃঢ় বিশ্বাসের নাম। কেউ যদি এই বিষয়গুলোর কোন একটিকেও অস্বীকার করে তবে সে আর মুসলমান থাকে না।

আকাইদ সম্পর্কে ১০টি বাক্য

১. আকাইদ শব্দের অর্থ বিশ্বাস।

২. ইসলামের মৌলিক বিশ্বাসগুলোকে আকাইদ বলা হয়।

৩. আকাইদ হলো ইসলামের ভিত্তি।

৪. আকাইদ শুদ্ধ না হলে ইসলামের অন্যান্য দিকগুলো শুদ্ধ হবে না।

৫. আকাইদের বিষয়গুলো হলো:

  • আল্লাহকে এক বলে বিশ্বাস করা,
  • নবী-রাসূলগণদের উপর ঈমান আনা,
  • ফেরেশতাগণের উপর ঈমান আনা,
  • আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনা,
  • আখিরাতের উপর ঈমান আনা,
  • তাকদীরের ভালো-মন্দের উপর ঈমান আনা ইত্যাদি।

৬. আকাইদের বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।

৭. আকাইদের বিষয়গুলোর প্রতি সন্দেহ পোষণ করা কুফুরী।

৮. আকাইদ সম্পর্কে জানার জন্য কুরআন, হাদিস এবং ইসলামী জ্ঞানের অন্যান্য উৎস থেকে জ্ঞানার্জন করা উচিত।

৯. আকাইদের বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং সেগুলোর উপর আমল করা একজন মুসলিমের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

১০. আকাইদ মানেই হলো স্রষ্টার নির্দশিত পথে নিজেকে বিলিয়ে দেওয়া।

আকাইদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়

১. আল্লাহ এক, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সৃষ্টিকূলের স্রষ্টা এবং পরিচালক।

২. নবী-রাসুলগণ আল্লাহর প্রেরিত প্রতিনিধি। তারা মানবজাতিকে সত্যের পথ দেখানোর জন্য প্রেরিত হয়েছেন।

৩. ফেরেশতাগণ আল্লাহর সৃষ্ট। তারা আল্লাহর আদেশ পালন করে থাকেন।

৪. কুরআন আল্লাহর বাণী। এটি মানবজাতির জন্য হেদায়াতের উৎস।

৫. হাদিস নবী মুহাম্মদ (সা.)-এর বাণী এবং কাজকর্মের বিবরণ। এটি কুরআনের পরে ইসলামের দ্বিতীয় উৎস।

৬. আখিরাত হলো মৃত্যুর পরের জীবন। যেখানে মানুষের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে।

৭. তাকদীর হলো আল্লাহর পূর্বনির্ধারণ। মানুষের জীবনে যা কিছু ঘটবে তা মহান আল্লাহ আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন।

স্রষ্টার মনোনীত একমাত্র ধর্ম ও জীবনব্যবস্থার নাম ইসলাম। ইসলামের অনুসারীদেরকে মুসলমান বলা হয়। মুসলমান হতে হলে আকাইদের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা অপরিহার্য বিষয়। আকাইদ অস্বীকারকারী কখনই মুসলিম থাকে না।

আকাইদের উপর সুদৃঢ় ঈমানই মানুষকে মুক্তির দিশা দেবে। মহান আল্লাহ পবিত্র কুরআনে, রাসূল (স.) বিভিন্ন হাদিসে আকাইদের বিভিন্ন দিক সুস্পষ্টভাবে তোলে ধরেছেন। বিভ্রান্ত হওয়ার কিছু নেই। প্রকৃত আকাইদ ছাড়া পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না।

আশাকরি আকাইদ সম্পর্কে ১০টি বাক্য আপনার আকাইদের ভিত্তিকে আরও মজুবত করবে। আকাইদ হোক প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। মহান আল্লাহ আকাইদের প্রতি আমাদের সবাইকেই সুদৃঢ় ঈমান দান করুন। আমিন।

Leave a Comment

error: Content is protected !!